বিষয়: মামলা-মোকদ্দমা, সাক্ষ্য ও বিচার সংক্রান্ত মাসআলা মাসায়েল।
হ্যাশট্যাগ: #মামলা-মোকদ্দমা, সাক্ষ্য ও বিচার সংক্রান্ত মাসআলা মাসায়েল।
মামলা-মোকদ্দমা, সাক্ষ্য ও বিচার সংক্রান্ত মাসআলা মাসায়েল
* মিথ্যা মামলা-মোকদ্দমা করা, মিথ্যা সাক্ষ্য দেয়া কঠোর ভাবে নিষিদ্ধ মিথ্যা মামলা-মোকদ্দমা করে অর্জিত সম্পদ নিজের হয়ে যায় না- তা ভোগ করা নাজায়েয ও হারাম।
* যখন কোন ব্যাপারে কাউকে সাক্ষ্য দেয়ার জন্য ডাকা হয়, তখন সে বিষয় সম্পর্কে তার বিশুদ্ধভাবে জানা থাকলে সে সাক্ষ্য দিতে অস্বীকার করবে না- শরী‘আত সম্মত ওজর ব্যতীত সাক্ষ্য দিতে অস্বীকার করা গোনাহ। পক্ষান্তরে সাক্ষীকে বার বার ডেকে বা সে যাতায়াত বা খরচ চাইলে তা না দিয়ে বা অন্য কোন ভাবে তাকে বিব্রত করাও গোনাহ।
* কোন নারীকে বিচারক নিয়োগ করা জায়েয নয়। তবে হযরত ইমাম আবূ হানীফা (রহঃ)-এর মতে যে ক্ষেত্রে নারীর সাক্ষ্য জায়েয শুধু সেরূপ ক্ষেত্রের জন্য নারীকে বিচারক নিয়োগ করা যায়।
* বিচারকের জন্য বাদী/বিবাদী থেকে বা অধীনস্ত আমলাদের থেকে কোন হাদিয়া-তোফা গ্রহণ করা বৈধ নয়। সংশ্লিষ্ট মোকদ্দমা নিষ্পত্তি হওয়ার পূর্বে বাদী/বিবাদীর দাওয়াত গ্রহণ থেকেও বিচারককে বিরত থাকতে হবে।
* বিচারকের জন্য মাতা-পিতা বা সন্তানের পক্ষে কোন রায় দেয়ার অনুমতি নেই, কেননা এতে পক্ষপাতিত্বের অভিযোগ উঠতে পারে। তবে তাদের বিপক্ষে ন্যায়সঙ্গত ভাবে রায় দিতে পারবে।
* বিচারকের জন্য বিনা ওজরে কোন মামলার রায় প্রদানে বিলম্ব করা জায়েয নয়।
* বিবাদী উপস্থিত থাকলে তার বক্তব্য না শুনে রায় প্রদান করা বৈধ নয়।
* বাদী বিবাদী কোন পক্ষের বক্তব্য শ্রবণে কোনরূপ পক্ষপাতিত্ব করা বৈধ নয়- উভয় পক্ষের বক্তব্যই সমান আন্তরিকতার সাথে শ্রবণ করা দায়িত্ব।
* রাগের অবস্থায় বিচার করা ও রায় প্রদান করা নিষিদ্ধ।
সমাপ্ত: মামলা-মোকদ্দমা, সাক্ষ্য ও বিচার সংক্রান্ত মাসআলা মাসায়েল।
সূত্র: আহকামে জিন্দেগী।