Skip to content

 

শব্দজোড় কি? (200+) শব্দজোড় mcq answer + জোড়া শব্দ উদাহরণ।

শব্দজোড় কি? (200+) শব্দজোড় mcq answer + জোড়া শব্দ উদাহরণ

শব্দজোড় কি?

বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে, যেগুলোর উচ্চারণ এক অথবা প্রায় এক, কিন্তু অর্থ ভিন্ন; এমন যুগল শব্দকে শব্দজোড় বলে। অধিকাংশ ক্ষেত্রে এদের বানান ভিন্ন হয়, তবে উচ্চারণ এক হওয়ায় কানে শুনে এদের পার্থক্য করা যায় না। বাক্যে ব্যবহৃত হলে প্রসঙ্গ বিবেচনায় এসব শব্দের পার্থক্য বোঝা যায়।

শব্দজোড় mcq answer + জোড়া শব্দ উদাহরণঃ

নিচে কিছু শব্দজোড় mcq answer ও শব্দজোড়ের উদাহরণ উল্লেখ করা হলো।

অকুল – নীচ বংশ
অকূল – তীরহীন
অণু – ক্ষুদ্রতম অংশ
অনু – পশ্চাৎ
অনিষ্ট – ক্ষতি
অনিষ্ঠ – নিষ্ঠাহীন
অন্ত্য – শেষ
অন্তঃ – ভিতর
অন্ন – ভাত
অন্য – অপর
অন্যান্য – অপরাপর
অনন্য – একক
অপচয় – ক্ষতি
অবচয় – চয়ন
অপত্য – সন্তান
অপথ্য – যা পথ্য নয়
অবগত – জানা
অপগত – দূরীভূত
অবদান – কীর্তি
অবধান – মনোযোগ
অবিনীত – উদ্ধৃত
অভিনীত – অভিনয় করা
অবিরাম – অনবরত
অভিরাম – সুন্দর
অবিহিত – অন্যায়
অভিহিত – কথিত
অর্থ – দাম
অর্ঘ্য – পূজার উপকরণ
অশক্ত – অক্ষম
অসক্ত – নির্লিপ্ত
অশ্ব – ঘোড়া
অশ্ম – পাথর
আঁশ – তন্তু
আঁষ – আমিষ
আদা – মসলাবিশেষ
আধা – অর্ধেক
আপণ – দোকান
আপন – নিজ
আবরণ – আচ্ছাদন
আভরণ – অলংকার
আবৃতি – আবরণ
আবৃত্তি – কবিতা পাঠ
আভাস – ইঙ্গিত
আবাস – বাসস্থান
আশা – আকাঙ্ক্ষা
আসা – আগমন
আসক্তি – অনুরাগ
আসত্তি – নৈকট্য
ইস্ত্রি – ধোপার যন্ত্র
স্ত্রী – পত্নী
উদ্যত – প্রবৃত্ত
উদ্ধত – অবিনীত
উপাদান – উপকরণ
উপাধান – বালিশ
ওষধি – একবার ফলা গাছ
ঔষধি – ভেষজ উদ্ভিদ
ওষ্ঠ – ওপরের ঠোঁট
ওষ্ঠ্য – ঠোঁট সম্পর্কিত
কটি – কোমর
কোটি – শত লক্ষ
কড়া – আংটা
করা – কৃত
কতক – কিছু
কথক – বক্তা
কপাল – ললাট
কপোল – গাল
কমল – পদ্ম
কোমল – নরম
.
করী – হাতি
কড়ি – অর্থ
কাঁচা – অপক
কাচা – ধোয়া
কাঁচি – কান্তে
কাছি – মোটা দড়ি
কাঁটা – কণ্টক
কাটা – কৰ্তন
কাঁদা – ক্রন্দন
কাদা – পাঁক
কাক – পাখিবিশেষ
কাঁখ – কাঁখাল
কি – ক্রিয়াবিশেষণ
কী – বিশেষণ/সর্বনাম
কিল – মুষ্টির আঘাত
কীল – খিল
কুজন – খারাপ লোক
কূজন – পাখির ডাক
কুট – পর্বত
কূট – জটিল
কুল – বংশ
কূল – তীর
কৃত – যা করা হয়েছে
ক্রীত – কেনা
কৃতজ্ঞ – উপকার স্বীকারকারী
কৃতঘ্ন – উপকারীর ক্ষতিকারী
কৃতি – কাজ
কৃতী – কর্মকুশল
ক্রোড় – কোল
ক্রোর – কোটি
খড় – তৃণ
খর – তীব্র
খদ্দর – কাপড়
খদ্দের – গ্রাহক
খরা – রৌদ্র
ক্ষরা – ক্ষরণ
খুর – পশুর পায়ের অংশ
ক্ষুর – কামানোর অস্ত্র
গর্ব – অহংকার
গৰ্ভ – পেট
গা – শরীর
গাঁ – গ্রাম
গাথা – কাহিনি
গাঁথা – গ্রন্থন
গাধা – গর্দভ
গাঁদা – ফুলবিশেষ
গোড়া – মূল অংশ
গোঁড়া – রক্ষণশীল
ঘড়া – বড় কলসি
গড়া তৈরি করা
ঘর – বাসগৃহ
গড় – তৈরি করা
ঘোড়া – অশ্ব
ঘোরা – ঘূর্ণন
চড় – চপেটাঘাত
চর – ভূমিবিশেষ
চারা ছোটো গাছ
চাড়া – জেগে ওঠা
চির – দীর্ঘ
চীর – ছিন্নবক্স
চুর – নেশাগ্রস্ত
চুর – চূর্ণ
চ্যূত – আম
চ্যুত – স্খলিত
ছাঁদ – আকৃতি
ছাদ – চাল
ছাড় – ত্যাগ
ছার – অধম
ছোঁড়া – বালক
ছোরা – ছুরি
জড় – অচেতন
জ্বর – রোগবিশেষ
জমক – সমারোহ
যমক – জোড়া
জলা – জলাশয়
জ্বলা – পোড়া
জাম – ফলবিশেষ
যাম – প্রহর
জাল – ফাঁদ
জ্বাল – অগ্নিশিখা
জালা – মাটির বড়ো পাত্র
জ্বালা – যন্ত্রণা
জিভ – জিহ্বা
জীব – প্রাণী
জোর – শক্তি
জোড় – জোড়া
জ্যেষ্ঠ – বড়ো
জ্যৈষ্ঠ – বাংলা দ্বিতীয় মাস
জ্যোতি – আলো
যতি – বিরাম
ঝানু – পাকা
জানু – হাঁটু
ঝুড়ি – চাঙাড়ি
ঝুরি – বটের শিকড়
টিকা – রোগ প্রতিরোধক
টীকা – ব্যাখা
ঠোকা – মৃদু আঘাত
ঠকা – প্রতারিত হওয়া
ডাকা – আহ্বান করা
ঢাকা – আবৃত
ডাল – শাখা
ঢাল – বৰ্ম
ডোল – ধান রাখার পাত্র
ঢোল – বাদ্যযন্ত্র
ঢাক – বাদ্যযন্ত্র
ডাক – যোগাযোগ ব্যবস্থা
তত্ত্ব – গূঢ় অর্থ
তথ্য – জ্ঞাতব্য বিষয়
তড়িৎ – বিদ্যুৎ
ত্বরিত – দ্রুত
তরণী – নৌকা
তরুণী – যুবতী
তারা – নক্ষত্র
তাড়া – তাড়না
তোড়া – গুচ্ছ
তোরা তোমরা
দন্ত – দাঁত
দন্ত্য – দাঁত-বিষয়ক
দার – স্ত্রী
দ্বার – দরজা
দারা – স্ত্রী
দ্বারা দিয়ে
দিন – দিবস
দীন – দরিদ্র
দীপ – প্রদীপ
দ্বীপ – জলবেষ্টিত ভূখণ্ড
দূতী – নারী সংবাদবাহক
দ্যুতি – আলো
দৃপ্ত – বলিষ্ঠ
দীপ্ত – উজ্জ্বল
দেশ রাজ্য
দ্বেষ – হিংসা
ধরণ – ধরা
ধরন – প্রকার
ধাতৃ – বিধাতা
ধাত্রী – দাই
ধাপ – সিঁড়ির সোপান
দাপ – দাপট
ধুম – প্রাচুর্য
ধূম – ধোঁয়া
ধোয়া – ধৌত
ধোঁয়া – ধূম্র
নভ – আকাশ
নব – নতুন
নারী – স্ত্রীলোক
নাড়ি – শিরা
নিতি – রোজ
নীতি – নিয়ম
নিত্য – প্রতিদিন
নৃত্য – নাচ 
নিবৃত – আবৃত
নিভৃত – গোপন
নিরস্ত্র – অস্ত্রহীন
নিরস্ত – ক্ষান্ত
নীড় পাখির বাসা
নীর – পানি
পক্ষ – পাখা
পদ্ম – চোখের পাতার লোম
পটল – অধ্যায়
পটোল – সবজিবিশেষ
পটাশ – রাসায়নিকবিশেষ
পটাস – ধ্বন্যাত্মক শব্দ
পদ্য – কবিতা
পদ্ম – কমল
পরা – পরিধান করা
পড়া – পাঠ
পরিচ্ছদ – পোশাক
পরিচ্ছেদ – অধ্যায়
পরিষদ – সভা
পারিষদ – সভাসদ
পাট – উদ্ভিদবিশেষ
পাঠ – পড়া
পানি – জল
পাণি – হাত
পার – তীর
পাড় – প্ৰান্ত
পারা – পারদ
পাড়া – মহল্লা
পারি – সমর্থ হই
পাড়ি – পারাপার
পিঠ – পৃষ্ঠ
পীঠ – স্থান
পিন – আলপিন
পীন – ফুল
পুত – পুত্ৰ
পুত – পবিত্র
পুরি – লুচি
পুরী – নিকেতন
পুরুষ – নর
পরুষ – কঠোর
পূর্বাভাষ – মুখবন্ধ
পূর্বাভাস – পূর্বসংকেত
প্রকার – রকম
প্রাকার – দেয়াল
প্ৰকৃত – যথার্থ
প্রাকৃত – স্বাভাবিক
প্রসাদ – অনুগ্রহ
প্রাসাদ – বড়ো দালান
ফোঁটা – বিন্দু
ফোটা – প্রস্ফুটিত
বর্ষা – ঋতু
বর্শা – অস্ত্রবিশেষ
বা – অথবা
বাঁ – বাম
বাক – কথা
বাঁক – বাঁকা
বাইশ – ২২ সংখ্যা
বাইস – ধারালো যন্ত্র
বাধা – বিঘ্ন
বাঁধা – বন্ধন
বাড়ি –  ঘর
পানি –  বারি-
বাণ – শর
বান – বন্যা
বাণী – কথা
বানি – গয়নার মজুরি
বাদি – ফরিয়াদি
বাদী – মতাদর্শী
বাসি – টাটকা নয়
বাসী – বসবাসকারী
বিচি – বীজ
বীচি – ঢেউ
বিত্ত – ধন
বৃত্ত – গোলাকার
বিনা – ব্যতীত
বীণা – বাদ্যযন্ত্র বিশেষ
বিশ – ২০ সংখ্যা
বিষ – গরল
বিস্মিত – চমৎকৃত
বিস্মৃত – ভুলে যাওয়া
বৃত্ত – বোঁটা
বৃন্দ – সমূহ
বেশি – অনেক
বেশী – বেশধারী
বোঁজা – বন্ধ
বোঝা – ভার
ভজন – প্রার্থনা
ভোজন – আহার
ভাষ – কথা
ভাস – দীপ্তি
ভাষা – কথা
ভাসা ভেসে থাকা
মতি – বুদ্ধি
মোতি – মুক্তা
মরা – মৃত
মড়া – মৃতদেহ
মাস – ৩০ দিন
মাষ – ডাল বিশেষ
মুখ – বদন
মুক – বোবা
মুখপত্র – ভূমিকা
মুখপাত্র – প্রতিনিধি
মূর্খ – জ্ঞানহীন
মুখ্য – প্রধান
মোড়ক – আচ্ছাদনী
মড়ক – মহামারী
যজ্ঞ – উৎসব
যোগ্য – উপযুক্ত
যুগ – কাল
যোগ – মিলন
রতি – পরিমাণ
রথী – রথের আরোহী
লক্ষ – শত সহস্র
লক্ষ্য – উদ্দেশ্য
লণ্ঠন – বাতি
লুণ্ঠন – লুটতরাজ
লেশ – সামান্য
লেস – ফিতা
শক – জাতিবিশেষ
শখ – সাধ
শকল – আঁশ
সকল – সব
সন – বছর
স্বন – শব্দ
শব – লাশ
সব – সকল
শমন – যম
সমন – আদালতের আদেশ
শয্যা – বিছানা
সজ্জা – সাজ
শর – তির
স্বর – সুর
শরণ – আশ্রয়
স্মরণ – স্মৃতি
শশা – ফলবিশেষ
স্বসা – বোন
স্বাদ – আস্বাদ
সাধ – ইচ্ছা
শাদী – বিয়ে
সাদী – অশ্বারোহী
শান্ত – শিষ্ট
সাপ্ত – সসীম
শাপ – অভিশাপ
সাপ – সৰ্প
শারি – স্ত্রী শালিক
সারি – পঙ্ক্তি
শাল – গাছবিশেষ
সাল – বছর
শিকার – মৃগয়া
স্বীকার – অঙ্গীকার
শিল – পাথর
শীল – চরিত্র
শীষ – ধানের মঞ্জরি
শিস – ধ্বনিবিশেষ
শুচি – পবিত্র
সূচি – তালিকা
শোনা – শ্রবণ করা
সোনা – স্বর্ণ
শ্রবণ – কান
স্রবণ – ক্ষরণ
শধু – শাশুড়ি
শুধু – দাড়ি
সর্গ – অধ্যায়
স্বর্গ বেহেশত
সমর্থ – বলবান
সামর্থ্য – যোগ্যতা
সম্প্ৰতি – আজকাল
সম্প্রীতি – সম্ভাব
সাক্ষর অক্ষর সংবলিত
স্বাক্ষর – দপ্তখত
সাধু – সৎ
স্বাদু – স্বাদযুক্ত
হাড় – অস্থি
হার – গলার মালা

Copyright Notice

কপি করা নিষিদ্ধ!