Skip to content

 

ব্ল্যাক বেঙ্গল ছাগলের বৈশিষ্ট্য

ব্ল্যাক বেঙ্গল ছাগলের বৈশিষ্ট্য ব্ল্যাক বেঙ্গল ছাগল চেনার উপায় ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন ব্ল্যাক বেঙ্গল ছাগলের খামার ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প ব্ল্যাক বেঙ্গল ছাগলের জীবনরহস্য উন্মোচন ব্ল্যাক বেঙ্গল ছাগল এর জীবন রহস্য

ব্ল্যাক বেঙ্গল ছাগলের বৈশিষ্ট্য সমূহ নিচে উল্লেখ করা হলো:-

(০১) মেয়ে ব্ল্যাক বেঙ্গল ছাগলের প্রজননের সময়ঃ ১৫ থেকে ১৮ মাস।

(০২) প্রজননের সময় ব্ল্যাক বেঙ্গল ছাগলের ওজনঃ ১০ থেকে ৩০ কেজি।

(০৩) পুরুষ ব্ল্যাক বেঙ্গল ছাগলের প্রজননের সময়ঃ ১৮ থেকে ২৪ মাস।

(০৪) ব্ল্যাক বেঙ্গল প্রজননে পুরুষ ছাগল পিছু স্ত্রী ছাগলের সংখ্যাঃ ১০ থেকে ৪০ টি।

ব্ল্যাক বেঙ্গল ছাগলের বৈশিষ্ট্য ব্ল্যাক বেঙ্গল ছাগল চেনার উপায় ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন ব্ল্যাক বেঙ্গল ছাগলের খামার ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প ব্ল্যাক বেঙ্গল ছাগলের জীবনরহস্য উন্মোচন ব্ল্যাক বেঙ্গল ছাগল এর জীবন রহস্য

(০৫) ব্ল্যাক বেঙ্গল ছাগল গরম হয় কতদিন অন্তরঃ ১৮ থেকে ২১ দিন।

(০৬) ব্ল্যাক বেঙ্গল ছাগল গরম থাকার সময়ঃ ২৪ থেকে ৪৮ ঘন্টা।

(০৭) ব্ল্যাক বেঙ্গল ছাগলের গরম হওয়ার পর প্রজননের সময়ঃ ১০ থেকে ১২ ঘন্টা।

(০৮) ব্ল্যাক বেঙ্গল ছাগল কতবার প্রজনন করানো দরকারঃ ১ বার বা ২ বার।

(০৯) ব্ল্যাক বেঙ্গল ছাগলের বাচ্চা হতে সময় লাগেঃ ১৪৫ থেকে ১৫২ দিন।

(১০) ব্ল্যাক বেঙ্গল ছাগলের বাচ্চা হবার পর পুনরায় গরম হতে সময়ঃ ৩ মাস।

(১১) ব্ল্যাক বেঙ্গল ছাগলের মায়ের কাছ থেকে বাচ্চা সরিয়ে নেওয়া হয়ঃ ২ মাস বয়সে।

(১২) ব্ল্যাক বেঙ্গল একসাথে বাচ্চা দেয়ঃ ২ থেকে ৩ টি।

(১৩) ব্ল্যাক বেঙ্গল ছাগল খাসীকরণ করার বয়সঃ ২ মাস।

(১৪) ব্ল্যাক বেঙ্গল ছাগলের মাংস বাজার করার সময়ঃ ৬ থেকে ১২ মাস।

(১৫) ব্ল্যাক বেঙ্গল ছাগল বাজারজাত করার সময় ছাগলের ওজনঃ ৮ থেকে ১২ কেজি।

(১৬) ব্ল্যাক বেঙ্গল ছাগলের জন্মের সময় ওজনঃ ১ থেকে ৩.৫ কেজি।

See also  ৩টি ছাগলের ভিটামিন মিনারেল অভাব জনিত রোগ ও ছাগলের ভিটামিন ঔষধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright Notice

কপি করা নিষিদ্ধ!