বিষয়: কুড়িয়ে/পড়ে পাওয়া জিনিসের মাসায়েল।
হ্যাশট্যাগ: #কুড়িয়ে/পড়ে পাওয়া জিনিসের মাসায়েল।
কুড়িয়ে/পড়ে পাওয়া জিনিসের মাসায়েল
* কোথাও পথে কোন পড়ে পাওয়া টাকা/পয়সা বা জিনিস পেলে যদি আশংকা হয় যে, সে না উঠালে কোন দুষ্টলোক পেলে তা আৱসাৎ করে ফেলবে এবং মালিককে দিবে না, তাহলে তা উঠানোও ওয়াজিব এবং মালিককে খুঁজে পৌঁছে দেয়াও ওয়াজিব।
* কোন পড়ে পাওয়া টাকা/পয়সা বা বস্তু উঠানোর পর ঐ পরিমাণ টাকা/পয়সা বা বস্তুর জন্য মালিকের যতদিন বা যতক্ষণ তালাশ করার সম্ভাবনা থাকে ততদিন বা ততক্ষণ পর্যন্ত সাধ্য অনুসারে লোক সমাগমের স্থলে ঘোষণা দিতে থাকবে। মালিককে পাওয়া গেলে বা তার ওয়ারিশদেরকে পাওয়া গেলে এবং মালের পরিচয় বলতে পারলে তৎক্ষণাৎ দিয়ে দিবে। আর না পাওয়া গেলে এবং পাওয়ার কোন আশা না থাকলে ঐ টাকা/পয়সা বা বস্তু কোন গরীব দুঃখীকে দান করে দিবে। তবে সে নিজে গরীব হলে নিজেও তা ব্যবহার ও ভোগ করতে পারবে। কিন্তু গরীবকে দেয়ার পর বা নিজের গরীব হওয়ার কারণে নিজেই ব্যবহার করার পর যদি মালিক এসে দাবী করে তাহলে মালিক সেই টাকা/পয়সা বা বস্তুর মূল্য ফেরত নিতে পারবে। অবশ্য সে যদি দাবী পরিত্যাগ করে তাহলে খয়রাতের ছওয়াব সে-ই পাবে।
* পড়ে পাওয়া জিনিস উঠানোর পর মালিককে তালাশ করা কষ্টকর মনে করে আবার যেখানকার জিনিস সেখানে ফেলে আসা জায়েয হবে না; বরং উঠানোর পর মালিককে তালাশ করা ওয়াজিব হয়ে যায়।
* বাগানের মধ্যে নারিকেল, সুপারী, আম, তাল ইত্যাদি পড়ে থাকলে মালিকের বিনা অনুমতিতে তা উঠানো এবং ভক্ষণ করা হারাম। অবশ্য যদি একটা বরই বা বুট ছোলা ইত্যাদি এমন কোন সামান্য জিনিস হয়, যা কেউ নিলে বা খেয়ে ফেললে মালিক মনে কোন কষ্ট পায় না- এরূপ জিনিস উঠিয়ে নেয়া, খাওয়া বা ব্যবহার করা জায়েয আছে।
* হাঁস মুরগি বা কোন পালিত পাখী যদি কারও বাড়ীর মধ্যে এসে পড়ে এবং সে তা ধরে রাখে, তাহলে মালিককে তালাশ করে দিয়ে দেয়া ওয়াজিব।
সমাপ্ত: কুড়িয়ে/পড়ে পাওয়া জিনিসের মাসায়েল।
সূত্র: আহকামে যিন্দেগী।