Skip to content

 

(Part-1) বিসিএস সাধারন জ্ঞান/চাকরির সাধারন জ্ঞান/সাধারণ জ্ঞান অনলাইন টেস্ট: BCS, PSC নন-ক্যাডার, প্রাইমারী শিক্ষক, শিক্ষক নিবন্ধন, বিশ্ববিদ্যালয় ভর্তি সহ যে কোন প্রতিযোগিতামূলক MCQ এবং শর্ট প্রশ্নেত্তোর পরীক্ষার জন্য। (০ থেকে ১০০০ পর্যন্ত বিভিন্ন সাধারন জ্ঞান তথ্য)।

!Exclusive-1 বিসিএস সাধারন জ্ঞান/চাকরির সাধারন জ্ঞান/সাধারণ জ্ঞান অনলাইন টেস্ট: BCS, PSC নন-ক্যাডার, প্রাইমারী শিক্ষক, শিক্ষক নিবন্ধন, বিশ্ববিদ্যালয় ভর্তি সহ যে কোন প্রতিযোগিতামূলক MCQ এবং শর্ট প্রশ্নেত্তোর পরীক্ষার জন্য। (০ থেকে ১০০০ পর্যন্ত বিভিন্ন সাধারন জ্ঞান তথ্য)।

আলোচ্যবিষয়ঃ খামারিয়ানের আজকের এই পোষ্টটিতে আলোচনা করা হবে, বিসিএস সাধারন জ্ঞান/চাকরির সাধারন জ্ঞান/সাধারণ জ্ঞান অনলাইন টেস্ট: BCS, PSC নন-ক্যাডার, প্রাইমারী শিক্ষক, শিক্ষক নিবন্ধন, বিশ্ববিদ্যালয় ভর্তি সহ যে কোন প্রতিযোগিতামূলক MCQ এবং শর্ট প্রশ্নেত্তোর পরীক্ষার জন্য। (০ থেকে ১০০০ পর্যন্ত বিভিন্ন সাধারন জ্ঞান তথ্য)। সম্পর্কে, আশা করি শে অবধি সাথেই থাকবেন।
ট্যাগসমূহঃ বিসিএস সাধারন জ্ঞান, সাম্প্রতিক সাধারন জ্ঞান, চাকরির সাধারন জ্ঞান, সাধারণ জ্ঞান অনলাইন টেস্ট, সাধারণ জ্ঞান অলিম্পিক, আজকের সাধারন জ্ঞান, সাধারণ জ্ঞান ই-বুক, সাধারণ জ্ঞান ইন্টারনেট, সাধারণ জ্ঞানের বই, উত্তরের সঙ্গে সাধারণ জ্ঞান প্রশ্ন, সাধারন জ্ঞান প্রশ্ন ও উত্তর, সাধারণ জ্ঞান গুরুত্বপূর্ণ টপিক, সাধারন জ্ঞান এর প্রশ্ন, বি সি এস সাধারন জ্ঞান, সাধারণ জ্ঞান মনে রাখার কৌশল, সাধারণ জ্ঞান মনে রাখার টেকনিক, সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক বিশ্ব, সাধারণ জ্ঞান ও বিজ্ঞান, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা, সাধারণ জ্ঞান ও কুইজ প্রতিযোগিতা, সাধারণ জ্ঞান ও বিশ্ব, সাধারণ জ্ঞান ও বিশ্ব কুইজ, সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর, সাধারন জ্ঞান কুইজ, বাংলা সাধারন জ্ঞান কুইজ, কিছু সাধারন জ্ঞান।

বিসিএস সাধারন জ্ঞান চাকরির সাধারন জ্ঞান সাধারণ জ্ঞান অনলাইন টেস্ট khamarian.com 1 (Part-1) বিসিএস সাধারন জ্ঞান/চাকরির সাধারন জ্ঞান/সাধারণ জ্ঞান অনলাইন টেস্ট: BCS, PSC নন-ক্যাডার, প্রাইমারী শিক্ষক, শিক্ষক নিবন্ধন, বিশ্ববিদ্যালয় ভর্তি সহ যে কোন প্রতিযোগিতামূলক MCQ এবং শর্ট প্রশ্নেত্তোর পরীক্ষার জন্য। (০ থেকে ১০০০ পর্যন্ত বিভিন্ন সাধারন জ্ঞান তথ্য)। সাধারন সাধারন জ্ঞান সাধারন জ্ঞান ⭐⭐⭐⭐⭐ বিসিএস সাধারন জ্ঞান/চাকরির সাধারন জ্ঞান/সাধারণ জ্ঞান অনলাইন টেস্ট: BCS, PSC নন-ক্যাডার, প্রাইমারী শিক্ষক, শিক্ষক নিবন্ধন, বিশ্ববিদ্যালয় ভর্তি সহ যে কোন প্রতিযোগিতামূলক MCQ এবং শর্ট প্রশ্নেত্তোর পরীক্ষার জন্য। (০ থেকে ১০০০ পর্যন্ত বিভিন্ন সাধারন জ্ঞান তথ্য)। Tags: বিসিএস সাধারন জ্ঞান, সাম্প্রতিক সাধারন জ্ঞান, চাকরির সাধারন জ্ঞান, সাধারণ জ্ঞান অনলাইন টেস্ট, সাধারণ জ্ঞান অলিম্পিক, আজকের সাধারন জ্ঞান, সাধারণ জ্ঞান ই-বুক, সাধারণ জ্ঞান ইন্টারনেট, সাধারণ জ্ঞানের বই, উত্তরের সঙ্গে সাধারণ জ্ঞান প্রশ্ন, সাধারন জ্ঞান প্রশ্ন ও উত্তর, সাধারণ জ্ঞান গুরুত্বপূর্ণ টপিক, সাধারন জ্ঞান এর প্রশ্ন, বি সি এস সাধারন জ্ঞান, সাধারণ জ্ঞান মনে রাখার কৌশল, সাধারণ জ্ঞান মনে রাখার টেকনিক, সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক বিশ্ব, সাধারণ জ্ঞান ও বিজ্ঞান, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা, সাধারণ জ্ঞান ও কুইজ প্রতিযোগিতা, সাধারণ জ্ঞান ও বিশ্ব, সাধারণ জ্ঞান ও বিশ্ব কুইজ, সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর, সাধারন জ্ঞান কুইজ, বাংলা সাধারন জ্ঞান কুইজ, কিছু সাধারন জ্ঞান।

!Exclusive-1 বিসিএস সাধারন জ্ঞান/চাকরির সাধারন জ্ঞান/সাধারণ জ্ঞান অনলাইন টেস্ট: BCS, PSC নন-ক্যাডার, প্রাইমারী শিক্ষক, শিক্ষক নিবন্ধন, বিশ্ববিদ্যালয় ভর্তি সহ যে কোন প্রতিযোগিতামূলক MCQ এবং শর্ট প্রশ্নেত্তোর পরীক্ষার জন্য। (০ থেকে ১০০০ পর্যন্ত বিভিন্ন সাধারন জ্ঞান তথ্য)।

⇶ সাধারন জ্ঞান (0)

◾ পরম তাপমাত্রায় গ্যাসের আয়তন–০ (শূন্য)।

◾ পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন–ON (শূন্য নিউটন)।

◾ গ্রীনিচের দ্রাঘিমা–০° (শূন্য ডিগ্রি)।

◾ পৃথিবীর কেন্দ্রে g এর মান–০ (শূন্য)।

◾ সেলসিয়াস স্কেলে বরফের গলনাংক–0°C (শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড)।

◾ মূল মধ্যরেখার মান–০° (শূন্য ডিগ্রি)।

⇶ সাধারন জ্ঞান (১)

◾ আমাদের দেশে সরকারি মানসিক হাসপাতাল আছে–১টি (পাবনা মানসিক হাসপাতাল)।

◾ মানুষের মস্তিষ্কের ওজন–১.৩৬ কেজি।

◾ মুক্তিযুদ্ধে চট্টগ্রাম ছিল–১নং সেক্টরে।

◾ ১ কিলোগ্রাম বা কেজি সমান–১.০৭ সের।

◾ নিরাপত্তা পরিষদে সভাপতির কার্যকাল–১ মাস।

◾ বাংলাদেশের জাতীয় সংসদ–১ কক্ষবিশিষ্ট।

◾ পৃথিবী সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে–১ জানুয়ারী।

◾ বিশ্ব এইডস/মুক্তিযোদ্ধা দিবস–১ ডিসেম্বর।

◾ মানুষের লিঙ্গ নির্ণয়ী ক্রোমোজোম সংখ্যা–১ জোড়া (X এবং Y)।

◾ বাংলাদেশের চট্টগ্রাম EPZ হল–প্রথম EPZ (প্রতিষ্ঠা-১৯৮৩)।

◾ মানুষের দর্শনানুভূতির স্থায়িত্বকাল হল–০.১ সেকেণ্ড।

◾ পঞ্চগড় বাংলাদেশ জাতীয় সংসদের–১নং আসন।

◾ বাংলাদেশে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আছে–১টি (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডি: বিশ্ববি:)

◾ ড্রাইসেল ব্যাটারির বিদ্যুৎ চালক বল–১.৫ ভোল্ট।

◾ ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস–১ জুলাই।

◾ WHO-এর মতে পানিতে আর্সেনিকের সহনীয় মাত্রা–০.০১ মিগ্রা/লিঃ।

◾ বাংলাদেশের কৃষি দিবস–১ অগ্রহায়ণ (১৫ নভেম্বর)।

◾ বাংলাদেশের আয়তন–১,৪৭,৫৭০ বর্গঃকিঃমি বা ৫৬,৯৭৭ বর্গমাইল।

◾ বায়োগ্যাস প্লান্টে গোবর ও পানির অনুপাত–১ঃ২।

◾ এক মাইল সমান–১.৬১ কিলোমিটার।

◾ ভারত থেকে বাংলাদেশে আন্তর্জাতিক নদী প্রবেশ করেছে–১টি (গঙ্গা/পদ্মা)।

◾ হার্ডিঞ্জ ব্রীজের দৈর্ঘ্য–১.৮ কিলোমিটার বা ৫,৮৯৪ ফুট (পাবনার ঈশ্বরদীতে)।

◾ বাংলাদেশের সাথে ভারত ও মায়ানমারের সীমানা রয়েছে–১টি জেলার (রাঙ্গামাটি)।

◾ নরওয়ের ট্রিগভেলি ছিলেন জাতিসংঘের–১ম মহাসচিব।

◾ ইরানের শিরিন এবাদি হলেন শান্তিতে নোবেল বিজয়ী–প্রথম মুসলিম নারী।

◾ G-8 ভূক্ত এশীয় দেশ–১টি (জাপান)।

◾ মহাশূন্যে প্রথম কৃত্রিম উপগ্রহ পাঠানো হয়–স্পুটনিক-১

◾ একজন মানুষ গড়ে প্রতিদিন মূত্র ত্যাগ করে–১.৫ লিটার।

⇶ সাধারন জ্ঞান (২)

◾ কম্পিউটারের মেমরী বা স্মৃতি–২ প্রকার (স্থায়ী স্মৃতি বা ROM এবং অস্থায়ী স্মৃতি বা RAM)।

◾ বাংলাদেশের সামুদ্রিক বন্দর–২টি (চট্টগ্রাম ও মংলা)।

◾ সাউথ এশিয়ান (সাফ) গেমস অনুষ্ঠিত হয়–২ বছর পর পর।

◾ মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি পান–২ জন মহিলা (সেতারা বেগম ও তারামন বিবি)।

◾ নিরাপত্তা পরিষদের অস্থায়ী ১০ সদস্য নির্বাচিত হয়–২ বছরের জন্য।

◾ বাংলাদেশ সুপ্রিম কোর্ট–২ ভাগে বিভক্ত (আপিল ও হাইকোর্ট বিভাগ)।

◾ সিগারেটের ধোঁয়ার মধ্যে ক্ষতিকারক পদার্থ–২টি।

◾ নিরাপত্তা পরিষদে বাংলাদেশ এ পর্যন্ত সদস্যপদ লাভ করে–২ বার (১৯৭৮ ও ১৯৯৯)।

◾ বান কি মুন এশিয়া থেকে নির্বাচিত–২য় মহাসচিব (প্রথম- মিয়ানমারের উত্থান্ট)।

◾ কানাডা আয়তনে বিশ্বের–২য় বৃহত্তম দেশ।

◾ দক্ষিণ এশিয়ায় শান্তিতে ড. মুহাম্মদ ইউনুস–২য় নোবেল বিজয়ী (২০০৬)।

◾ শহরাঞ্চলের স্থানীয় সরকার ব্যবস্থা–২ স্তর বিশিষ্ট (সিটি কর্পোরেশন ও পৌরসভা)।

◾ জাতীয় পতাকা অর্ধনমিত করা হয় না–২টি দেশে (সৌদিআরব ও ইরান)।

◾ সমুদ্র এলাকায় মোট গ্যাসক্ষেত্র আছে–২টি (সাঙ্গু ও কুতুবদিয়া)।

◾ গঠন অনুসারে শব্দ–২ প্রকার (মৌলিক ও সাধিত শব্দ)।

◾ বাংলাদেশের সাথে সমুদ্রতীরবর্তী সীমানা বিদ্যমান–২টি দেশের (ভারত ও মায়ানমার)।

◾ ইন্দো-ইউরোপীর ভাষার শাখা–২টি (কেম্ভ্রম ও শতম)।

◾ ন্যাটোভূক্ত মুসলিম দেশ–২টি (তুরস্ক ও আলবেনিয়া)।

◾ হাইড্রোজেন মৌলের অণুতে পরমাণুর সংখ্যা–২টি (H,)।

◾ আন্তর্জাতিক অহিংসা দিবস–২ অক্টোবর।

◾ বাংলা ভাষায় ঞ হরফটির উচ্চারণ–২ প্রকারের হয় (মিঞা, বঞ্চনা)।

◾ জাতীয় পতাকা দিবস–২ মার্চ।

◾ স্টক একচেঞ্জের সংখ্যা–২টি (ঢাকা ও চট্টগ্রাম)।

◾ মুক্তিযুদ্ধের সময় ঢাকা–২নং সেক্টরের অধীনে ছিল।

◾ বাংলাদেশে পূর্ণাঙ্গ টিভিকেন্দ্র–২টি (ঢাকা ও চট্টগ্রাম)।

◾ রাষ্ট্রায়ত্ত বীমা কোম্পানি–২টি (জীবন ও সাধারণ বীমা)।

◾ সনেটের অংশ–২টি (অষ্টক ও ষষ্টক)।

◾ সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি প্রায়–দ্বিগুণ।

◾ প্রত্যয়–২ প্রকার (কুৎ ও তদ্ধিত প্রত্যয়)।

◾ এক কিলোগ্রাম বা কেজি সমান–২.২০ পাউন্ড।

◾ জাতীয় উৎপাদনশীলতা দিবস–২ অক্টোবর।

◾ সাহিত্যে অলংকার প্রধানত–২ প্রকার (শব্দালংকার ও অর্থালংকার)।

◾ দিবা ও রাত্রি পরস্পর সমান এরূপ বছরে আসে–২ বার (২১শে মার্চ ও ২ শে সেপ্টেম্বর)।

◾ প্রেসিডেন্ট লিঙ্কনের গেটিসবার্গ বক্তৃতা স্থায়ী ছিল–২ মিনিট।

◾ একজন পূর্ণ বয়স্ক লোকের প্রতিদিন পানি গ্রহণ করার প্রয়োজন–২.৫-৩ লিটার।

◾ জাতিসংঘের উদ্বাস্থ বিষয়ক হাইকমিশন (UNHCR) নোবেল পুরস্কার লাভ করে–২ বার (১৯৫৪, ১৯৮১)।

◾ মঙ্গল গ্রহের উপগ্রহ আছে–২টি (ফোর্বস এবং ডিমোস)।

◾ বাংলাদেশের সাথে ভারতের কোন সীমান্ত সংযোগ নাই–২টি জেলার (বান্দরবান ও কক্সবাজার)।

◾ বাংলাদেশের সংবিধান–২টি ভাষায় রচিত (বাংলা ও ইংরেজী)।

◾ সংবিধান সংশোধনের জন্য সংসদ সদস্যের ভোটের প্রয়োজন হয়–দুই-তৃতীয়াংশ।

◾ একজন ব্যক্তি বাংলাদেশের রাষ্ট্রপতি হতে পারেন–২ মেয়াদকাল।

⇶ সাধারন জ্ঞান (৩)

◾ স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ার পূর্বে ঢাকা বাংলার রাজধানী ছিল–৩ বার (১৬১০, ১৯০৫ এবং ১৯৪৭ সালে)।

◾ সাধারণত ফলের–৩টি অংশ (বহি:ত্বক, মধ্যত্বক ও অন্ত:ত্বক)।

◾ নিউটনের গতিসূত্র–৩টি।

◾ গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্র–৩টি (উপবৃত্ত সূত্র, ক্ষেত্রফল সূত্র ও সময়ের সূত্র)।

◾ অধিকরণ কারণ–৩ প্রকার (কালাধিকরণ, আধারাধিকরণ ও ভাবাধিকরণ)।

◾ ডিম্বানু যন্ত্রে নিউক্লিয়াসের সংখ্যা–৩টি

◾ বাংলা সাহিত্যের ইতিহাসে যুগবিভাগ–৩টি (প্রাচীন যুগ, মধ্যযুগ ও আধুনিক যুগ)।

◾ রক্তকণিকা–৩ প্রকার (লোহিত, শ্বেতকণিকা ও অণুচক্রিকা)।

◾ মৌলিক কণিকা–৩টি (ইলেকট্রন, প্রোটন ও নিউটন)।

◾ জিমন্যাস্টিকস সাধারণত–৩ প্রকার হয়।

◾ পুস্পপত্র বিন্যাস–৩ প্রকার।

◾ বাংলাদেশের মহিলা ক্যাডেট কলেজ–৩টি (ময়মনসিংহ, ফেনী ও জয়পুরহাট)

◾ বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত–২০৩ সে. মি. বা ২০৩০ মি. মি.।

◾ সার্থক বাক্য গঠনের জন্য–৩টি গুণ থাকা অপরিহার্য (আকাঙ্খা, আসক্তি ও যোগ্যতা)।

◾ বাংলাদেশে গ্রামাঞ্চলে স্থানীয় সরকার ব্যবস্থা–৩ স্তর বিশিষ্ট (ইউনিয়ন, উপজেলা ও জেলাপরিষদ),

◾ এ পর্যন্ত ঢাকায় সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে–৩টি (১৯৮৫, ১৯৯৩ ও ২০০৫ সালে।

◾ মিয়ানমার হতে বাংলাদেশে নদী প্রবেশ করেছে–৩টি (সাঙ্গু, মাতামুহুরী ও নাফ)।

◾ বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে–৩য় ভাগে।

◾ অর্থগত দিক দিয়ে বাংলা শব্দ–৩ প্রকার ( যৌগিক, রুঢ়ি ও যোগরূঢ় শব্দ)।

◾ বাক্যের প্রকাশ ভঙ্গি অনুসারে কর্তা থাকতে পারে–৩ প্রকার।

◾ গঠন অনুসারে বাক্য–৩ (সরল, মিশ্র বা জটিল ও যৌগিক বাক্য)।

◾ পার্বত্য চট্টগ্রামে জেলা আছে–৩টি (রাঙ্গামাটি, বান্দরবন ও খাগড়াছড়ি)।

◾ আন্তর্জাতিক আদালতের সভাপতি নির্বাচিত হয়–৩ বছরের জন্য।

◾ বাংলা কবিতায় ছন্দ প্রধানত–৩ প্রকার (স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত ও অক্ষরবৃত্ত)।

◾ ফুটবল প্রতিযোগিতায় প্রতি দল খোলোয়াড় বদল করতে পারে–৩ জন।

◾ ছেড়াদ্বীপের আয়তন–৩ কি. মি.।

◾ মুক্তিযুদ্ধকালে বিগ্রেড আকারে ফোর্স গঠিত হয়–৩টি (জেড ফোর্স, এস ফোর্স ও কে ফোর্স)।

◾ মায়ানমারের সাথে বাংলাদেশে সীমান্ত সংযোগ রয়েছে–৩টি জেলার (রাঙ্গামাটি, বান্দরবন ও কক্সবাজার)।

◾ বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে–৩টি (ঢাকা, চট্টগ্রাম ও সিলেট)।

◾ টেলিভিশনে রঙিন ছবি উৎপাদনের জন্য মৌলিক রং ব্যবহার করা হয়–৩টি (লাল, সবুজ ও নীল)।

◾ ভূ-প্রকৃতি অনুসারে বাংলাদেশকে ভাগ করা হয়েছে–৩টি অঞ্চলে (পার্বত্য অঞ্চল, প্লাবন সমভূমি ও সোপান অঞ্চল)।

◾ বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে সংবিধানের–তৃতীয় অনুচ্ছেদে।

◾ ব্যাঙের হৃদপিন্ডে প্রকোষ্ঠ থাাাকে–৩টি।

◾ ব্যাঙাচির ফুলকা–৩ জোড়া।

◾ নোবেল বিজয়ী বাঙালির সংখ্যা–৩ জন (রবীন্দ্রনাথ ঠাকুর, অমর্ত্য সেন ও ড. ইউনুস)।

◾ আন্তর্জাতিক রেডক্রস কমিটি নোবেল পুরস্কার লাভ করে–৩ বার (১৯১৭, ১৯৪৪, ১৯৬৩)।

◾ বাংলাদেশ ভারত পানিচুক্তি সম্পাদিত হয়–৩টি ভাষায় ( বাংলা, ইংরেজী ও হিন্দী)।

◾ দুর্নীতি দমন কমিশন গঠিত হয় মোট–৩ জন সদস্য নিয়ে (১ জন চেয়ারম্যান ও ২ জন সদস্য)

◾ গোল্ডেন ক্রিসেন্ট দেশ–৩টি—(আপাই)-আফগানিস্তান, পাকিস্তান, ইরান।

◾ ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত সাতগম্বুজ মসজিদের গম্বুজের সংখ্যা–৩ টি।

◾ বৈষ্ণব পদকর্তা চন্ডিদাস–৩ জন (বড়ু চন্ডিদাস, দ্বিজ চন্ডিদাস ও দ্বীন চন্ডিদাস)

◾ বায়ুমণ্ডলে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ–০.০৩%।

◾ বাংলা ভাষায় শব্দের শ্রেণী বিভাগ–৩ প্রকার (গঠনমূলক, অর্থমুলক এবং উৎপত্তিমূলক)।

◾ ভারত-বাংলাদেশে অমীমাংসিত স্থান–৩টি (দৈ খাদা-কুড়িগ্রাম, মুহুরীর চর-ফেনী ও লাঠিটিলা-সিলেট)।

◾ NAFTA-র সদস্য সংখ্যা–৩টি (কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র)।

◾ রাষ্ট্রের বিভাগ আছে–৩টি (নির্বাহী বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগ)।

◾ বাল্টিক রাষ্ট্র আছে–৩টি (লিথুয়ানিয়া, লাটভিয়া ও এস্তোনিয়া)

◾ ধাতু সাধারণত–৩ প্রকার (মৌলিক, সাধিত এবং যৌগিক বা সংযোগমূলক ধাতু)।

◾ বাচ্য সাধারণত–৩ প্রকার (কর্তৃবাচ্য, কর্মবাচ্য ও ভাববাচ্য)।

◾ ক্যাটলফিশের হৃদপিন্ড আছে–৩টি।

◾ সংবিধান সংশোধনের জন্য গণভোটের প্রয়োজন হয়–৩টি অনুচ্ছেদের (৮, ৪৮ ও ৫৬)।

◾ তাপ সঞ্চালনের প্রক্রিয়া–৩টি (পরিবহন, পরিচালন ও বিকিরণ)।

⇶ সাধারন জ্ঞান (৪)

◾ বাংলাদেশে সংবিধানের মূলনীতি–৪টি (ধর্ম নিরপেক্ষতা, গণতন্ত্র, জাতীয়তাবাদ ও সমাজতন্ত্র)।

◾ বাংলাদেশে কৃষি শুমারী হয়েছে–৪ বার (১৯৭৭, ১৯৮৬, ১৯৯৭, ২০০৮)।

◾ অব্যয় পদ–৪ প্রকার (সমুচ্চয়ী, অনন্বয়ী, অনুসর্গ ও অনুকার বা ধ্বনাত্মক অব্যয়)।

◾ কমনওয়েলথ গেমস/বিশ্বকাপ ফুটবল/বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয়–৪ বছর পর পর।

◾ এশিয়ান গেমস/অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়–৪ বছর পর পর।

◾ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদকাল–৪ বছর।

◾ কোন দেশের সংবাদপত্রকে বলা হয়–৪র্থ রাষ্ট্র।

◾ রাষ্ট্র গঠিত হয়–৪টি উপাদান নিয়ে (জনসমষ্টি, সরকার, নির্দিষ্ট ভূখন্ড ও সার্বভৌমত্ব)।

◾ জেলা পর্যায়ে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থাকে সাধারণত–৪ প্রকার।

◾ বাংলাদেশে ভূ-উপগ্রহ কেন্দ্রের সংখ্যা–৪টি (বেতবুনিয়া, তালিবাবাদ, মহাখালী ও সিলেট)।

◾ সুষম খাদ্যে প্রধান তিনটি খাদ্য উপাদানের (শর্করাঃ প্রোটিনঃ স্নেহ পদার্থ) অনুপাত–৪ঃ১ঃ১।

◾ হ্যালোজেনভুক্ত মৌলের সংখ্যা–৪টি (ক্লোরিণ, ফ্লোরিণ, ব্রোমিন ও আয়োডিন।

◾ আরব ইসরাইল যুদ্ধ এ পর্যন্ত হয়–৪ বার (১৯৪৮, ১৯৫৬, ১৯৬৭, ১৯৭৩)।

◾ দুটি স্থানের মধ্যে দ্রাঘিমাংশের পার্থক্য ১° হলে সময়ের পার্থক্য হবে–৪ মিনিট

◾ প্রধান আসমানী কিতাবের সংখ্যা–৪টি (তাওরাত, যাবুর, ইঞ্জিল ও কোরআন)।

◾ বানরের পা–৪টি।

◾ হার্ট সাইন্ড–৪ ধরনের।

◾ মানুষের হৃদপিন্ড–৪ প্রকোষ্ঠ বিশিষ্ট (ডান ও বামঅলিন্দ এবং ডান ও বাম নিলয়)।

◾ বাংলাদেশের শিক্ষা–৪ স্তর বিশিষ্ট (প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চতর স্তর)।

◾ পানির ঘনত্ব সবচেয়ে বেশি–৪°সে. তাপমাত্রায়।

◾ বাংলা স্বরবর্ণে মাত্রাহীন বর্ণের সংখ্যা–৪টি (এ, ঐ, ও, ঔ)।

◾ বাংলা স্বরধ্বনিতে হ্রস্বস্বর আছে–৪টি (অ, ই উ, ঋ)।

◾ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান দিবস–৪ নভেম্বর।

◾ মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস–৪ জুলাই।

◾ বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য–৪.৮ কি.মি.।

◾ সালোক সংশ্লেষণের প্রয়োজনীয় উপাদান ৪টি- (আলো, পানি ক্লোরফিল, কার্বন-ডাই অক্সাইড।)

◾ যুক্তফ্রন্টে (১৯৫৪) রাজনৈতিক দলের সংখ্যা–৪টি (আওয়ামী লীগ, কৃষশ্রমিক পার্টি, নেজাম এ ইসলাম ও বামপন্থী গণতন্ত্রী)।

◾ বাংলা বাক্যের শেষে ব্যবহৃত হয় এমন বিরাম চিহ্নের সংখ্যা–৪ টি (দাঁড়ি, দুই দাঁড়ি, প্রশ্নবোধক চিহ্ন ও বিস্ময়সূচক চিহ্ন)।

◾ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মেয়াদ–৪ বছর।

◾ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে/জাতীয় প্রতীকে–৪ টি তারকা আছে।

◾ বায়ুমণ্ডলের স্তুর–৪টি (ট্রপোমণ্ডল, ট্রাটোমণ্ডল ও তাপমণ্ডল)।

◾ মুক্তিযুদ্ধে অবদানের জন্য বাংলাদেশ রাষ্ট্রীয় পুরস্কার দেয়–৪টি (বীরশ্রেষ্ঠ, বীরউত্তম, বীরবিক্রম ও বীরপ্রতীক)।

◾ বীর প্রতীক সেতারা বেগম মুক্তিযুদ্ধে ৪নং সেক্টরে ছিলেন (সিলেট)

◾ মানুষের দেহে শতকরা খনিজ লবণ থাকে–৪ ভাগ।

◾ উৎসব অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের–৪ চরণ বাজানো হয়।

◾ রক্তের গ্রুপ–৪টি (A, B, AB, এবং O)

◾ DNA গঠিত হয়–৪টি উপাদান নিদয়ে (এডিনিন, গুয়ানিন, থায়ামিন ও সাইটোসিন)।

⇶ সাধারন জ্ঞান (৫)

◾ একটি সার্থক মঙ্গল কাব্যের খ- থাকে–৫টি (বন্দনা, আত্মপরিচয়, দেবখন্ড, মত্যখন্ড ও ফলশ্রুতি)।

◾ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা–৫ টি (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন)।

◾ বাংলা সনের ৩১ দিনের মাস–৫টি (বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র মাস)

◾ আন্তর্জাতিক শিক্ষক দিবস–৫ অক্টোবর।

◾ আন্তর্জাতিক পরিবেশ দিবস–৫ জুন।

◾ ফ্রান্সের প্রেসিডেন্টের মেয়াদকাল–৫ বছর (পূর্বে ছিল ৭ বছর)

◾ যে সর্বোচ্চ শ্রুতির সীমার উপরে মানুষ বধির হতে পারে তা হল–১০৫ ডেসিবল।

◾ বাংলায় নাসিক্য বণ্য–৫টি (ঙ, ঞ, ণ, ন, ম)।

◾ প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল–৫ বছর।

◾ বর্তমানে দেশে অর্গানিক চা বাগান–৫টি।

◾ বাংলাদেশে সাথে ভারতের রাজ্যের সীমান্ত রয়েছে–৫টি (আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয় ও পশ্চিমবঙ্গ) )

◾ উৎসগত বা বুৎপত্তিগতভাবে বাংলা ভাষার শব্দকে ভাগ করা যায়–৫ ভাগে (তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশী ও বিদেশী)।

◾ পৃথিবীতে মহাসাগরের সংখ্যা–৫টি (প্রশান্ত, আটলান্টিক, ভারত, উত্তর ও দক্ষিণ মহাসাগর)।

◾ উপন্যাসকে সাধারণ বিষয় বস্তুর নিরিখে ভাগ করা যায়–৫ভাগে।

◾ গবাদি পশুর জাত উন্নয়নের মূখ্য উদ্দেশ্য–৫টি।

◾ এ পর্যন্ত দাবায় গ্রাণ্ডমাষ্টার খেতার অর্জন করেছেন–৫ জন বাংলাদেশী (সর্বশেষ-এনামুল হোসেন রাজীব)।

◾ জাতিসংঘ/OIC মহাসচিবের মেয়াদ–৫ বছর।

◾ বাংলাদেশে আদমশুমারী হয়েছে–৫ বার (১৯৭৪, ১৯৮১, ১৯৯১, ২০০১, ২০১১)।

◾ মানুষের মৃত্যু হয় যদি রক্ত সঞ্চালন–৫ মিনিট বন্ধ থাকে।

◾ একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে রক্ত থাকে–৫-৬ লিটার।

◾ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রতিটি রাষ্ট্র সর্বোচ্চ–৫ জন প্রতিনিধি পাঠাতে পারে।

◾ সুন্দরবন বাংলাদেশের স্পর্শ করেছে–৫টি জেলাকে (খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা)।

◾ বাংলাদেশের মহিলা পুলিশ সর্বপ্রথশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণে করে–৫ জন।

◾ বাংলাদেশে এ যাবত পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে–৫ টি।

◾ নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা আছে–৫টি স্থায়ী সদস্য দেশের।

◾ কবর নাটকে–৫টি চরিত্রের বিকাশ লক্ষ করা যায় ( দাদা, দাদি, নাতি, পুত্র ও পুত্রবধু)।

◾ বিশ্বব্যাংক গ্রুপের অঙ্গসংস্থা আছে–৫টি (IDA, IBRD, IFC, ICSID ও MIGA)।

◾ স্ক্যান্ডেনেভিয়ান দেশ আছে–৫টি (আইসল্যান্ড, সুইডেন, নরওয়ে, ডেনমার্ক ও ফিনল্যান্ড)।

◾ মানবদেহের পঞ্চইন্দ্রিয় বলা হয়–৫টি অঙ্গকে (চোখ কান, নাক, জিহবা ও ত্বক)

◾ মানুষের মৌলিক চাহিদা–৫টি (অন্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিহিৎসা)।

 ⇶ সাধারন জ্ঞান (৬)

◾ ৬ দফা দাবির প্রথম–স্বায়ত্তশাসন

◾ গ্রীনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশের সময়–৬ ঘণ্টা অগ্রবর্তী (৬+)

◾ মানুষের কংকালে মোট অস্থির সংখ্যা–২০৬ টি।

◾ জাতিসংঘ গঠিত হয়–৬টি অঙ্গসংগঠন নিয়ে।

◾ ব্রজেন দাস ইংলিশ চ্যানেল পাড়ি দেন–৬ বার (৪ বছরে ১৯৫৮-১৯৬১)।

◾ বাংলা ব্যঞ্জনবর্ণে মাত্রাহীন বর্ণ–৬টি (ঙ, ঞ, ৎ, ং, ঃ,)।

◾ GCC-র সদস্য সংখ্যা–৬টি (সৌদিআরব, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান ও সংযুক্ত আরব আমিরাত)।

◾ নিষ্ক্রিয় গ্যাস–৬টি (হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন ও রেডন)।

◾ স্ববাত শ্বসনে এক অণু গ্লুকোজ থেকে–৬ অণু পানি পাওয়া যায়।

◾ সুষম খাদ্যের উপাদন–৬টি (শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ ও পানি)।

◾ ১৯৬৭ সালে আরব-ইসরাইল যুদ্ধের স্থায়ীত্বকাল ছিল–৬দিন।

◾ জাতিসংঘের সরকারি কাজকর্ম চলে–৬টি ভাষায় (ইংরেজী, ফরাসী, চীনা, রুশ, স্প্যানিশ ও আরবী)।

◾ নোবেল পুরস্কার দেওয়া হয় মোট–৬টি বিষয়ে (চিকিৎসা, রাসায়ন, পদার্থ, সাহিত্য, শান্তি ও অর্থনীতি)।

◾ বরিশাল বিভাগে জেলা আছে–৬টি (বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী ও ভোলা)।

◾ এক বর্গ ইঞ্চি সমান–৬.৪৫ বর্গ সেন্টিমিটার।

◾ বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালী এবং নাগরিকগণ বাংলাদেশী বলিয়া

◾ পরিচিত হবেন সংবিধানের–৬ (২) অনুচ্ছেদ অনুযায়ী।

◾ চাঁদে কোন জিনিসের ওজন পৃথিবীতে সেই জিনিসের ওজেনের–৬ ভাগের ১ ভাগ।

◾ মাছির পা/পিঁপড়ার পা/তেলাপোকার পা–৬টি।

◾ দেশে বর্তমানে মোবাইল অপারেটরের সংখ্যা–৬টি (সিটিসেল, গ্রামীণফোন, রবি, বাংলালিংক, টেলিটক ও এয়ারটেল)।

◾ জোয়ারের–৬ ঘন্টা ১৩ মিনিট পর ভাটার সৃষ্টি হয়।

◾ সমাস–৬ প্রকাশ (দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, অব্যয়ীভাব, বহুব্রীহি ও দ্বিগু সমাস)।

◾ কারক–৬ প্রকার (কর্তৃ, কর্ম, করণ, সম্প্রদান, অপাদান ও অধিকরণ কারক)।

◾ ভলিবল খেলায় প্রতি দলে খেলোয়াড় থাকে–৬ জন।

◾ Small intestine এর দৈর্ঘ্য–৬-৭ মিটার।

◾ অস্ট্রোলিয়া–৬টি অঙ্গরাজ্য নিয়ে গঠিত (নিউ সাউথ ওয়েলস, কুইন্সল্যান্ড, ভিক্টোরিয়া, সাউথ অস্ট্রোলিয়া, ওয়েষ্টান অক্ট্রোলিয়া ও তাসমানিয়া)।

◾ বাংলাদেশে প্রাথমিক শিক্ষার বয়সসীমা–৬-১১ বছর

◾ বাংলাদেশে ভারতের অমীমাংসিত সীমান্ত দৈর্ঘ্য–৬.৫ কি. মি.।

◾ অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা ছিল–৬ জন।

◾ ম্যাগনাকার্টা হিসেবে গণ্য করা হয়–৬ দফা কর্মসূচিকে।

◾ উদ্ভিদের গৌণ পুষ্টি উপাদান–৬টি (মলিবডেনাম, বোরণ, ক্লোরিণ, দস্তা, ম্যাঙ্গানিজ ও তামা)।

◾ ভিনেগার হল এসিটিক এসিডের–৬-১০% জলীয় দ্রবণ।

◾ কার্বনের পরামাণবিক সংখ্যা–৬।

◾ যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা–MI-6

⇶ সাধারন জ্ঞান (৭)

◾ বীরশ্রেষ্ঠ পদক প্রাপ্তদের সংখ্যা–৭ জন।

◾ বর্তমান প্রশাসনিক বিভাগের সংখ্যা–৭ টি (ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, বরিশাল ও সিলেট)।

◾ বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়–৭ এপ্রিল।

◾ নিরপেক্ষ পানির pH–৭।

◾ মানুষের রক্তের PH–7.4।

◾ বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধে ফলক/কৌণিক স্তম্ভ আছে–৭টি।

◾ জাতীয় সংহতি ও বিপ্লব দিবস–৭ নভেম্বর।

◾ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু ভাষণ দেন–৭ মার্চ।

◾ রাষ্ট্রপতি যদি কোন বিল পুনরায় সংসদে পুনর্বিবেচনার জন্য প্রেরণ করেন তবে তা ফেরত আসার–৭ দিনের মধ্যে পাস করতে হবে।

◾ পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য প্রয়োজনীয় বনভূমি আছে–৭টি জেলায়।

◾ এ উপমহাদেশ থেকে এ যাবৎ নোবেল পুরস্কার পেয়েছে–৭ জন।

◾ প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ-এ ঘোষণাটি বাংলাদেশ সংবিধানের–৭ (১) অনুচ্ছেদে উল্লেখিত হয়েছে।

◾ মুক্তিযুদ্ধের সময় রাজশাহী–৭ নম্বর সেক্টরের অধীনে ছিল।

◾ মাৎস্যনায় বাংলার সময়কাল নির্দেশ করে ৭ম-৮ম শতকে।

◾ রংধনুতে রং আছে–৭টি (বে নী আ স হ ক লা)।

◾ মৌলিক স্বরধ্বনি–৭টি ( অ, আ, ই, উ, এ, ও এবং অ্যা)

◾ প্রতিষ্ঠাকালে আরবলীগের সদস্য ছিল–৭টি

◾ মৌলিক রাশি–৭টি (দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, বিদ্যুৎ প্রবাহ, দীপন ক্ষমতা ও পদার্থের পরিমাণ)।

◾ সংবিধান সংশোধন বিল রাষ্ট্রপতি পাস করবেন–৭ দিনের মধ্যে।

◾ পৃথিবীর মহাদেশ–৭টি (এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উ. আমেরিকা, দ. আমেরিকা, ওশোনিয়া ও অ্যান্টার্কটিকা মহাদেশ)।

⇶ সাধারন জ্ঞান (৮)

◾ পরামাণবিক শক্তির অধিকারী বিশ্বের–৮টি দেশ (সর্বশেষ-উত্তর কোরিয়া)।

◾ সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে–৮.৩২ মিনিট বা ৮ মিঃ ২০ সেকেন্ড বা ৫০০ সেকেন্ড।

◾ মাটি থেকে ভলিবল নেটের উচ্চতা–৮ ফুট।

◾ বিশ্ব সাক্ষরতা দিবস–৮ সেপ্টেম্বর।

◾ ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয় বাংলাদেশ সংবিধানের–৮ম সংশোধনী বিলে।

◾ সার্কের বর্তমান সদস্য সংখ্যা–৮টি সর্বশেষ-আফগানিস্তান

◾ আন্তর্জাতিক/বিশ্বনারী দিবস–৮ মার্চ।

◾ বাংলাদেশে মোট সার কারখানা রয়েছে–৮টি।

◾ রংপুর/রাজশাহী বিভাগে জেলা আছে–৮টি করে।

◾ সেন্টমার্টিন/তালপট্টি দ্বীপের আয়তন–৮টি বর্গ. কি.মি।

◾ দক্ষিণ কোরিয়ার বান কি মুন জাতিসংঘের–৮ম মহাসচিব।

◾ মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর ছিল–৮নং সেক্টরে।

◾ MDG- র মোট লক্ষ্য হচ্ছে–৮টি।

◾ বিশ্ব রেডক্রস দিবস–৮ মে।

◾ বিশ্বকাপ ক্রিকেটের–৮টি খেলা হয় বাংলাদেশে (১০ম বিশ্বকাপে

◾ উরুগুয়ে রাউন্ডের সংলাপ চলে–৮ বছর।

◾ রাষ্ট্র পরিচালনার মূলনীতি বর্ণিত আছে–৮নং অনুচ্ছেদে।

◾ বর্তমানে বাংলাদেশে সরকারী ইপিজেডের সংখ্যা–৮টি।

◾ বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ–৮টি (ঋ, খ, গ, ন, থ, ধ, প, শ)।

◾ মাকড়সার পা আছে–৮টি।

◾ সূর্যের গ্রহ আছে–৮টি (বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন)।

◾ এক বাইট–৮টি বিট এর সমান।

◾ অক্সিজেনের পারমাণবিক সংখ্যা–৮ ৷

◾ অস্থায়ী সরকারের সচিবালয় ছিল–৮নং থিয়েটার রোড, কলকাতা।

◾ G-8 এর সদস্য দেশ–৮টি (যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা, রাশিয়া ও জাপান)।

⇶ সাধারন জ্ঞান (৯)

◾ বেগম রোকেয়া দিবস–৯ ডিসেম্বর।

◾ বাংলাদেশ সরকারি কর্মকমিশনের বিষয়াদি সংবিধানের–৯ম বিভাগে সন্নিবেশিত করা হয়েছে।

◾ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস–৯ ডিসেম্বর।

◾ জাতীয় সংসদ ভবন–৯ তলা বিশিষ্ট।

◾ বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়–৯ আগষ্ট।

◾ বিশ্ব ডাক দিবস–৯ অক্টোবর।

◾ আন্তর্জাতিক আদালতের একজন বিচারক নির্বাচিত হয়–৯ বছরের জন্য।

◾ মেঘনাদবধ কাব্যে সর্গ সংখ্যা–৯টি।

◾ নরমাল স্যালাইন হলো সোডিয়াম ক্লোরাইডের–০.৯% জলীয় দ্রবণ।

◾ EPI কর্মসূচির মাধ্যমে প্রতিরোধযোগ্য রোগের সংখ্যা ৯টি।।

◾ বাংলাদেশে কাগজের নোট আছে–৯টি (১, ২, ৫, ১০, ২০, ৫০, ১০০, ৫০০, ১০০০)।

◾ বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণের সংখ্যা–১০ টি (এ, ঐ, ও, ঔ, ঙ, ঞ, ৎ, ং, ঃ,)।

⇶ সাধারন জ্ঞান (১০)

◾ টেষ্ট খেলুড়ে দেশের সংখ্যা–১০ টি (সর্বশেষ দেশ-বাংলাদেশ)

◾ মানবাধিকার দিবস পালিত হয় প্রতি বছর–১০ ডিসেম্বর।

◾ ক্রিকেট খেলায় একজন ব্যাটম্যান আউট হয়–১০ টি কারণে।

◾ পার্বত্য চট্টগ্রাম এলাকা মোটামুটি বাংলাদেশের–১০ ভাগের ১ ভাগ।

◾ প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে মহিলা কোঠা–১০ শতাংশ।

◾ ইকো (ECO) গঠিত হয়–১০টি দেশ নিয়ে।

◾ রুশ বিপ্লবের স্থায়িত্বকাল ছিল ১০ দিন।

◾ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা–১০টি

◾ মুক্তিযুদ্ধের সময় নৌ-পথ ছিল–১০ নং সেক্টরের অধীনে।

◾ নীলনদ প্রবাহিত হয়েছে–১০টি দেশের মধ্যে দিয়ে।

◾খুলনা বিভাগের জেলা আছে–১০টি (খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, নড়াইল, যশোর, ঝিনাইদহ, মাগুড়া, চুয়াডাঙ্গ, কুষ্টিয়া ও মেহেরপুর)।

◾ বাংলাদেশে মুক্তিযুদ্ধে নিয়মিত কমান্ডার ছিল না–১০ নং সেক্টরে (নৌ সেক্টর)।

◾ সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সে. মি. এ–১০ নিউটন।

◾ “উপকূলীয় সবুজ বেষ্টনী বনাঞ্চল” সৃজন কলা হয়েছে–১০টি জেলায়।

◾ বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত–১০ঃ৬/৫ঃ৩।

◾ আসিয়ান (ASEAN) এর সদস্য–১০টি দেশ।

◾ বায়ুমণ্ডলীয় চাপের ফলে ভূগর্ভস্থ পানি লিফট পাম্পের সাহায্যে সর্বোচ্চ–১০ মিটার গভীরতা থেকে উঠানো যায়।

◾ এক কোটিতে–১০ মিলিয়ন।

◾ আমাদের জাতীয় সঙ্গীত ‘আমার সোনার বাংলা’ কবিতার প্রথম–১০টি চরণ।

◾ উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদানের সংখ্যা–১০টি N2,P,Ca,Mg,K, Fe,S,H2, O2, C)

◾ প্রাণীজগতের পর্বের সংখ্যা–১০টি।

◾ ব্রিটিশ প্রধানমন্ত্রী সরকারী বাসভবনের নাম–১০নং ডাউনিং স্ট্রিট।

◾ নোবেল পুরস্কার বিতরণ করা হয় প্রতিবছর ১০ ডিসেম্বর।

◾ আদমশুমারী অনুষ্ঠিত হয়–১০ বছর পর পর।

◾ দেশে শিক্ষা বোর্ডের সংখ্যা–১০টি

◾ বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক শাখা–১০টি (সর্বশেষ-ময়মনসিংহ)।

⇶ সাধারন জ্ঞান (১১)

◾ ব্রিটেনের একমাত্র নারী প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার (ইউরোপের লৌহমানবী)–১১ বছর ক্ষমতায় ছিলেন (১৯৭৯-১৯৯০ সাল পর্যন্ত)।

◾ ১৯৬৫ সালের পূর্ব পর্যন্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য ছিল–১১টি।

◾ বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য–৭১১/৭১৬ কি. মি.।

◾ মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে ভাগ করা হয়–১১টি সেক্টরে (এম এ জি ওসমানী কর্তৃক)।

◾ বীরপ্রতীক তারামন বিবি–১১নং সেক্টরে ছিলেন (ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলায়)।

◾ বাংলাদেশের ভিতর ভারতের ছিটমহল–১১১টি

◾ টাইটানিক অস্কার পুরস্কার লাভ করে–১১ টি বিভাগে।

◾ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারপতি রয়েছে–১১ জন।

◾ চট্টগ্রাম বিভাগে জেলা আছে–১১টি (বাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, বান্দরবন, রাঙ্গামাটি খাগড়াছড়ি, চট্টগ্রাম ও কক্সবাজার)।

◾ বাংলাদেশের সংবিধানের ভাগ বা অধ্যায় আছে–১১টি।

◾ বাংলা বর্ণমালায় স্বরবর্ণ–১১টি।

◾ রাষ্ট্রভাষা দিবস–১১ মার্চ।

◾ স্বাভাবিক অবস্থায় গ্যাসীয় মৌলিক পদার্থ–১১টি।

◾ চন্দ্রে অবতরণকারী প্রথম চন্দ্রযানের নাম–অ্যাপোলো-১১।

◾ উইং কমান্ডার (অবঃ) হামিদুল্লাহ খান মুক্তিযুদ্ধের সময় কমান্ডার ছিলেন–১১নং সেক্টরের।

◾ ‘সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ’ গণঅভ্যুত্থানে কর্মসূচী ঘোষণা করে–১১ দফা।

◾ ব্রিটিশ অর্থমন্ত্রীর সরকারী বাসভবনের নাম–১১ নং ডাউনিং ষ্ট্ৰীট।

◾ বিশ্ব জনসংখ্যা দিবস–১১ জুলাই।

◾ পার্বত্য চট্টগ্রামে উপজাতির বসবাস–১১টি (চাকমা, ত্রিপুরা, মারমা; খুমী পাংখোয়া, মুরং, লুসাই, বনযোগী,চাক, কুকি ও মগ)।

◾ সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম যুদ্ধ করেন–১১নং সেক্টরে (ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলায়।)

◾ ক্রিকেট/ফুটবল খেলায় প্রতি দলে খোলোয়াড় থাকে–১১ জন।

◾ যুক্তরাষ্ট্রে গভর্নর নিবার্চন করা হয়–১১ রাজ্যে।

⇶ বিসিএস সাধারন জ্ঞান (১২)

◾ বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্নের সংখ্যা–১২টি।

◾ উপকূলের কোন একটি স্থানে পরপর দুটি জোয়ারের সময়ের ব্যবধান হলো–প্রায় ১২ ঘন্টা।

◾ রাশিচক্রের রাশির সংখ্যা–১২ টি (মেঘ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন রাশি)।

◾ সংসদীয় পদ্ধতিতে সরকার পুনঃ প্রতিষ্ঠিত হয় সংবিধানের–দ্বাদশ (১২) সংশোধনী দ্বারা।

◾ ১৯৪৯ সালে যখন NATO গঠিত হয় তখন সদস্য রাষ্ট্রের সংখ্যা ছিল–১২টি।

◾ ফারেনহাইট স্কেলে পানির স্ফুটনাংক–২১২° ফারেনহাইট।

◾ ‘অগ্নিবীণা’ কাব্যে মোট কবিতা রয়েছে–১২টি

◾ বাংলাদেশে ক্যাডেট কলেজ আছে–১২টি

◾ এ টি আহমেদুল হক চৌধুরী বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (BPSC) এর–১২ তম চেয়ারম্যান।

◾ বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা–১২ ন্যাটিক্যাল মাইল।

◾ সাহায্যকারী ক্রিয়া–১২টি।

◾ দক্ষিণ আমেরিকার দেশের সংখ্যা–১২টি।

◾ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট ক্ষমতায় ছিলেন–১২ বছর (১৯৩৩-১৯৪৫)।

◾ বক্ষদেশীয় কশেরুকার সংখ্যা–১২টি।

◾ কাবাডি খেলায় প্রতিদলে খোলায়াড় থাকে–১২ জন।

◾ মানবদেহে করোটিক স্নায়ুর সংখ্যা–১২ জোড়া।

◾ গরুর গড় আয়ু–১২ বছর।

◾ বাংলাদেশে সবচেয়ে বেশি বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী এম. সাইফুর রহমান–১২টি।

◾ চট্টগ্রাম অঞ্চলকে বাংলাদেশের–১২ আউলিয়ার দেশ বলা হয়।

⇶ সাধারন জ্ঞান (১৩)

◾ আকবর সিংহাসনে আরোহণ করেন–১৩ বছর বয়সে।

◾ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথশ কাব্য প্রকাশিত হয়–১৩ বছর বয়সে।

◾ মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকায় রেখা বা ডোরা আছে–১৩টি।

◾ ইউক্লিডের মহাগ্রন্থ Elements–১৩টি খন্ডে বিভক্ত।

◾ ব্রিটেনের বণিক সম্প্রদায় যুক্তরাষ্ট্রে উপনিবেশ গড়ে তুলেছিল–১৩টি অঙ্গরাজ্যে।

◾ কাহ্নপা চর্যাপদ রচনা করেন সর্বাধিক–১৩টি।

◾ নাথান কমিশন গঠিত হয়েছিল ১৩ সদস্য বিশিষ্ট (১৯১২ সালে)।

◾ প্রণব মুখার্জি ভারতের–১৩ তম রাষ্টপতি।

◾ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের মোট খন্ডের সংখ্যা–১৩ টি।

◾ ইউনিয়ন পরিষদের সদস্য সংখ্যা–১৩ জন (১জন চেয়ারম্যান, ৯ জন সদস্য এবং ৩ জন নারী সদস্য)।

◾ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তনের বিধান প্রণয়ন করা হয়েছিল–ত্রয়োদশ (১৩) সংশোধনীর মাধ্যমে।

◾ আয়তনে সূর্য পৃথিবীর চেয়ে বড়–১৩ লক্ষ গুণ।

◾ আমেরিকার গৃহযুদ্ধের সময় প্রদেশ ছিল–১৩ টি।

◾ তেলাপোকার হৃদপিন্ডে প্রকোষ্ঠ আছে–১৩টি।

⇶ সাধারন জ্ঞান (১৪)

◾ শহীদ বুদ্ধিবীজী দিবস–১৪ ডিসেম্বর।

◾ বিশ্ব ডায়াবেটিস দিবস–১৪ নভেম্বর।

◾ পবিত্র কোরআনে মোট–১১৪টি সূরা আছে।

◾ ভূ-পৃষ্ঠের প্রতি বর্গ ইঞ্চিতে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ–১৪.৭২ পাউন্ড।

◾ পানামা খালের গভীরতা–১৪ মিটার।

◾ চীনের প্রতিবেশী দেশ–১৪ টি।

◾ বর্তমানে বিশ্বে মৌলিক পদার্থের সংখ্যা–১১৪টি।

◾ পাকিস্তানের স্বাধীনতা দিবস–১৪ আগষ্ট।

◾ ১০ম বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ করে–১৪টি দেশ।

◾ সনেটে পংক্তি বা লাইন থাকে–১৪টি।

◾ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত মোট উপন্যাসের সংখ্যা–১৪টি।

◾ মনমোহনসিংহ ভারতের–১৪ তম প্রধানমন্ত্রী।

◾ কুরআনে মোট সিজদার আয়াত–১৪ টি।

◾ জাতিপুঞ্জ চুক্তিতে মোট–১৪ টি দফা ছিল।

◾ বাংলাদেশের পরমাণু চিকিৎসা কেন্দ্র–১৪ টি।

⇶ সাধারন জ্ঞান (১৫)

◾ প্রথম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন ছিল–১৫টি।

◾ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বনফুল’ প্রকাশিত হয়–১৫ বছর বয়সে।

◾ বর্তমানে বাংলাদেশে চিনিকলের সংখ্যা–১৫টি।

◾ জাতীয় কৃষিদিবস–১৫ নভেম্বর (১লা অগ্রহায়ণ)।

◾ স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ গড়ে প্রায়–১৫ পাউন্ড।

◾ যুক্তরাজ্যের রাজা বা রাণী কমনওয়েলথভুক্ত–১৫ টি দেশের প্রতীকী রাষ্ট্রপ্রধান। এস

◾ ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় জাতীয় সংসদের মোট আসন–১৫টি (ঢাকা উত্তরে- ৭টি ও ঢাকা দক্ষিণে-৮টি)।

◾ বিশ্ব ভোক্তা অধিকার দিবস–১৫ মার্চ।

◾ বর্তমানে আন্তর্জাতিক আদালতের বিচারকের সংখ্যা–১৫ জন।

◾ জাতীয় আয়কর দিবস–১৫ সেপ্টেম্বর।

◾ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য দেশ–১৫টি (৫টি স্থায়ী ও ১০টি অস্থায়ী)।

◾ রাষ্ট্রপতির নিকট কোন বিল উত্থাপনের পর–১৫ দিনের মধ্যে পাস করতে হয়।

◾ সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে–১৫টি রাষ্ট্র গঠিত হয়।

◾ জাতীয় পরিচয় পত্রের মেয়াদকাল–১৫ বছর।

◾ জাতীয় সংসদ ভবন নির্মিত–২১৫ একর জমির উপর।

◾ বাংলাদেশে বেতার ষ্টেশন সংখ্যা–১৫ টি।

◾ জাতীয় শোক দিবস–১৫ আগষ্ট।

⇶ সাধারন জ্ঞান (১৬)

◾ ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে–১৬.৫ কি, মি বা ১১ মাইল দূরে অবস্থিত।

◾ ভূ-ত্বকের গভীরতা–১৬ কি. মি. (প্রায়)।

◾ আন্তর্জাতিক ওজোন স্তর রক্ষা দিবস–১৬ সেপ্টেম্বর।

◾ বিশ্ব খাদ্য দিবস–১৬ অক্টোবর।

◾ আব্রাহাম লিংকন যুক্তরাষ্ট্রের–১৬ তম প্রেসিডেন্ট ছিলেন।

◾ বাংলাদেশের বিজয় দিবস–১৬ ডিসেম্বর।

◾ এক পাউন্ড সমান–১৬ আউন্স।

◾ উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি উপাদানের সংখ্যা–১৬টি (N2, K, Ca, Fe, C, Mg, P, S, O2, H,, Mo, B, Cl,, Zn, Mn, Cu)।

◾ একজন সুস্থ পূর্ণবয়স্ক লোক দিনে বাতাস গ্রহণ করে–১৬.৫ কেজি।

◾ অক্সিজেনের পারমাণবিক ওজন–১৬।

⇶ সাধারন জ্ঞান (১৭)

◾ ঢাকা বিভাগে জেলা আছে–১৭টি।

◾ শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার সংবিধানের–১৭ নং ধারায় বর্ণিত হয়েছে।

◾ সুন্দরবনের আয়তন প্রায়–৬০১৭ বর্গ কি. মি/ বা ২৪০০ বর্গমাইল।

◾ উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের সীমানা–১৭° সমান্তরাল অক্ষরে দ্বারা চিহ্নিত ছিল।

◾ গজনীর অধিপতি সুলতার মাহমুদ ভারতবর্ষ আক্রমণ করেন–১৭ বার।

◾বঙ্গবন্ধুর জন্ম দিন/জাতীয় শিশু দিবস – ১৭ মার্চ।

◾ বিশ্ব মরুকরণ ও খরা প্রতিরোধ দিবস–১৭ জুন।

◾ বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ মোট ভূমির–১৭ শতাংশ।

◾ বাংলাদেশের শিক্ষা দিবস–১৭ সেপ্টেম্বর।

⇶ সাধারন জ্ঞান (১৮)

◾ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণটি স্থায়ী ছিল–১৮ মিনিট।

◾ বাংলাদেশের আইন অনুযায়ী বিয়ের ক্ষেত্রে নারীর সর্বনিম্ন বয়স ১৮ বছর।

◾ আন্তর্জাতিক জাদুঘর দিবস–১৮ মে।

◾ মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য–১৮ ইঞ্চি (প্রায়)।

◾ কবর কবিতায় পংক্তি বা লাইন রয়েছে–১১৮টি।

◾ কবুতরের ডিম ফুটে বাচ্ছা বের হয়–১৮ দিনে।

◾ সাগরকন্যা পটুয়াখালীর কোয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য–১৮ কি. মি.।

◾ সংবিধানের নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে–১১৮ নং অনুচ্ছেদে।

◾ অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ–১৮তম রাষ্ট্রপতি ছিলেন।

◾ বাংলাদেশে ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স–১৮ বছর।

◾ আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারক–১৮ জন।

◾ মধ্যপ্রাচ্য গঠিত হয়েছে–১৮টি রাষ্ট্র নিয়ে।

◾ ১৯৭৩ সালের আরব-ইসরাইল যুদ্ধের স্থায়ীত্ব ছিল–১৮ দিন।

⇶ সাধারন জ্ঞান (১৯)

◾ বিল ক্লিনটন ডেমোক্রেট দলের ১৯ তম প্রেসিডেন্ট ছিলেন।

◾ মোহাম্মদ জিল্লুর রহমান হলেন–১৯ তম রাষ্ট্রপতি।

◾ বাংলাদেশের উপকূলীয় জেলা–১৯ টি।

◾ পানি অপেক্ষা সোনা–১৯ গুণ ভারী।

◾ মহাখালী ফ্লাইওভারে স্প্যান আছে–১৯ টি।

◾ কলম্বিয়ার একটি গেরিলা সংগঠন–M-19।

⇶ সাধারন জ্ঞান (২০)

◾ মোঃ আবদুল হামিদ এ্যাড.–২০ তম রাষ্ট্রপতি।

◾ বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত/তৎসম উপসর্গের সংখ্যা–২০টি।

◾ বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ–২০.৭১% বা ২১%

◾ উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা–২০০ নটিক্যাল মাইল।

◾ বাংলাদেশের বাসাবাড়িতে বিদ্যুতের সাপ্লাই ভোল্টেজ হল–২২০ ভোল্ট এসি।

◾ মানবদেহে লোহিত কণিকার আয়ুস্কাল–১২০ দিন বা ৪ মাস।

◾ নবম জাতীয় সংসদে সরাসরি ভোটে নির্বাচিত মহিলা সংসদ সদস্য–২০ জন্য

◾ মানুষের দুধ দাতের সংখ্যা–২০ টি

◾ জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস–২০ অক্টোবর।

◾ শহীদ আসাদ দিবস–২০ জানুয়ারী।

⇶ সাধারন জ্ঞান (২১)

◾ ২১ দফার প্রথম দাবি ছিল ‘বাংলা’ কে রাষ্ট্র ভাষা করা।

◾ শহীদ দিবস/আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২১ ফেব্রুয়ারী।

◾ উত্তর গোলার্ধ সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে–২১ জুন।

◾ বাংলা ভাষায় ব্যবহৃত খাঁটি বাংলা উপসর্গের সংখ্যা–২১ টি

◾ আন্তর্জাতিক বর্ণবাদ বিরোধী দিবস–২১ মার্চ

◾ সংবিধানে ভোটার তালিকার বিধান বর্ণিত আছে–১২১ নং অনুচ্ছেদে।

◾ বাংলাদেশের আইন অনুযায়ী পুরুষের বিয়ের সর্বনিম্ন বয়স–২১ বছর।

◾ পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান–২১ মার্চ।

◾ উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন–২১ জুন।

◾ দক্ষিণ গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশী দূরত্ব হয়–২১ জুন।

◾ বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়–২১ নভেম্বর।

◾ উৎসব অনুষ্ঠানে রণ সঙ্গীত বাজানো হয়–২১ চরণ/লাইন।

◾ সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক আদালত (ITLOS) এর বিচারক সংখ্যা–২১ জন।

◾ দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট দিন–২১ জুন।

◾ বিশ্ব শান্তি দিবস–২১ সেপ্টেম্বর।

◾ লালমাই পাহাড়ের গড় উচ্চতা–২১ মিটার।

⇶ সাধারন জ্ঞান (২২)

◾ ক্রিকেট পিচের দৈর্ঘ্য–২২ গজ।

◾ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ক্ষমতায় ছিলেন–২২ বছর (১৯৮১-২০০৩ সাল পর্যন্ত)।

◾ নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের কথা বলা হয় সংবিধানের–২২ নং অনুচ্ছেদে।

◾ হিজরী সাল গণনা করা হয়–৬২২ খ্রিষ্ঠাব্দে (প্রবর্তক-হযরত ওমর)।

◾ ইউনেস্কো সুন্দরবনকে–৫২২ তম বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে।

◾ হযরত মোহাম্মদ (সঃ) হিযরত করেন–৬২২ খ্রিষ্ঠাব্দে।

◾ সূর্যের দক্ষিণ অয়ণাত্ত ঘটে–২২ ডিসেম্বর।

◾ পৃথিবীর দক্ষিণ মেরু সূর্যের সবচেয়ে কাছে আসে–২২ ডিসেম্বর।

◾ এক টন সমান–২২৪০ পাউন্ড।

◾ দক্ষিণ গোলার্ধে সবয়েচে বড় দিন–২২ ডিসেম্বর।

◾ মানুষের দেহকোষে অটোজোম থাকে–২২ জোড়া বা ৪৪টি।

◾ উত্তর গোধার্ধে রাত সবচেয়ে বড় হয়–২২ ডিসেম্বর।

◾ সবচেয়ে ছোট দিন–২২ ডিসেম্বর।

◾ উত্তর গোলার্ধ ও সূর্যের মধ্যে বেশি দূরত্ব হয়–২২ ডিসেম্বর।

◾ শনি গ্রহের উপগ্রহ আছে–২২ টি।

⇶ সাধারন জ্ঞান (২৩)

◾ পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান হয়–২৩ সেপ্টেম্বর।

◾ মানুষের দেহকোষে–২৩ জোড়া বা ৪৬ টি ক্রোমোজোম থাকে।

◾ ময়মনসিংহ গীতিকা অনূদিত হয়েছে–২৩টি ভাষায়।

◾ রুই/ইলিশ জাতীয় মাছের পোনা মারা নিষেধ–২৩ সে. মি. এর কম দৈর্ঘ্যের।

◾ মুজিবনগর স্মৃতিসৌধের স্তম্ভ–২৩টি।

◾ নিজ কক্ষপথে পৃথিবীর একবার আবর্তন করতে সময় লাগে–২৩ ঘণ্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড।

◾ শারদ বিষুব বলা হয়–২৩ সেপ্টেম্বরকে।

◾ চর্যাপদে খণ্ডিত আকারে পাওয়া গেছে–২৩ নং পদটি।

◾ গ্যাস উত্তোলনের জন্য সমগ্র দেশকে ভাগ করা হয়েছে–২৩টি ব্লকে।

◾ সিরাজ-উদ-দৌলা বাংলার মসনদে আরোহন করেন ২৩ বছর বয়সে।

⇶ সাধারন জ্ঞান (২৪)

◾ জাতিসংঘ দিবস–২৪ অক্টোবর।

◾ গণঅভ্যুত্থান দিবস–২৪ জানুয়ারী।

◾ বদরের যুদ্ধ সংঘটিত হয়–৬২৪ সালে।

◾ ধান গাছের ক্রোমোজোম সংখ্যা–২৪টি।

◾ চর্যাপদে কবির নাম আছে–২৪ জনের।

◾ হীরকের ক্রান্তি কোণ–২৪°।

◾ বিশুদ্ধ সোনা হল–২৪ ক্যারেট বিশিষ্ট সোনা।

◾ OIC এর প্রথশ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী সদস্য সংখ্যা ছিল–২৪টি।

⇶ সাধারন জ্ঞান (২৫)

◾ বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স–২৫ বছর।

◾ কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য মোট ভূমির–২৫ শতাংশ বনভূমি প্রয়োজন।

◾ মাটিতে পানি থাকা দরকার–২৫ ভাগ।

◾ বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা–২৫° বা ২৬.১° সেন্টিগ্রেড।

◾ বাংলা ভাষায় বর্গীয় বর্ণ–২৫ টি (ক-ম পর্যন্ত পাঁচটি বর্গে মোট-২৫ টি)।

◾ বাংলাদেশে মাথাপিছু দৈনিক মৎস্যজাত প্রোটিন গ্রহণের পরিমাণ–২৫ গ্রাম।

◾ সূর্য নিজ অক্ষের উপর একবার আবর্তন করে–প্রায় ২৫ দিনে।

◾ অপারেশন সার্চ লাইট চালু হয়–২৫ মার্চ।

◾ পিলখানা হত্যা দিবস–২৫ ফেব্রুয়ারী।

◾ বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ–২৫% এর বেশী হলে কোন প্রাণীই বাঁচতে পারবেনা।

◾ ১ হতে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে–২৫টি।

⇶ সাধারন জ্ঞান (২৬)

◾ বাংলাদেশের জাতীয় দিবস/স্বাধীনতা দিবস–২৬ মার্চ।

◾ আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস–২৬ জুন।

◾ স্বাধীনতা যুদ্ধে বীরপ্রতীক উপাধী দেওয়া হয়–৪২৬ জনকে।

◾ ভারতের ছত্রিশগড় হল–২৬তম প্রদেশ।

◾ বাংলাদেশ আসিয়ান আঞ্চলিক ফোরাম (ARF)-এর–২৬তম সদস্য।

⇶ সাধারন জ্ঞান (২৭)

◾ দ. আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা কারাজীবন ভোগ করেন–২৭ বছর (১৯৬৪-১৯৯০ সাল পর্যন্ত)।

◾ সূর্যে g এর মান পৃথিবীর g এর মানের–২৭ গুণ।

◾ “সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী” সংবিধানের বর্ণিত আছে–২৭নং অনুচ্ছেদে।

◾ মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নিয়োগপ্রাপ্ত হন–১২৭ (১) অনুচ্ছেদ অনুযায়ী।

◾ ইউরোপীয় ইউনিয়নের দেশ সংখ্যা হল ২৭টি।

⇶ সাধারন জ্ঞান (২৮)

◾ বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ দুবাই বা খলিফার উচ্চতা–৮২৮ মি.।

◾ বর্তমানে বিসিএস ক্যাডার সংখ্যা–২৮টি।

◾ ভারতের মোট অঙ্গরাজ্য–২৮টি (২৮তম-ঝাড়খণ্ড)।

◾ বাংলাদেশ CTBT চুক্তি অনুমোদনকারী দেশ–২৮ তম।

◾ নারী-পুরুষের সমান অধিকারের কথা উল্লেখ করা হয়েছে সংবিধানের–২৮ (২) অনুচ্ছেদে।

◾ ১৯৯১ সালে প্রথম উপসাগরীয় যুদ্ধে বহুজাতিক বাহিনী গঠিত হয়েছিল–২৮টি দেশ নিয়ে।

◾ জাতীয় ডায়াবেটিস সচেতনতা দিবস–২৮ ফেব্রুয়ারী।

◾ আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস–২৮ সেপ্টেম্বর।

◾ বাংলাদেশের সংবিধানে “রাষ্ট্র নারী, শিশু বা অনগ্রসর নাগরিকের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরীর ক্ষমতা পায়”–২৮ (৪) অনুচ্ছেদে।

◾ বিশ্ব হেপাটাইটিস দিবস–২৮ জুলাই।

◾ বাংলাদেশে রাষ্ট্রীয় বনভূমি নেই–২৮টি জেলায়।

◾ গ্রীষ্মকালে বাংলাদেশের গড় তাপমাত্রা–২৮ ডিগ্রি সে.।

◾ হুদায়বিয়ার সন্ধি স্বাক্ষরিত হয়–৬২৮ খ্রিঃ।

⇶ সাধারন জ্ঞান (২৯)

◾ বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে–২৯ তম অধিবেশনে।

◾ জাতিসংঘ “ফিলিস্তিন দিবস” পালন করে–২৯ নভেম্বর।

◾ বাংলাদেশ CTBT চুক্তি স্বাক্ষরিত হয়–১২৯ তম।

◾ আরবি ভাষায় হরফ–২৯টি

◾ এভারেস্ট দিবস–২৯ মে।

◾ মানবদেহের করোটিতে (মাথার খুলি) মোট অস্থির সংখ্যা–২৯টি।

⇶ সাধারন জ্ঞান (৩০)

◾ গঙ্গা নদীর পানি বন্টন চুক্তির মেয়াদ–৩০ বছর।

◾ ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা আছে–৩০টি T

◾ সাধারণ নির্বাচনের পর সংসদ আহবান করা হয়–৩০ দিনের মধ্যে।

◾ রাঙামাটির কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা–২৩০ মেগাওয়াট।

◾ একটি পেট্রোল ইঞ্জিনের কর্মদক্ষতা প্রায়–৩০%

◾ কেওক্রাডং এর উচ্চতা হবে–১২৩০ মিটার বা ৪০৩৫ ফুট প্রায়।

◾ জাতীয় কন্যা শিশু দিবস–৩০ সেপ্টেম্বর।

◾ মিশরের প্রেসিডেন্ট হোসনী মোবারক ক্ষমতায় ছিলেন–৩০ বছর।

◾ ভিয়েতনাম যুদ্ধের স্থায়িত্বকাল ছিল–৩০ বছর।

⇶ সাধারন জ্ঞান (৩১)

◾ টাঙ্গুয়ার হাওড়কে UNESCO ২০০০ খ্রিষ্টাব্দে–১০৩১ তম বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে।

◾ আন্তর্জাতিক তামাক বিরোধী দিবস/বিশ্ব ধূমপান বর্জন দিবস–৩১ মে।

◾ ‘সকল নাগরিকের আইনের আশ্রয় লাভের অধিকার’ উল্লেখ আছে সংবিধানের–৩১ নং অনুচ্ছেদে।

⇶ সাধারন জ্ঞান (৩২)

◾ বাংলাদেশ কমনওয়েলথের/ও আই সি’ র–৩২তম সদস্য।

◾ বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা বর্ণের সংখ্যা–৩২টি।

◾ থার্মোমিটারে বরফের গলনাংক–৩০২০ ফারেনহাইট।

◾ জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষিত আছে–৩২ নং অনুচ্ছেদে।

◾ অক্সিজেনের এক মৌল হচ্ছে–৩২ গ্রাম।

◾ বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা–৩২টি।

◾ Windos-98 অপারোটিং সিস্টেম–৩২ বিটের।

⇶ সাধারন জ্ঞান (৩৩)

◾ মানুষের মেরুদন্ড–৩৩টি অস্থির সমন্বয়ে গঠিত।

◾ যিশু খ্রিষ্ট্র পৃথিবীতে ছিলেন–৩৩ বছর।

◾ গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনার সম্মিলিত অববাহিকার বাংলাদেশের অন্তর্ভূক্ত–৩৩ শতাংশ।

◾ নোবেল পুরস্কার বিজয়ী এশীয়দের মধ্যে অধ্যাপক ডঃ মুহাম্মদ ইউনুসের স্থান–৩৩তম।

◾ আর্সেনিকের পারমাণবিক সংখ্যা–৩৩।

◾ মানবদেহের মোট কশেরুকার সংখ্যা–৩৩টি।NESS (ED)

⇶ সাধারন জ্ঞান (৩৪)

◾ বাংলাদেশের সংবিধান প্রণয়নের জন্য রচনা কমিটির সদস্য সংখ্যা ছিল–৩৪ জন।

◾ কুমিল্লার লালমাই পাহাড়ের আয়তন–৩৪ (৩৩.৬৫) বর্গ কি. মি.।

◾ পৃথিবীর ব্যাসার্ধ–৬৪৩৪ কি. মি.।

◾ চীনের পরিব্রাজক হিউয়েন সাং বাংলা অঞ্চল পরিভ্রমণ করেন–৬৩৪ খ্রিষ্ঠাব্দে।

⇶ সাধারন জ্ঞান (৩৫)

◾ আগরতলা ষড়যন্ত্র মামলায় আসামী ছিল–৩৫ জন (বঙ্গবন্ধু শেখ মুজিবসহ)।

◾ বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সর্বনিম্ন বয়স–৩৫ বছর।

◾ সরিষার খৈলে প্রোটিন থাকে–শতকরা ৩৫ ভাগ।

◾ জন এফ কেনেডি ছিলেন আমেরিকার–৩৫ তম প্রেসিডেন্ট।

◾ লালমনিরহাটের দহগ্রাম ছিটমহলের আয়তন–৩৫ বর্গমাইল।

◾ CSCE চুক্তিতে (১৯৭৫) স্বাক্ষর করেছিল মোট–৩৫টি দেশ।

◾ টেস্ট ক্রিকেটে বাংলাদেশ প্রথম জয়লাভ করে–৩৫তম ম্যাচে (জিম্বাবুয়ের বিপক্ষে)।

◾ যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভের সদস্য সংখ্যা–৪৩৫।

⇶ সাধারন জ্ঞান (৩৬)

◾ বাংলাদেশ জাতিসংঘের–১৩৬ তম সদস্য।

◾ সংবিধানে চলাফেরার স্বাধীনতা উল্লেখ আছে–৩৬নং অনুচ্ছেদে।

⇶ সাধারন জ্ঞান (৩৭)

◾ বাংলাদেশে সরকারী কর্মকমিশন সংবিধানের–১৩৭ নং অনুচ্ছেদ অনুযায়ী গঠিত।

◾ ভারতের সাথে বাংলাদেশের সীমান্তের দৈর্ঘ্য–৩৭১৫ কি. মি. বা ৪১৪৪ কি. মি.।

⇶ সাধারন জ্ঞান (৩৮)

◾ বাংলাদেশের সর্বমোট সীমারেখা–৫১৩৮ কি. মি।

◾ উত্তর ও দক্ষিণ কোরিয়র মধ্যবর্তী সীমারেখা হল ৩৮ তম অক্ষরেখা।

◾ যুক্তরাষ্ট্রে মোট ইলেকটোরাল ভোটের সংখ্যা–৫৩৮টি (১০০ সিনেটর + ৪৩৫ রিপ্রেজেন্টেটিভ + ৩ সদস্য ডিস্টিষ্টি অব কলম্বিয়া)।

⇶ সাধারন জ্ঞান (৩৯)

◾ বাংলা ব্যঞ্জনবর্ণের সংখ্যা–৩৯টি।

◾ ১ মিটার সমান–৩৯.৩৭ ইঞ্চি।

◾ চিন্তা ও বিবেকের স্বাধীনতা সংবিধানের–৩৯ (১)নং অনুচ্ছেদে বর্ণিত আছে।

◾প্রত্যেক নাগরিকের বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা–৩৯ (২) নং অনুচ্ছেদে বর্ণিত আছে।

⇶ সাধারন জ্ঞান (৪০)

◾ ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে সমান তাপমাত্রা নির্দেশ করে–৪০° তাপমাত্রায়।

◾ ফরমালিন হলো ফরমালডিহাইডের–৪০% জলীয় দ্রবণ।

◾ সরিষার বীজে তৈল থাকে–শতকরা ৪০ ভাগ।

◾ জাতিপুঞ্জ (League of Nations) গঠনের সময় সদস্য দেশের সংখ্যা ছিল–৪০টি।

◾ ‘গর্জনশীর চল্লিশা’ নাম দেওয়া হয়েছে–৪০°-৪৭° দক্ষিণ অক্ষাংশকে।

◾ সংসদ ভবনে সাংবাদিকের আসন–৪০টি।

◾ ২০০৮ সালে নেপালে–২৪০ বছরের রাজতন্ত্র বিলুপ্ত করা হয়।

⇶ সাধারন জ্ঞান (৪১)

◾ হুমায়ুন রশিদ চৌধুরী জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতিত্ব করেছিলেন–৪১ তম অধিবেশনে।

◾ জরুরী অবস্থা ঘোষণার বিষয়টি সংবিধানে আছে–১৪১ (ক) অনুচ্ছেদে।

◾ সংবিধানে “ধর্মীয় স্বাধীনতার” কথা উল্লেখ আছে–৪১ নং অনুচ্ছেদে।

⇶ সাধারন জ্ঞান (৪২)

◾ বিল ক্লিনটন আমেরিকার–৪২তম প্রেসিডেন্ট ছিলেন ৷

◾ সংবিধানে “সংবিধান সংশোধনের” বিধান আছে–১৪২ নং অনুচ্ছেদে।

◾ দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ শাসন ছিল–৩৪২ বছর।

◾ ক্রিকেট খেলায় আইন আছে–৪২টি।

◾ প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফি লিবিয়া শাসন করেন–৪২ বছর (১৯৬৯-২০১১ সাল পর্যন্ত)।

◾ জাতিপুঞ্জ গঠনের সময় সদস্য দেশের সংখ্যা ছিল ৪২টি।

⇶ সাধারন জ্ঞান (৪৩)

◾ দূর্ভিক্ষের উপর ম্যাডোনা- ৪৩ ছবি এঁকেছেন–জয়নু◾  আবেদীন

◾ জর্জ ডব্লিউ বুশ ছিলেন আমেরিকার–৪৩তম প্রেসি

◾ বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনির সংখ্যা–৪৩টি।

◾ কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারিয়ে ফেলেন ৪৩ বছর বয়সে।

◾ যুক্তরাজ্যে উচ্চকক্ষ হাউজ অব লর্ডস-এর সদস্য সংখ্যা–৭৪৩।

◾ ভারতের লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা–৫৪৩ (মোট সদস্য সংখ্যা-৫৪৫)।

⇶ সাধারন জ্ঞান (৪৪)

◾ কুকুরে দাতের সংখ্যা–৪৪টি

◾ মার্কিন যুক্তরাষ্ট্রের বারাক ওবামা হলেন–৪৪ তম প্রেসিডেন্ট।

◾ পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র ভ্যাটিকান সিটির আয়তন–০.৪৪ বর্গ কি. মি.।

◾ সমুদ্র বন্দর নাই বিশ্বে মোট–৪৪ টি দেশে।

⇶ সাধারন জ্ঞান (৪৫)

◾ চতুর্দশ সংশোধনী বিলে মহিলা আসন সংরক্ষণের প্রস্তাব রাখা হয়েছিল–৪৫ টি।

◾ বাংলাদেশে বসবাসকারী উপজাতীয় সংখ্যা–৪৫টি।

◾ ফ্রান্স ও ইংল্যান্ডকে সংযোগকারী সমুদ্র তলদেশ দিয়ে নির্মিত টানেলটির দৈর্ঘ্য–৪৫ কি. মি.।

⇶ সাধারন জ্ঞান (৪৬)

◾ মানুষের দেহকোসে ক্রোমোজোম সংখ্যা–৪৬টি।

◾ ব্রিটেনের পার্লামেন্টের নিম্নকক্ষ – হাউজ অব কমন্স এর সদস্য সংখ্যা–৬৪৬।

◾ এক হর্স পাওয়ার (অশ্বশক্তি) সমান–৭৪৬ ওয়াট।

◾ বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদে প্রাপ্ত পদের সংখ্যা–৪৬.৫টি।

◾ জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা–৪৬.৫ মিটার।

◾ দায়মুক্তি বিধানের ক্ষমতা আছে সংবিধানের–৪৬নং অনুচ্ছেদে।

◾ ইউরিয়াতে নাইট্রোজেন থাকে–৪৬%।

⇶ সাধারন জ্ঞান (৪৭)

◾ মদিনা সনদে ধারা আছে–৪৭টি।

◾ যুদ্ধাপরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদ হলো–৪৭নং।

⇶ সাধারন জ্ঞান (৪৮)

◾ রাষ্ট্রপতি কারো সাথে কোন পরামর্শ ছাড়াই প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন–৪৮(৩) ধারার বিধান মতে।

⇶ সাধারন জ্ঞান (৪৯)

◾ বঙ্গবন্ধু/যমুনা সেতুতে স্প্যানের সংখ্যা–৪৯টি।

◾ FAO এর গভর্ণিং বোর্ডের সদস্য সংখ্যা–৪৯ জন।

◾ যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে নিরুপিত সীমারেখা–৪৯ তম অক্ষরেখা।

◾ সৌরজগতের সর্বমোট উপগ্রহ আছে–৪৯টি।

◾ রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের অধিকার বর্ণিত আছে–৪৯নং অনুচ্ছেদে।

⇶ সাধারন জ্ঞান (৫০)

◾ পৃথিবীর আনুমানিক বয়স–৪৫০ কোটি বছর বা ৪৫০০ মিলিয়ন বছর।

◾ বর্তমানে আমেরিকার অঙ্গরাজ্যের সংখ্যা–৫০টি।

◾ প্রথম ক্রিটেকার হিসেবে অ্যালান বোর্ডার হলেন–১৫০তম টেষ্ট খেলোয়াড়।

◾ জাতিসংঘ সনদ (১৯৪৫) এ স্বাক্ষর করেছিল মোট–৫০টি দেশ।

◾ জাতীয় স্মৃতিসৌধ এর উচ্চতা–১৫০ ফুট (৪৬.৫ মিটার)।

◾ বাংলা ভাষায় বর্ণের সংখ্যা–৫০টি।

◾ বিশ্বর উচ্চতম পর্বতশৃঙ্গ এভারেস্টের উচ্চতা–৮৮৫০ মিটার বা ২৯০৩৫ ফুট।

◾ বাসাবাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি হলো–৫০ হার্জ।

◾ বঙ্গবন্ধু সেতুর পিলারের সংখ্যা–৫০টি।

◾ রক্তে প্রোটিনের হার–৫০%।

⇶ সাধারন জ্ঞান (৫১)

◾ ভারতের ভিতর বাংলাদেশের ছিটমহল–৫১টি নির

◾ জাতিসংঘ যাত্রা শুরু করেছিল–৫১টি দেশ নিয়ে।

◾ চর্যাপদে প্রাপ্ত পুঁথিতে পদ ছিল মোট–৫১টি (পাওয়া যায়-৪৬.৫টি)। সিলে

⇶ সাধারন জ্ঞান (৫২)

◾ রাষ্ট্রপতির অভিশংসন হয় সংবিধানের–৫২ নং অনুচ্ছেদে। কী লিমার নতুন

◾ বাংলাদেশে সংবিধানের আইনের ব্যাখ্যা দেয়া আছে–১৫২ নং অনুচ্ছেদে।

◾ ৫২ এর শহীদ মিনার এঁকেছেন–ড. বদরুল আলম।

⇶ সাধারন জ্ঞান (৫৩)

◾ বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ বা ধারা আছে–১৫৩টি।

⇶ সাধারন জ্ঞান (৫৪)

◾ বিনা ওয়ারেন্টে পুলিশ কর্তৃক গ্রেফতার করার ক্ষমতা–৫৪ ধারা অনুসারে।

◾ ভারত-বাংলাদেশের অভিন্ন নদী–৫৪/৫৫টি।

◾ জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা–৫৪ জন।

◾ দক্ষিণ সুদান হলো আফ্রিকার–৫৪ স্বাধীন দেশ।

⇶ সাধারন জ্ঞান (৫৫)

◾ পৃথিবীর দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য–১৫৫ কি.মি./১২০ কি. মি.।

⇶ সাধারন জ্ঞান (৫৬)

◾ নাফ নদীর দৈর্ঘ্য–৫৬ কি. মি.।

◾ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন–৫৬ টি কাব্যগ্রস্থ্য।

◾ বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও অন্যান্যমন্ত্রী নিয়োগ দিতে পারেন সংবিধানের–৫৬ (২) অনুচ্ছেদ দ্বারা।

◾ বাংলাদেশের ক্ষেত্রফল–৫৬, ৫০১ বর্গ মাইল।

◾ হংকং ব্রিটেনের অধীনের ছিল–১৫৬ বছর।

⇶ সাধারন জ্ঞান (৫৮)

◾ বাংলাদেশে মোট অভিন্ন বা আন্তঃসীমান্ত নদী–৫৮টি/৫৭টি।

⇶ সাধারন জ্ঞান (৫৯)

◾বাংলাদেশের লালমনিরহাট জেলায় ভাততের সবচেয়ে বেশী–৫৯টি ছিটমহল আছে।

◾ সরকারী কর্মচারীদের চাকুরীর বয়সসীমা বর্তমানে–৫৯ বছর (পূর্বে ছিল-৫৭ বছর)।

⇶ সাধারন জ্ঞান (৬০)

◾ জাতীয় সংসদের কোরাম হয়–৬০ জনে।

◾ সংসদের এক অধিবেশনের সমাপ্তি এবং পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে সর্বাধিক–৬০ দিনের বেশি বিরতি থাকবে না।

◾ সিলেট অঞ্চলকে বাংলাদেশের–৩৬০ আউলিয়ার দশ বলা হয়। তিি

◾ মানবদেহে পানির পরিমাণ–৬০-৭০%।

◾ সংসদের অধিবেশন সমাপ্ত হওয়ার পর আবার অধিবেশন ডাকা বাধ্যতামূলক–৬০ দিন পর।

⇶ সাধারন জ্ঞান (৬১)

◾ বাংলাদেশে আর্সেনিক আক্রান্ত–৬১টি জেলা আছে।

◾ সুন্দবনের বাংলাদেশ অংশে পড়েছে–৬২ শতাংশ।

⇶ সাধারন জ্ঞান (৬৪)

◾ মুক্তিযুদ্ধকালে সাবসেক্টর ছিল–৬৪টি।

◾ ইংলিশ চ্যানেলের দৈর্ঘ্য–৫৬৪ কি. মি.।

◾ বাংলাদেশে জেলার সংখ্যা–৬৪টি।

⇶ সাধারন জ্ঞান (৬৫)

◾ PSC চেয়ারম্যানের বয়স চতুর্দশ (১৪তম) সংশোধনীর মাধ্যমে ৬২ থেকে বাড়িয়ে–৬৫ বছর করা হয়েছে।

◾ বর্তমানে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসরের বয়সসীমা–৬৫ বছর।

◾ মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের অবসরের বয়সসীমা–৬৫ বছর।

⇶ সাধারন জ্ঞান (৬৬)

◾ মার্কিন যুক্তরাষ্ট্রের কন্ডোলিসা রাইস ছিলেন ৬৬ তম পরাষ্টমন্ত্রী।

⇶ সাধারন জ্ঞান ৬৭)

◾ বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন বিচারপতি অবসর গ্রহণ করে–৬৭ বছর বয়সে।

◾ মার্কিন যুক্তরাষ্ট্রের হিলারী ক্লিনটন–৬৭ তম পররাষ্ট্রমন্ত্রী।

◾ বাংলাদেশ এভারেষ্ট বিজয়ী–৬৭তম দেশ।

◾ ১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ লাভ করেছিল–১৬৭টি আসন।

◾ মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য বীরউত্তম খেতাবে ভূষিত করা হয়–৬৯ জনকে (সর্বশেষ বীরউত্তম বিগ্রেডিয়ার জেনারেল জামিল-মরণোত্তর)।

◾ পূর্ব পাকিস্তানে জাতীয় পরিষদে মোট আসন ছিল–১৬৯ টি।

⇶ সাধারন জ্ঞান (৭০)

◾ হযরত মোহাম্মদ (সাঃ) জন্মগ্রহণ করেন–৫৭০ খ্রিষ্ঠাব্দে, মক্কায়।

◾ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে ইলেক্ট্রোরাল ভোটের প্রয়োজন–২৭০টি।

◾ এভারেষ্ট পর্বতের উপর পানি ফুটতে থাকে–৭০ ডিগ্রী সে. তাপমাত্রায় ৷

◾ লোহার কুরি তাপমাত্রা–৭৭০°সে.।

⇶ সাধারন জ্ঞান (৭২)

◾ পুর্ণবয়স্ক সুস্থ মানুষের হৃদস্পন্দন প্রতি মিনিটে–৭২ বার।

⇶ সাধারন জ্ঞান (৭৩)

◾ পরম শূন্য তাপমাত্রায় বলা হয়–২৭৩° সেন্টিগ্রেড তাপমাত্রাকে।

◾ মাইটোকন্ড্রিয়ায় প্রোটিন থাকে–৭৩%।

⇶ সাধারন জ্ঞান (৭৫)

◾ স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশে বীরবিক্রম উপাধি লাভ করেছিলেন–১৭৫ জন।

◾ হ্যালির ধূমকেতু দেখা যায়–৭৫ বা ৭৬ বছর পর পর (১৭৫৯, ১৮৩২, ১৯১০ এবং ১৯৮৬)।

◾ সড়কপথে ঢাকা থেকে টেকনাফের দূরত্ব–৪৭৫ কি. মি.।

⇶ সাধারন জ্ঞান (৭৬)

◾ সমুদ্র পৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ–৭৬ সে. মি.।

◾ ছিয়াত্তরের মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল–বাংলা ১১৭৬ সালে।

⇶ সাধারন জ্ঞান (৭৭)

◾ সংবিধানে ন্যায়পাল প্রতিষ্ঠার কথা বলা হয়েছে ৭৭নং অনুচ্ছেদে।

◾ স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বাংলাদেশে মোট রাষ্ট্রীয় খেতাব দেয়া হয়েছে–৬৭৭ জনকে।

⇶ সাধারন জ্ঞান (৭৮)

◾ সঞ্চিতা কাব্যগ্রন্থটিতে কবিতা ও গান আছে–৭৮টি।

◾ তিনবিঘা করিডোরের আয়তন–১৭৮×৮৫ মিটার।

◾ বাতাসে নাইট্রোজেনের পরিমাণ ৭৮.০২ ভাগ।

⇶ সাধারন জ্ঞান (৭৯)

◾ রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত ধরিত্রী সম্মেলনে অংশগ্রহণ করেছিল–১৭৯টি দেশের প্রতিনিধি।

⇶ সাধারন জ্ঞান (৮০)

◾ ভূ-গোলকে অক্ষাংশ রেখা আছে–১৮০টি।

◾ চট্টগ্রাম বন্দরে রপ্তানী বাণিজ্যের শতকরা ৮০ ভাগ হয়।

◾ আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয়–১৮০ ডিগ্রী বরাবর।

◾ প্রাকৃতিক গ্যাসে মিথেন থাকে–৮০-৯০%।

⇶ সাধারন জ্ঞান (৮১)

◾ খানজাহান আলীর ষাট গম্বুজ মসজিদের প্রকৃত গম্বুজ সংখ্যা–৮১টি (বাগেরহাটে অবস্থিত)।

◾ অর্থবিল সম্পর্কিত বিধানবলী সংবিধানে উল্লেখ আছে–৮১ (১) অনুচ্ছেদে।

⇶ সাধারন জ্ঞান (৮৩)

◾ মিয়ানমারে সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য–২৮৩ কি. মি.।

⇶ সাধারন জ্ঞান (৮৫)

◾ আইফেল টাওয়ারের উচ্চতা–৯৮৫ ফুট বা ৩০০ মিটার।

⇶ সাধারন জ্ঞান (৮৬)

◾ উপসাগরীয় যুদ্ধের স্থায়ীত্ব ছিল–৮৬ দিন।

◾ বাংলাদেশে সরকারী মৎস্য প্রজনন কেন্দ্র–৮৬টি।

⇶ সাধারন জ্ঞান (৮৮)

◾ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রথম বছরে পালন করেছে–১৮৮টি দেশ।

⇶ সাধারন জ্ঞান (৯০)

◾ পৃথিবীর মোট বরফের এন্টার্কটিকাতে আছে–৯০ ভাগ।

◾ কোন কারণে সংসদ ভেঙ্গে গেলে বাংলাদেশে পরবর্তী সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে ৯০ দিনের মধ্যে একজন সংসদ সদস্য স্পিকারের অনুমতি ছাড়া সংসদের বাইরে থাকতে পারে না–৯০ দিন।

◾ দক্ষিণ মেরুর অক্ষাংশ–৯০°।

◾ বাংলাদেশের একজন সংসদ সদস্যের পদ বাতি হযে যায় সর্বোচ্চ–৯০ কার্যদিবস একাধারে অনুপস্থিত থাকলে।

◾ মিশরের সুয়েজ খালের দৈর্ঘ্য–১৯০ কি.মি.।

◾ সংবিধান অনুযায়ী সংসদীয় কোন আসন শূন্য হলে উপনির্বাচন করেত হয়–৯০ দিনের মধ্যে।

⇶ সাধারন জ্ঞান (৯১)

◾ নিঝুম দ্বীপের আয়তন–৯১ বর্গ কি.মি বা ৩৫,১৩৫ বর্গমাইল।

⇶ সাধারন জ্ঞান (৯২)

◾ ইউরেনিয়ামের পরামাণবিক সংখ্যা–৯২ (আঃ ভর-২৩৮)।

◾ প্রকৃতিতে প্রাপ্ত মৌলিক পদার্থের সংখ্যা–৯২টি।

⇶ সাধারন জ্ঞান (৯৩)

◾ সংবিধানের রাষ্ট্রপ্রতি অধ্যাদেশ জারী করতে পারেন–৯৩ নং অনুচ্ছেদবলে।

◾ সংবিধানে দ্রুত বিচার ট্রাইবুনাল অধ্যাদেশ ২০০২ করা হয়েছে ৯৩ (১) ধারা অনুযায়ী।

◾ বাংলাদেশের প্রথম হস্তলিখিত সংবিধানের পাতার সংখ্যা ছিল–৯৩টি।

⇶ সাধারন জ্ঞান (৯৪)

◾ মহামান্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারে–৯৫ (১) অনুচ্ছেদ দ্বারা।

◾ ক্লিনিক্যাল থার্মোমিটারে দাগ কাটা থাকে–৯৫-১১০° ফাঃ পর্যন্ত।

⇶ সাধারন জ্ঞান (৯৮)

◾ মালদ্বীপের আয়তন–২৯৮ বর্গ কি. মি.।

◾ মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা–৯৮.৪° ফারেনহাইট বা ৩৬.৯° সে.।

⇶ সাধারন জ্ঞান (১০০)

◾ এক কুইন্টাল–১০০ কিলোগ্রাম বা কেজি।

◾ ১ বিলিয়ন সমান–১০০ কোটি।

◾ যুক্তরাষ্ট্রের সিনেটের মোট আসন সংখ্যা–১০০ (৫০টি অঙ্গরাজ্যে ২ জন করে)।

◾ পানি ফোটে–১০০°c তাপমাত্রায় বা ২১২° F তাপমাত্রায়।

◾ ১ এয়র সমান–১০০ বর্গমিটার।

⇶ সাধারন জ্ঞান (১০০০)

◾ ১ মেগাবাইট সমান–১০২৪×১০২৪ বাইট।

◾ এক লিটার পানি ওজন–১০০০ গ্রাম।

◾ ১ কিলোবাইট সমান–১০২৪ বিট।

◾ ১ কিলোওয়াট ঘন্টা সমান–৩৬০০ জুল।

◾ ১ ঘনমিটার সমান–১০০০ লিটার।

◾ ১ মিটার সমান–১০০০ মিলিমিটার

◾ ১ মেট্রিকটন সমান–১০০০ কিলোগ্রাম বা কেজি।

◾ একটি রাণী মৌমাছি–১০০০ বার ডিম পাড়ে।

◾ পৃথিবীর পরিধি হচ্ছে–২৫,০০০ মাইল।

◾ আমাদের দেশে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির প্রায় গড়–২৫০০ ক্যালরি শক্তির প্রয়োজন

◾ বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন–২৪০০ বর্গমাইল।

◾ বাংলাদেশের সারাবছর নাব্য নদীপথের দৈর্ঘ্য–৫২০০ কি.মি.।

◾ চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য ৬৪০০ কি.মি. বা ৪০০০ মাইল।

◾ সূর্য পৃষ্ঠের উত্তাপ প্রায়–৬০০০ ডিগ্রী সেন্টিগ্রেড।

◾ বাংলা ভাষার বয়স–১০০০/১১০০ বছর।

◾ পৃথিবীর ব্যাস আনুমানিক–৮০০০ মাইল।

এই পোষ্টটিকে ৩টি অংশে ভাগ করা হয়েছেঃ

একটি অংশ পড়া শেষ হলে, পরিবর্তী অংশ যান-

Exclusive-1 : https://khamarian.com/বিসিএস-সাধারন-জ্ঞান/

Exclusive-2 : https://khamarian.com/চাকরির-সাধারন-জ্ঞান/

Exclusive-3 : https://khamarian.com/সাধারণ-জ্ঞান-অনলাইন/

বিসিএস সাধারন জ্ঞান চাকরির সাধারন জ্ঞান সাধারণ জ্ঞান অনলাইন টেস্ট khamarian.com 2 (Part-1) বিসিএস সাধারন জ্ঞান/চাকরির সাধারন জ্ঞান/সাধারণ জ্ঞান অনলাইন টেস্ট: BCS, PSC নন-ক্যাডার, প্রাইমারী শিক্ষক, শিক্ষক নিবন্ধন, বিশ্ববিদ্যালয় ভর্তি সহ যে কোন প্রতিযোগিতামূলক MCQ এবং শর্ট প্রশ্নেত্তোর পরীক্ষার জন্য। (০ থেকে ১০০০ পর্যন্ত বিভিন্ন সাধারন জ্ঞান তথ্য)। সাধারন সাধারন জ্ঞান সাধারন জ্ঞান ⭐⭐⭐⭐⭐ বিসিএস সাধারন জ্ঞান/চাকরির সাধারন জ্ঞান/সাধারণ জ্ঞান অনলাইন টেস্ট: BCS, PSC নন-ক্যাডার, প্রাইমারী শিক্ষক, শিক্ষক নিবন্ধন, বিশ্ববিদ্যালয় ভর্তি সহ যে কোন প্রতিযোগিতামূলক MCQ এবং শর্ট প্রশ্নেত্তোর পরীক্ষার জন্য। (০ থেকে ১০০০ পর্যন্ত বিভিন্ন সাধারন জ্ঞান তথ্য)। Tags: বিসিএস সাধারন জ্ঞান, সাম্প্রতিক সাধারন জ্ঞান, চাকরির সাধারন জ্ঞান, সাধারণ জ্ঞান অনলাইন টেস্ট, সাধারণ জ্ঞান অলিম্পিক, আজকের সাধারন জ্ঞান, সাধারণ জ্ঞান ই-বুক, সাধারণ জ্ঞান ইন্টারনেট, সাধারণ জ্ঞানের বই, উত্তরের সঙ্গে সাধারণ জ্ঞান প্রশ্ন, সাধারন জ্ঞান প্রশ্ন ও উত্তর, সাধারণ জ্ঞান গুরুত্বপূর্ণ টপিক, সাধারন জ্ঞান এর প্রশ্ন, বি সি এস সাধারন জ্ঞান, সাধারণ জ্ঞান মনে রাখার কৌশল, সাধারণ জ্ঞান মনে রাখার টেকনিক, সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক বিশ্ব, সাধারণ জ্ঞান ও বিজ্ঞান, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা, সাধারণ জ্ঞান ও কুইজ প্রতিযোগিতা, সাধারণ জ্ঞান ও বিশ্ব, সাধারণ জ্ঞান ও বিশ্ব কুইজ, সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর, সাধারন জ্ঞান কুইজ, বাংলা সাধারন জ্ঞান কুইজ, কিছু সাধারন জ্ঞান।

কিওয়ার্ডসমূহঃ বিসিএস সাধারন জ্ঞান, সাম্প্রতিক সাধারন জ্ঞান, চাকরির সাধারন জ্ঞান, সাধারণ জ্ঞান অনলাইন টেস্ট, সাধারণ জ্ঞান অলিম্পিক, আজকের সাধারন জ্ঞান, সাধারণ জ্ঞান ই-বুক, সাধারণ জ্ঞান ইন্টারনেট, সাধারণ জ্ঞানের বই, উত্তরের সঙ্গে সাধারণ জ্ঞান প্রশ্ন, সাধারন জ্ঞান প্রশ্ন ও উত্তর, সাধারণ জ্ঞান গুরুত্বপূর্ণ টপিক, সাধারন জ্ঞান এর প্রশ্ন, বি সি এস সাধারন জ্ঞান, সাধারণ জ্ঞান মনে রাখার কৌশল, সাধারণ জ্ঞান মনে রাখার টেকনিক, সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক বিশ্ব, সাধারণ জ্ঞান ও বিজ্ঞান, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা, সাধারণ জ্ঞান ও কুইজ প্রতিযোগিতা, সাধারণ জ্ঞান ও বিশ্ব, সাধারণ জ্ঞান ও বিশ্ব কুইজ, সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর, সাধারন জ্ঞান কুইজ, বাংলা সাধারন জ্ঞান কুইজ, কিছু সাধারন জ্ঞান।
সমাপ্তঃ আজকের আলোচ্য বিষয় “বিসিএস সাধারন জ্ঞান/চাকরির সাধারন জ্ঞান/সাধারণ জ্ঞান অনলাইন টেস্ট: BCS, PSC নন-ক্যাডার, প্রাইমারী শিক্ষক, শিক্ষক নিবন্ধন, বিশ্ববিদ্যালয় ভর্তি সহ যে কোন প্রতিযোগিতামূলক MCQ এবং শর্ট প্রশ্নেত্তোর পরীক্ষার জন্য। (০ থেকে ১০০০ পর্যন্ত বিভিন্ন সাধারন জ্ঞান তথ্য)।” এখানেই সমাপ্ত করা হলো।

Copyright Notice

কপি করা নিষিদ্ধ!