Skip to content

 

বাড়ী/গৃহ নির্মাণ সম্পর্কিত নীতিমালা ও মাসআলা মাসায়েল

বাড়ীগৃহ নির্মাণ সম্পর্কিত নীতিমালা ও মাসআলা মাসায়েল

বিষয়: বাড়ী/গৃহ নির্মাণ সম্পর্কিত নীতিমালা ও মাসআলা মাসায়েল।
হ্যাশট্যাগ: #বাড়ী/গৃহ নির্মাণ সম্পর্কিত নীতিমালা ও মাসআলা মাসায়েল।

বাড়ী/গৃহ নির্মাণ সম্পর্কিত নীতিমালা ও মাসআলা মাসায়েল

* উত্তম প্রতিবেশী দেখে তার পাশে বাড়ী/গৃহ নির্মাণ করতে হবে। তাহলে সে বাড়ীতে বসবাস শান্তিদায়ক হবে।

* হারাম অর্থে বাড়ী/গৃহ বানাবে না। হারাম অর্থে নির্মিত বাড়ী/গৃহে বসবাস করা মাকরূহ তাহরীমী।

* সূদ ভিত্তিক লোন নিয়ে বাড়ী/গৃহ নির্মাণ করা নাজায়েয, তাহলে সে বাড়ী/গৃহে বরকত হবে না।

* গৃহ নির্মাণের সময় নিয়ত রাখতে হবে যে, এতে আল্লাহর ইবাদত করা যাবে এবং শীত গ্রীষ্ম থেকে রক্ষা ও ইজ্জত আবরু ইত্যাদি হেফাযত করা যাবে।

* ঘর বা বিল্ডিংয়ের প্রতি তলা যতটুকু উঁচু হলে প্রয়োজন সম্পন্ন হয় তার চেয়ে বেশী উঁচু না করা সুন্নাত।

* ঘর/বিল্ডিংয়ে কোন প্রাণীর ছবি/মূর্তি বানানো নিষেধ।

* বাড়ী/গৃহে পেশাব-পায়খানা, গোসলখানা ও উযূখানা বানানো সুন্নাত।

* পেশাব-পায়খানার স্থান এমনভাবে বানাবে যেন বসতে গিয়ে কেবলার দিকে মুখ বা পিঠ না হয় এবং যেন বসে পেশাব করা যায়।

* বাথরূমে পেশাব পায়খানার স্থান ও উযূ গোসলের স্থানের মধ্যে দেয়াল বা পার্টিশন দিয়ে আলাদা করে নিবে, যাতে উযূ গোসলের সময় দোয়াগুলি পড়া যায় ৷ আলাদা না থাকলে উযূ গোসলের স্থানকেও পেশাব পায়খানার ঘরের অন্তর্ভুক্ত ধরা হবে এবং সেখানে দোয়া দুরূদ পড়া বা আল্লাহর নাম উচ্চারণ করা যাবে না।

* উযূর স্থান এমনভাবে বানাবে যেন উযূর জন্য উঁচুতে কেবলামুখী হয়ে বসে উযূ করা যায়।

* কোন রূমের পশ্চিম দেয়ালে বেসিন লাগাবে না। কেননা বেসিনে কফ, থুথুও ফেলা হয়ে থাকে; তাই পশ্চিম দেয়ালে বেসিন লাগালে কেবলামুখী হয়ে কফ থুথু ফেলানো হবে, যা বেআদবী। থুকদানী রাখার ব্যাপারেও এদিকে খেয়াল রাখবে। একান্তই যদি পশ্চিম দেয়ালে এগুলো থাকে তাহলে কফ থুথু ফেলার সময় মাথা নীচু করে নিবে, তাহলে বে-আদবী থেকে রক্ষা পাওয়া যাবে।

* বাড়ি/গৃহে মেহমানখানা বা গেষ্টরূম রাখাও সুন্নাত।

* মেহমানখানা যথাসম্ভব এমনস্থানে বা এমন পার্শ্বে রাখবে, যেখানে গায়র মাহরাম পুরুষেরা ঘরের মহিলাদের স্বাভাবিক আওয়াজ শুনতে না পায় বা মহিলাদের পর্দার ব্যাঘাত না ঘটে।

* যথাসম্ভব গৃহ বা দেয়াল এমনভাবে বানানো, যাতে অহেতুক প্রতিবেশীর বাতাস বন্ধ হয়ে না যায়।

সমাপ্ত: বাড়ী/গৃহ নির্মাণ সম্পর্কিত নীতিমালা ও মাসআলা মাসায়েল।
সূত্র: আহকামে জিন্দেগী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright Notice

কপি করা নিষিদ্ধ!