হ্যালো খামারিয়ান, স্বাগতম আপনাকে আজকের পোষ্টে, আজের টপিক হলো- আধুনিক পদ্ধতিতে সবজি ও ফসল চাষে ফেরোমন ফাঁদের মাধ্যমে পোকা দমন পদ্ধতি।
ফেরোমন ফাঁদের মাধ্যমে পোকা দমন পদ্ধতিঃ
◼ পুরুষ পোকাকে প্রজনন কাজে আকৃষ্ট করার জন্য বিভিন্ন ধরনের স্ত্রী পোকা এক ধরনের রাসায়নিক পদার্থ নির্গত করে যা সেক্স ফেরোমন নামে পরিচিত। সেক্স ফেরোমনের গন্ধে পুরুষ পোকা আকৃষ্ট হয় এবং স্ত্রী পোকার সাথে মিলিত হয় এবং পোকার বংশবৃদ্ধি ঘটায়।
◼ বর্তমানে স্ত্রী পোকা কর্তৃক নিঃসৃত এমনই কয়েক ধরনের কৃত্রিম সেক্স ফেরোমন আবিষ্কৃত হয়েছে, যা বাণিজ্যিকভাবে উৎপাদন ও সহজলভ্য করা হয়েছে। সেক্স ফেরোমনের গন্ধ দিয়ে তৈরি টোপ বা লিউর ঝুলিয়ে রেখে আকৃষ্ট পুরুষ পোকাকে আটকানো ও পরে মেরে ফেলার জন্য বিভিন্ন ধরনের পোকা ধরার ফাঁদ ব্যবহার করা হয়ে থাকে।
◼ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীগণ সহজলভ্য দ্রবাদি দিয়ে তৈরি ‘বারি ফাঁদ’ নামে এক ধরনের ফাঁদ উদ্ভাবন করেছেন, যা অত্যন্ত সপ্তা ও পোকা ধরার কাজে অত্যন্ত কার্যকরী। চমকপ্রদ কার্যকারিতার জন্য কৃষকদের মাঝে এটি ‘জাদুর ফাঁদ’ নামে পরিচিতি লাভ করেছে।

চিত্রঃ করলার ক্ষেত
- ‘বারি ফাঁদ’-এর আকার সাধারণত ২০-২৪ সে.মি. লম্বা, ১২-১৫ সে.মি. দৈর্ঘ্য ও ১০-১২ সে.মি. গ্রন্থ চার কোণাকার বা গোলাকৃতি উন্নতমানের (পিভিসি যেন হতে তৈরি) প্লাস্টিকের তৈরি পাত্র (বৈয়াম)।
- ফাঁদটি অবশ্যই স্বচ্ছ সাদা প্লাস্টিকের তৈরি হতে হবে, পাত্রের কোনো অংশে রং ব্যবহার করলে পোকা ধরার পরিমাণে হেরফের হবে। তবে প্লাস্টিকের পাত্রের মুখ যে কোনো রঙের (লাল, হলুদ, সবুজ) হতে পারে।
- ফাঁদের ভিতর পোকা ঢোকার সুবিধার্থে পাত্রের তলা হতে ৫- ৬ সে.মি. উপরে পাত্রের উভয় পার্শ্বে ত্রিকোণাকারভাবে কাটা (ভূমি ৭-৮ সে.মি. ও উচ্চতা ৭-৮ সে.মি.)।
- ফেরোমন টোপটি পানি ফাঁদের প্লাস্টিক পাত্রের মুখ হতে ৩-৪ সে.মি. নিচে একটি সরু তার দিয়ে স্থাপন করতে হয়।
- ফাঁদ পাতা অবস্থায় সব সময় পাত্রের তলা থেকে ৩-৪ সে.মি. উচ্চতা পর্যন্ত সাবান মিশ্রিত পানি রাখতে হবে। খেয়াল রাখা প্রয়োজন যে পাত্রের তলায় রক্ষিত সাবান পানি যেন শুকিয়ে না যায়।

চিত্রঃ বাঁধাকপির ক্ষেত
◼ বর্তমানে বাংলাদেশে ৪ (চার) ধরনের পোকা দমনের জন্য সেক্স ফেরোমনের ফাঁদ বিভিন্ন ফসলে, যেমন- বেগুন, বিভিন্ন কুমড়াজাতীয় ফসল (১৬টি), বাঁধাকপি, ফুলকপি, শিম, মরিচ, সরিষা, আম, পেয়ারা ইত্যাদি ফসলে ব্যবহৃত হচ্ছে।
◼ সাধারণত ফেরোমনের ফাঁদ সমন্বিত বালাই ব্যবস্থাপনার একটি অন্যতম উপাদান হিসেবে ব্যবহৃত হয়। সমীক্ষায় দেখা গেছে যে, পোকা দমনে ফেরোমনের ফাঁদভিত্তিক সমন্বিত বালাই ব্যবস্থাপনা রাসায়নিক কীটনাশক প্রয়োগের চেয়ে অনেক বেশি অর্থসাশ্রয়ী, কার্যকর এবং পরিবেশবান্ধব।
◼ ফেরোমন ফাঁদ নির্দিষ্ট দূরত্বে ফসলের প্রাথমিক অবস্থায় জমিতে স্থাপন করতে হবে। সাধারণত একটি ফেরোমন টোপ ৫০-৬০ দিন পর্যন্ত কার্যকর থাকে বলে ব্যবহারের ৬০ দিন পর প্রয়োজন অনুসারে পুরাতন টোপ পরিবর্তন করে নতুন ফেরোমন টোপ ব্যবহার করতে হবে।
সমাপ্ত।