Skip to content

 

20টি পীরের প্রতি আদব বা পীরের প্রতি মুরীদের করণীয় তথা পীরের হক

20টি পীরের প্রতি আদব বা পীরের প্রতি মুরীদের করণীয় তথা পীরের হক

বিষয়: 20টি পীরের প্রতি আদব বা পীরের প্রতি মুরীদের করণীয় তথা পীরের হক।
হ্যশট্যাগ: #পীরের প্রতি আদব #পীরের প্রতি মুরীদের করণীয় #পীরের হক।

20টি পীরের প্রতি আদব বা পীরের প্রতি মুরীদের করণীয় তথা পীরের হক

১. পীর বা শায়খে তরীকত এক প্রকার উস্তাদ, কাজেই উস্তাদের যেসব হক পীর মুরশিদেরও সেসব হক। তদুপরি পীর মুরশিদ বা শায়খে তরীকতের অন্য যেসব হক রয়েছে তা নিম্নে বর্ণনা করা হল।

২. অন্তরে এই একীন রাখা যে, এই মুরশিদ থেকেই আমার মকছুদ হাছিল হবে, অন্যদিকে মন দিলে ফয়েয ও বরকত থেকে বঞ্চিত হয়ে যাবে এবং যা কিছু ফয়েয বরকত হাছিল হয় সবই পীরের ফয়েয বরকতে হয়েছে মনে করবে।

৩. পীরের সব কথা (যদি শরী’আতের খেলাফ না হয়) ভক্তি সহকারে পালন করা।

৪. পীরের অনুমতি না নিয়ে তাঁর কাজের অনুসরণ না করা। কারণ তাঁর মর্তবা বড়, তিনি যা করেন মুরীদের হয় তো তা সাজে না।

৫. পীর যা কিছু দুরূদ ওযীফা বা যিকির বাতাবেন তাই পড়া, অন্য কোন ওজীফা নিজে শুরু করে থাকলে বা অন্য কেউ বলে থাকলে তা ছেড়ে দেয়া। ছেড়ে দিতেও পীরের নিকট বলে নিবে }

৬. পীরের সামনে থাকা কালে সম্পূর্ণ মনোযোগ তাঁর দিকে রাখবে। এমনকি ফরয সুন্নাত ব্যতীত নফল নামায বা কোন ওজীফাও তাঁর এজাযত না নিয়ে তাঁর সামনে থেকে পড়বে না। পড়লে আড়ালে গিয়ে পড়বে।

৭. মুরীদ এমন স্থানে দাঁড়াবে না, যাতে তার ছায়া পীর মুরশিদের ছায়ার উপর বা তাঁর শরীরের উপর পড়তে পারে।

৮. তাঁর মুসল্লার উপর পা রাখবে না।

৯. তাঁর লোটা, বদনা, রেকাবী ইত্যাদি ব্যবহার করবে না।

১০. পীরের সামনে পানাহার বা উযূ গোসল করবে না। অবশ্য যদি তিনি হুকুম করেন তাহলে হুকুম পালন করবে।

১১. পীরের সাক্ষাতে কারও সাথে কথা বলবে না। এমন কি কারও দিকে মুখও ফিরাবে না।

১২. পীর সাহেব উপস্থিত না থাকলেও তাঁর বসার জায়গার দিকে পা লম্বা করবে না।

১৩. পীর সাহেব উপস্থিত না থাকলেও তাঁর বসার জায়গার দিকে থুথু ফেলবে না।

১৪. পীর সাহেবের কোন কথা বা কাজের ব্যাপারে প্রশ্ন তুলবে না, কেননা হতে পারে তিনি সেটা এল্‌হাম দ্বারা বলছেন বা করছেন। অবশ্য শরী’আতের স্পষ্ট বিধানের বরখেলাফ হলে তা মান্য করা যাবে না এবং হক্কানী পীর সে রকম কিছু বলতে বা করতেও পারেন না।

১৫. পীরের কারামত দেখার ইচ্ছা করবে না।

১৬. (বিশেষ কিছু) স্বপ্নে দেখলে পীরের নিকট জানাবে।

১৭. বিনা জরুরতে এবং বিনা অনুমতিতে তাঁর ছোহবত ছেড়ে অন্যত্র যাবে না।

১৮. নিজের পীরের কথা অন্যের কাছে তখনই বলবে যখন বুঝবে যে, সে কথার মর্ম উপলব্ধি করবে এবং কদর করবে।

১৯. নিজের কথা বাহ্যতঃ সহীহ হলেও পীরের কথা রদ করবে না এই ভেবে যে, আমার বুঝ ভুলও হতে পারে।

২০. নিজের অন্তরের ভাল মন্দ সব অবস্থা পীরকে অবগত করে যথাযথ ব্যবস্থা জেনে নিবে। তিনি কাফের দ্বারা জেনে নিবেন- এই ভরসায় বসে থাকবে না। পীর ব্যতীত অন্য কাউকে যিকির আযকারের অবস্থা এবং হালত সম্পর্কে বলবে না, তাহলে বরকত নষ্ট হয়ে যাবে।

সমাপ্ত: 20টি পীরের প্রতি আদব বা পীরের প্রতি মুরীদের করণীয় তথা পীরের হক।
সূত্র: আহকামে যিন্দেগী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright Notice

কপি করা নিষিদ্ধ!