বিষয়: মুসলিম হিসেবে, একজন সাধারণ মুসলমানের ও একজন অমুসলমানের প্রতি কর্তব্য, তাদের হক বা অধিকার।
হ্যাশট্যাগ: #সাধারণ মুসলমানের প্রতি কর্তব্য #সাধারন মুসলিমের হক বা অধিকার #অমুসলমানের প্রতি কর্তব্য। #অমুসলিমের হক বা অধিকার।
সাধারণ মুসলমানের প্রতি কর্তব্য/তাদের হক বা অধিকার
১. কোন মুসলমান পীড়িত হলে তার শুশ্রুষা করা।
২. কোন মুসলমানের মৃত্যু হলে তার কাফন-দাফনে শরীক হওয়া।
৩. মহব্বত করে দাওয়াত দিলে তা গ্রহণ করা (যদি দাওয়াত গ্রহণে অন্য কোন বাধা না থাকে)। কোন মুসলমান ডাকলে তার ডাকে সাড়া দেয়া কর্তব্য।
৪. কোন হাদিয়া-তোহফা দিলে তা গ্রহণ করে তার মনস্তুষ্টি করা।
৫. হাঁচি দিয়ে ‘আলহামদু লিল্লাহ’ বললে তার জবাব দেয়া।
৬. কোন মুসলমানকে দেখলে সালাম দেয়া।
৭. কোন মুসলমান কোন কাজে আঁটকে গেলে সকলে মিলে তার কাজ উদ্ধার করে দেয়া।
৮. মুসলমানদের বিবি এবং সন্তানাদির জীবন ও সম্মান রক্ষা করা।
৯. কোন মুসলমান যদি কোন বিষয়ে ন্যায্য কছম খেয়ে বসে, তাহলে তা পূর্ণ করা ও রক্ষা করার জন্য সকলে চেষ্টা করা।
১০. মজলূম মুসলমানের সাহায্যে এগিয়ে আসা এবং জালেমকে বাধা দেয়া।
১১. মুসলমানকে ভালবাসা।
১২. নিজের জন্য যা ভালবাসা হয় প্রত্যেক মুসলমানের ব্যাপারে অনুরূপ কামনা করা এবং তদ্রূপ ব্যবহার করা।
১৩. কোন কারণে কোন মুসলমানের সাথে দ্বন্দ্ব-কলহ হয়ে গেলে তিন দিনের বেশী তা টিকিয়ে না রাখা বরং আপোষ মীমাংসা করে ফেলা।
১৪. দুইজন মুসলমানের মধ্যে দ্বন্দ্ব-কলহ হয়ে গেলে তা মিটিয়ে দেয়া সকলের উপর ওয়াজিব।
১৫. কোন মুসলমান কোন সুপারিশ করলে যথাসম্ভব তা গ্রহণ করা এবং কোন আশা করে এলে যথাসম্ভব তাকে নিরাশ বা বঞ্চিত না করা।
অমুসলমানের প্রতি কর্তব্য/অমুসলিমের হক বা অধিকার
হিন্দু, বৌদ্ধ, ইহুদী, খৃষ্টান প্রভৃতি অমুসলমানগণ ইসলাম ধর্মের অনুসারী না হলেও তারাও মানুষ এবং মানুষ হিসেবে তাদের কিছু হক রয়েছে। যেমনঃ
১. অন্যায় ভাবে কারও জানে কষ্ট না দেয়া।
২. কারও সম্পদের ক্ষতি না করা।
৩. অন্যায় ভাবে কারও মন্দ না বলা, গালি-গালাজ না করা।
৪. সমালোচনার ক্ষেত্রে ভারসাম্যতা রক্ষা করা।
৫. তাদের জীবন বিপন্ন হতে দেখলে তা থেকে রক্ষা করা।
৬. অভাব-অনটন, রোগ-শোক ও বিপদ আপদে সহযোগিতা করা।
৭. শরী’আতের আইন অনুসারে কেউ শাস্তির উপযুক্ত হলে ন্যায্য বিচার করা।
সমাপ্ত: মুসলিম হিসেবে, একজন সাধারণ মুসলমানের ও একজন অমুসলমানের প্রতি কর্তব্য, তাদের হক বা অধিকার।
সূত্র: আহকামে যিন্দেগী।