Skip to content

 

Wait...❤😘 Show love? ⬇⬇⬇

প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। (আলে-ইমরান: ১৮৫) BUT… বিজ্ঞান বলে এমিবা অমর আর কোরান বলে সকল প্রাণীর মৃত্যু আছে।

প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। (আলে-ইমরান: ১৮৫) BUT… বিজ্ঞান বলে এমিবা অমর আর কোরান বলে সকল প্রাণীর মৃত্যু আছে।

🛑প্রশ্ন :- প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। (আলে-ইমরান: ১৮৫) BUT… বিজ্ঞান বলে এমিবা অমর আর কোরান বলে সকল প্রাণীর মৃত্যু আছে।

🔷উত্তর :- খাবার (nutrition) ছাড়া এমিবা ৩ সপ্তাহ পর্যন্ত বাচে। সাধারনত ২/৩ দিন বেচে থাকার পরে বিভাজিত হয়ে যায়। এখন ডটার এমিবাগুলোই প্যরেন্ট এমিবার অবিকল প্রতিলিপি কিনা তা নিয়ে তর্ক করাই যায় , কারন ডটার সেলগুলো সমান সংখ্যক ক্রোমোজম পেলেও সমপরিমান অরগানেল বা সাইটোপ্লাজম প্যরেন্ট সেল থেকে পায় না।

এর পরে ও এমিবা যে মরে সেটা আম জনতার বোধগম্য একটি উদাহরন-

মানুষের আমাশা হয় এক প্রকারের এমিবার কারনে। এই আমাশা থেকে মুক্তি ঘটে রোগিকে ফ্লাজিল খাইয়ে সেই এমিবাকে মেরে ফেলার মাধ্যমে।

নিম্ন শ্রেণীর প্রাণীরা সাধারনত অধিকতর উচ্চ শ্রেণীর খাদ্যে পরিনত হয়। একে কি বলবেন? নেচারাল ডেথ নাকি আননেচারাল ডেথ? তাছাড়া যে মরে , তা যেভাবেই মরুক , তাকে কি অমর বলা যায়?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright Notice

কপি করা নিষিদ্ধ!