নাস্তিক মুক্তমনার প্রশ্ন ও তার উত্তর :-
🛑মানুষ ও জ্বিন সৃষ্টি হয়েছে আল্লাহর ইবাদতের জন্য কিন্তু আল্লাহ আবার অমুখাপেক্ষী। আল্লাহ কি নিজেই নিজের কথার উলটো বললেন না?
বিস্তারিত প্রশ্ন –
কুরআন ২:২১, ৫১:৫৬ এ বলছে মানুষের উচিত আল্লাহকে ইবাদত করা। কিন্তু ৩:৯৭ বা ৩৫:১৫ বলে, আল্লাহর কোন কিছুরই প্রয়োজন নেই মানুষ বা জ্বিনের কাছ থেকে। তিনি সকল প্রয়োজন থেকে মুক্ত।
২:২১
“হে মানব সমাজ! তোমরা তোমাদের পালনকর্তার এবাদত কর, যিনি তোমাদিগকে এবং তোমাদের পূর্ববর্তীদিগকে সৃষ্টি করেছেন।”
৫১:৫৬
“আমি জ্বিন ও মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদাত করার জন্য।”
৩:৯৭
” আল্লাহ সারা বিশ্বের কোন কিছুরই পরোয়া করেন না।”
৩৫:১৫
“হে মানুষ, তোমরা আল্লাহর গলগ্রহ। আর আল্লাহ; তিনি অভাবমুক্ত, প্রশংসিত।”
কুরআন বা আল্লাহ কি নিজেই নিজের কথার উলটো বললেন না?
🔷উত্তর :-
আল্লাহ তাআলা তার অসীম ক্ষমতা বলে মানুষ , জ্বীন ও অন্য সব কিছু সৃষ্টি করেছেন। তাদের জীবণ ধারণের সকল ব্যবস্থা করেছেন। প্রতি মূহুর্ত মানুষ নানা নিআমত ভোগ করছে আল্লাহর দেওয়া। তাই আল্লাহর প্রশংসা করা ও ইবাদত করা মানুষের কাজ। মানুষ ও জ্বিন আল্লাহর ইবাদত করবে কেবল নিজেদের উপকারের জন্য। আল্লাহ কারো মুখাপেক্ষী নন। তাই কেউ তার ইবাদত করুক বা না করুক আল্লাহর কিছু যায় আসে না। যারা আল্লাহর নিআমতের কথা স্বীকার করে আল্লাহর ইবাদত করবে তারা এজন্য পৃরস্কার পাবে। আর যারা এই নিআমত অস্বীকার করে আল্লাহকেই অস্বীকার করবে তারা শাস্তি পাবে।
মূলত আয়াতগুলোর মধ্যে কোন পরস্পর বিরোধীতা নেই। আল্লাহ কারো মুখাপেক্ষী নন আর জ্বিন ও মানুষ আল্লাহর ইবাদত করবে নিজেদের স্বার্থেই।