(01) একটি পাঁঠা মাত্র তিন মাস বয়সেই বয়োপপ্রান্তি লাভ করে।
(02) কিন্তু ৬ মাস বয়সের আগে তাকে প্রজনন কাজে ব্যবহার করা যাবে না; অন্যথায় পাঁঠার স্বাস্থ্যহানী ঘটবে।
(03) ১২ মাস বয়স প্রজনন কাজের জন্য আদর্শ। পাঁঠার প্রজনন ক্ষমতা ২-৩ বছর বয়সে সবেচ্চো।
(04) প্রজনন কাজে ব্যবহৃত পাঁঠাকে শারীরিক ভাবে সুস্থ ও শৌর্য বীর্যের অধিকারী হতে হয়। পর্যাপ্ত পরিমানে সুষম খাদ্য সরবরাহ করলে এবং উপযুক্ত পরিচর্যা করলে একটি পাঁঠাকে ১২ বৎসর বয়স পর্যন্ত প্রজনন কাজে ব্যবহারকরা যায় |
(05) একটি ব্ল্যাক বেঙ্গল পাঁঠার থাকার জন্য ২৪ বর্গফুট জায়গার প্রয়োজন হয়। পক্ষান্তরে একটি যমুনা পাড়ি পাঁঠার থাকার জন্য ৩৫ বর্গফুট জায়গার প্রয়োজন হয়।
(06) পাঁঠার খাদ্য ব্যবস্থাপনা দুধালো ছাগীর মতই | তবে প্রজনন কার্যক্রমে সহায়তার জন্য পাঁঠাকে দৈনিক ১০ গ্রাম গাঁজানো ছোলা দেয়া প্রয়োজন। কোন ভাবেই পাঁঠার শরীরে চর্বি জমতে দেওয়া উচিৎ নয়। প্রয়োজনে খাদ্য নিয়ন্ত্রণ করা যেতে পারে |
(07) ২৮-৩০ কেজি ওজনের একটি পাঁঠাকে ৪০০ গ্রাম করে দানাদার খাদ্য প্রদান করতে হবে |
(08) একটি পাঁঠাকে সপ্তাহে ১০-১২ বারের বেশি কাজে ব্যবহার করা উচিৎ নয়।