খামারিয়ান লাইভস্টক ফার্ম

(01) খামারে ছাগলের সংখ্যা ২-৫ টি।
(02) ছাগলের জন্য আলাদা কোন বাসগৃহের প্রয়োজন হয় না | সাধারণত গোয়াল ঘরে বা খামারীর শোয়ার ঘরে বা বসতঘরের পাশের বারান্দায় ছাগলকে রাখা হয়।
(03) বসত ঘরের আশে পাশের পতিত জমি ও ক্ষেতের আইলের ঘাস হতে ছাগলের খাদ্যের সংস্থান হয়। তবে সাপ্লিমেন্ট হিসাবে গমের ভূষি, চালের কুড়া, ছোলার ভূষি, ভাতের মাড়, কাঠাল পাতা প্রভৃতি সরবরাহ করা হয়ে থাকে |
(04) অল্প পুঁজি বিনিয়োগ করতে হয় বলে ভূমিহীন ক্ষুদ্র খামারী, প্রান্তিক চাষী এবং উচ্চ বিত্ত কৃষক সকলেই এ ধরণের খামার করতে পারেন।
(05) এ ধরণের খামার স্থাপনে অল্প জায়গা এবং ব্যবস্থাপনায় অল্প শ্রম প্রয়োজন হয়। বিনিয়োগ অল্প বলে এ ধরণের খামারে ঝুঁকির পরিমানও কম |
(06) এক সাথে অল্প সংখ্যক ছাগল পালন করা হয় বলে এদের ব্যবস্থাপনা সহজসাধ্য। এদের রোগ ব্যাধিও তুলনামূলকভাবে কম হয় এবং উৎপাদন ভাল হয়।
(07) সংখ্যা কম হওয়ায় বাজারজাতকরণও তুলনামূলকভাবে সহজ |
(08) অল্প সংখ্যক ছাগল পালনের কারণে বাৎসরিক আয় কম হয়। তাই একক পেশা হিসাবে গ্রহণের জন্য এ ধরণের ছাগল পালন পদ্ধতি উপযুক্ত নয় ৷
(09) বাণিজ্যিক ভিত্তিতে পালন করা হয় না বলে অনেক সময় ছাগলের খাদ্য ও স্বাস্থ্য ব্যবস্থাপনা খাতে কম অর্থ বিনিয়োগ করা হয়। ফলে উৎপাদন অনেক সময় আশানুরূপ হয় না।
(10) এ ধরণের খামার হতে বছরে ১২-১৫ হাজার টাকা আয় করা সম্ভব ৷