Skip to content

 

Wait...❤😘 Show love? ⬇⬇⬇

ঘর সাজানো গোছানো ও পরিষ্কার পরিচ্ছন্নতার মাসআলা মাসায়েল

ঘর সাজানো গোছানো ও পরিষ্কার পরিচ্ছন্নতার মাসআলা মাসায়েল

ঘর সাজানো গোছানো ও পরিষ্কার পরিচ্ছন্নতার মাসআলা মাসায়েলঃ

* ঘর এবং ঘরের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সুন্নাত।

* বিনা প্রয়োজনে মাকড়সা মারা অনুচিত, তবে তার জাল ভেঙ্গে ঘর পরিষ্কার করা যাবে।

* পিপড়া, ছারপোকা ইত্যাদি কোন প্রাণী আগুন দ্বারা পুড়িয়ে মারা নিষেধ। একান্ত ঠেকা অবস্থায় গরম পানি দিয়ে ছারপোকা তাড়ানো যায়।

* টিকটিকি ও গিরগিটি মারা ছওয়াবের কাজ।

* ঘরের জিনিসপত্রগুলো যথাস্থানে গুছিয়ে রাখা সাংসারিক সুব্যবস্থার অন্যতম কাজ ৷

* প্রাণীর ফটো বা মূর্তি রাখা হারাম। কোন বুযুর্গ বা গুরুজনের ফটোর বেলায়ও একই হুকুম। যে ঘরে ফটো বা মূর্তি থাকে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না।

* রাতের বেলায় ঘর ঝাঁট দেয়ায় কোন দোষ নেই।

* আয়না বা কোন প্লেটে লিখিত আল্লাহ, রাসূলের নাম, কালিমা, আয়াত সৌন্দর্যের নিয়তে রাখা বে-আদবী। তবে বরকতের নিয়তে রাখাতে অসুবিধা নেই।

* ঘরের দরজা জানালায় পর্দা দিবে শরী’আতের পর্দার হুকুম পালন করার নিয়তে, সৌন্দর্যের নিয়তে নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright Notice

কপি করা নিষিদ্ধ!