রমজানের রোজা কত হিজরীতে ফরজ হয়েছে?
দ্বিতীয় হিজরিতে রমজানের রোজা ফরজ হয়েছে।
রমজানের রোজা কখন ফরজ হয়?
২য় হিজরি সনের, রমজান মাসে রোজা পালন ফরজ করা হয়েছে।
রাসুল সাঃ কতবার রমজানের রোজা রেখেছিলেন?
রাসুল সাঃ ৯ বার রমজানের রোজা রেখেছিলেন।
রাসূল সাঃ তার জীবনে কত বছর রমজানের রোজা রেখেছেন?
রাসূল সাঃ তার জীবনে মোট নয় বছর রমজানের রোজা রেখেছেন।
রমজানের রোজা কার উপর ফরজ?
প্রতিটি প্রাপ্তবয়স্ক মুসলমানের জন্য রমযান মাসের প্রতি দিন রোজা রাখা ফরজ, যার অর্থ অবশ্য পালনীয়।
মাহে রমজানের পর সর্বোত্তম নফল রোজা কোনটি?
রাসুলুল্লাহ (সা.) রমজানের রোজার পর আশুরার রোজাকেই সর্বাধিক গুরুত্ব দিতেন।
রমজানের রোজার জন্য নিয়ত করা কী?
রোজা সহিহ হওয়ার জন্য নিয়ত করা শর্ত। নিয়ত হলো, অন্তর দিয়ে কোনো কাজের সংকল্প করা। রোজার ক্ষেত্রে এরূপ সংকল্প করা যে আমি রোজা রাখছি। এতটুকুই যথেষ্ট তবে মুখে উচ্চারণ করা মুস্তাহাব। নিয়ত যে কোন ভাষায় করা যায়।
রমজানের রোজা কখন ফরজ হয়
রাসুল সাঃ কতবার রমজানের রোজা রেখেছিলেন
রাসূল সাঃ কতবার রমজানের রোজা রেখেছিলেন
রাসূল সাঃ তার জীবনে কত বছর রমজানের রোজা রেখেছেন
রমজানের রোজা কার উপর ফরজ
রাসুল সাঃ কত বছর রমজানের রোজা রেখেছিলেন