নিচে ২টি বাণিজ্যিক বা ব্যবসায়িকপত্র লেখার নমুনা দেওয়া হলো-
১. ভিপিপি করে বই পাঠানোর জন্য পুস্তক ব্যবসায়ীর নিকট পত্র।
তারিখ : ১৫.২.২০২০
কর্মাধ্যক্ষ
সাহিত্য প্রকাশ
প্রিতম ভবন,
পুরানা পল্টন, ঢাকা।
জনাব,
সালাম নেবেন। নিম্নলিখিত বইগুলো অনুগ্রহপূর্বক অতিসত্বর নিম্ন ঠিকানায় ডিপিপি যোগে পাঠালে বিশেষভাবে উপকৃত হব। বই প্রাপ্তির সঙ্গে সঙ্গে মূল্য প্রেরণের নিশ্চয়তা রইল।
অনুগ্রহ করে অতিশীঘ্র বইগুলো পাঠানোর জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
আপনার বিশ্বস্ত
সাইফ উদ্দিন রুবেল
নবম শ্রেণি (বিজ্ঞান), রোল-৩
দিনাজপুর সরকারি উচ্চ বিদ্যালয়
দিনাজপুর।
বইয়ের তালিকা :
১. শিশু বিশ্বকোষ (৫ খণ্ড), শিশু একাডেমি, ঢাকা।
২. নজরুল রচনাবলি (৪ খণ্ড), বাংলা একাডেমি, ঢাকা ।
৩. ব্যবহারিক বাংলা অভিধান, বাংলা একাডেমি, ঢাকা।

২. মালামাল রপ্তানির জন্য অন্য কোনো দেশের কোম্পানির সাথে যোগাযোগ স্থাপনের পত্র।
তারিখ : ২৭.৫.২০২০
কর্মাধ্যক্ষ
সিগনেট প্রেস
২৫/৪ বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট,
কলকাতা ৭০০০৭৩, ভারত।
মহাত্মন,
শুভেচ্ছাসহ জানাচ্ছি যে, ‘বই প্রকাশনী’ ৩৮/এ, বাংলাবাজার, ঢাকা-১১০০, বাংলাদেশ থেকে বাংলাভাষায় প্রকাশিত সৃজনশীল সাহিত্য, ইতিহাস, বিজ্ঞানসহ বিভিন্ন গ্রন্থ আপনার কোম্পানির মাধ্যমে পশ্চিমবঙ্গে ব্যবসাভিত্তিক প্রসারে আগ্রহী।
আপনার অনুমতি পেলে আমি গ্রন্থতালিকা ও নিয়মাবলি পাঠাব। এ বিষয়ে আপনার মতামত জানিয়ে দ্রুত পত্র লিখুন।
শুভেচ্ছাসহ
প্রধান ব্যবস্থাপক
বই প্রকাশনী
৩৮/এ, বাংলাবাজার
ঢাকা-১১০০।
