Skip to content

 

ভেড়ার খামার লাভজনকভাবে ভেড়া পালন করতে ভেড়ার যত্নে ১৬টি বিষয়

ভেড়ার খামার লাভজনকভাবে ভেড়া পালন করতে ভেড়ার যত্নে ১৬টি বিষয়

(01) ভেড়ার পশমের ভেতরে উকুন, আঠালি ও মাইট জাতীয় পোকার আক্রমন হয়ে থাকে | এসব পোকা রক্ত চুষে খায় বলে ভেড়ার উৎপাদন ক্ষমতা বাধাগ্রস্থ হয়। ইনসেন্টিসাইড প্রয়োগ করে যেমন টক্সাফেন, ম্যালাথিয়ন প্রভৃতি, ভেড়াকে পরজীবী পোকার আক্রমন হতে মুক্ত রাখা যায়।

ইনসেক্টিসাইড পানিতে গুলে ভেড়ার শরীরে স্প্রে করতে হবে। কিংবা পানিতে মিশিয়ে উক্ত পানিতে ভেড়াকে চুবাতে হবে। ইনসেক্টিসাইড উঁষধ খুবই বিষাক্ত বিধায় খেয়াল রাখতে হবে যেন ওঁষধ মিশানো পানি ভেড়ার মুখের ভিতরে, চোখে বা নাকে প্রবেশ না করে।

ভেড়ার খামার লাভজনকভাবে ভেড়া পালন করতে ভেড়ার যত্নে  ১৬টি বিষয়(02) অন্তঃপরজীবি হতে মুক্ত রাখার জন্য ভেড়াকে নিয়মিত কৃমিনাশক ঔষধ খাওয়াতে হবে।

(03) ভেড়ার রোগ ব্যাধির মধ্যে কয়েকটি মারাত্নক সংক্রামক ব্যাধি রয়েছে | ক্ষুরারোগ, তড়কা, গলাফুলা, জলাতংক, বসন্ত, ধনুষ্টংকার ইত্যাদি | নিয়মিত প্রতিষেধক টিকা প্রদান করে এসব রোগ নিয়ন্ত্রণ করতে হবে।

(04) সারা বছর শেলটার এর ব্যবস্থা রাখুন।

(05) পশম কাটা/ছাটার সময় সতর্কতা অবলম্বন করা উচিৎ যাতে চামড়া্/মাংস কাটা না পড়ে | কেটে গেলে রক্তক্ষরণ বন্ধ করা উচিৎ এবং এন্টি সেপটিক ব্যবহার করা উচিৎ যাতে সংক্রমন না হয়।

(06) বাচ্চা প্রসবের পূর্বে ও পরে প্রসূতি ও নবজাতক ছানার বিশেষ পরিচর্যা করতে হবে।

(07) পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশে বাচ্চা প্রসব করালে প্রসবকালীন রোগ-ব্যাধি হতে ভেড়াকে মুক্ত রাখা সম্ভব হয় | এ সময় মায়ের জন্য ও বাচ্চার জন্য বিশেষ খাদ্যের ব্যবস্থা করা উচিৎ।

(08) তাদের খড়ের বিছানা করে দিন, বিশেষ করে শীতে।

(10) বায়ু প্রবাহ চলমান রাখুন। একটি ফ্যান ইনস্টল করুন এবং বাতাস চলাচলের জায়গা রাখুন রাখুন।

(11) বেড়া সেট করুন।

(12) ভেড়াকে অতিরিক্ত শস্য খাওয়ানো থেকে বিরত থাকুন।

(13) আপনার ভেড়াকে লবণ দিন, ভেড়ার জন্য লবণযুক্ত খনিজ উপাদান দরকার।

(14) তাদের টাটকা, পরিষ্কার জল সরবরাহ করুন।

(15) খড় বৃষ্টিপাত থেকে দূরে সংরক্ষণের করুন এবং খড় মাটি ছাড়ানোর আগে শুকানো উচিত। যদি খড় স্যাঁতসেঁতে হয়ে যায় তবে এটি আবার শুকিয়ে এবং বিছানায় ব্যবহার করতে হবে।

See also  খামারের মশা তাড়ানোর উপায়? আপনার ফার্ম থেকে কিভাবে মশাকে দূরে রাখবেন? গরুর ছাগলের ভেড়ার খামার
(16) বছরে কমপক্ষে একবার ভেড়ার পশম বড় হলে কাঁচি বা মেশিন দিয়ে ছোট করে ফেলা উচিৎ। এতে ভেড়া যেমন স্বাচ্ছন্দ্য বোধ করে তেমনি উৎপাদনও বৃদ্ধি পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright Notice

কপি করা নিষিদ্ধ!