Skip to content

 

পাঠা ছাগলের কি কি পরিচর্যা করতে হয়? পাঠা ছাগলের বাচ্চা যত্ন? পাঠা ছাগলের খাবার?

পাঠা ছাগলের কি কি পরিচর্যা করতে হয়? পাঠা ছাগলের বাচ্চা যত্ন? পাঠা ছাগলের খাবার?

পাঠা ছাগলের কি কি পরিচর্যা করতে হয়? পাঠা ছাগলের বাচ্চা যত্ন? পাঠা ছাগলের খাবার?

(01) একটি পাঁঠা মাত্র তিন মাস বয়সেই বয়োপপ্রান্তি লাভ করে।

(02) কিন্তু ৬ মাস বয়সের আগে তাকে প্রজনন কাজে ব্যবহার করা যাবে না; অন্যথায় পাঁঠার স্বাস্থ্যহানী ঘটবে।

(03) ১২ মাস বয়স প্রজনন কাজের জন্য আদর্শ। পাঁঠার প্রজনন ক্ষমতা ২-৩ বছর বয়সে সবেচ্চো।

(04) প্রজনন কাজে ব্যবহৃত পাঁঠাকে শারীরিক ভাবে সুস্থ ও শৌর্য বীর্যের অধিকারী হতে হয়। পর্যাপ্ত পরিমানে সুষম খাদ্য সরবরাহ করলে এবং উপযুক্ত পরিচর্যা করলে একটি পাঁঠাকে ১২ বৎসর বয়স পর্যন্ত প্রজনন কাজে ব্যবহারকরা যায় |

(05) একটি ব্ল্যাক বেঙ্গল পাঁঠার থাকার জন্য ২৪ বর্গফুট জায়গার প্রয়োজন হয়। পক্ষান্তরে একটি যমুনা পাড়ি পাঁঠার থাকার জন্য ৩৫ বর্গফুট জায়গার প্রয়োজন হয়।

(06) পাঁঠার খাদ্য ব্যবস্থাপনা দুধালো ছাগীর মতই | তবে প্রজনন কার্যক্রমে সহায়তার জন্য পাঁঠাকে দৈনিক ১০ গ্রাম গাঁজানো ছোলা দেয়া প্রয়োজন। কোন ভাবেই পাঁঠার শরীরে চর্বি জমতে দেওয়া উচিৎ নয়। প্রয়োজনে খাদ্য নিয়ন্ত্রণ করা যেতে পারে |

(07) ২৮-৩০ কেজি ওজনের একটি পাঁঠাকে ৪০০ গ্রাম করে দানাদার খাদ্য প্রদান করতে হবে |

(08) একটি পাঁঠাকে সপ্তাহে ১০-১২ বারের বেশি কাজে ব্যবহার করা উচিৎ নয়।

See also  ছাগল পালনে সফল কত সময় লাগে? কখন বুঝবেন আপনি ছাগল পালন করে সফল? ছাগল পালন করে কোটিপতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright Notice

কপি করা নিষিদ্ধ!