বিষয়: মেহেদী ব্যবহারের হুকুম ও কলপ ব্যবহার (খেযাব) সম্পর্কিত মাসায়েল।
হ্যাশট্যাগ: #মেহেদী ব্যবহারের হুকুম #কলপ ব্যবহার (খেযাব) সম্পর্কিত মাসায়েল।
মেহেদী ব্যবহারের হুকুম ও কলপ ব্যবহার (খেযাব) সম্পর্কিত মাসায়েলঃ
* নারীদের জন্য হাতে এবং পায়ে মেহেদী লাগানো মোস্তাহাব। কেউ কেউ পায়ে মেহেদী লাগানোকে খারাপ মনে করেন এই যুক্তিতে যে, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িতে মেহেদী লাগাতেন, অতএব তা পায়ে লাগানো বে-আদবী- এ যুক্তি ঠিক নয়। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িতে তেল লাগাতেন, তাই বলে কি পায়ে তেল লাগানো বে-আদবী হবে?
* অন্ততঃ হাত পায়ে নখে মেহেদী লাগালেও চলবে।
* পুরুষদের হাতে পায়ে মেহেদী লাগানো নিষেধ। তবে চিকিৎসা হিসেবে লাগানো জায়েয আছে।
* পুরুষের জন্য দাড়ি ও চুলে খেযাব লাগানো মোস্তাহাব। কাল ব্যতীত যে কোন রংয়ের খেযাব (কলপ) লাগানো যায়, তবে মেহেদী দিয়ে লাল রংয়ের খেযাব করা সুন্নাত। চুলের কাল রংয়ের সাথে মিলে যায় এমন কাল রংয়ের কলপ লাগানো মাকরূহ, কারণ এতে মানুষকে নিজের বয়স সম্পর্কে ধোঁকা দেয়া হয়। তবে যুদ্ধ ক্ষেত্রে শত্রুর মনে ভীতি সৃষ্টির জন্য এরূপ করা প্রশংসনীয়। হযরত ইমাম আবূ ইউসুফ (রহঃ)-এর মতে স্ত্রীর কাছে নিজেকে আকর্ষণীয় করে তোলার উদ্দেশ্যেও কাল রংয়ের কলপ লাগানো যায়।
(رد المحتار ج ۲ ، فقہ الحدیث ، جواہر الفقہ جہ۲٫ تعلیم الدین )
সমাপ্ত: মেহেদী ব্যবহারের হুকুম ও কলপ ব্যবহার (খেযাব) সম্পর্কিত মাসায়েল।
সূত্র: আহকামে যিন্দেগী।