Skip to content

 

শুধু মুসলমানরাই এতো সন্ত্রাসী, টেররিস্ট হয় কেন?

শুধু মুসলমানরাই এতো সন্ত্রাসী, টেররিস্ট হয় কেন?

🛑প্রশ্নঃ শুধু মুসলমানরাই এতো সন্ত্রাসী, টেররিস্ট হয় কেন?

🔷উত্তরঃ ১৯৮০ থেকে ২০০৫ সাল পর্যন্ত পরিসংখ্যানে অ্যামেরিকাতে মাত্র ৬% আক্রমণ হয়েছে মুসলমান চরমপন্থিদের দ্বারা, বাকি ৯৪% আক্রমণ হয়েছে ল্যাটীনো, বামপন্থি চরম পন্থি, ইহুদি চরমপন্থি, কম্যুনিস্ট, এবং অন্যান্য সংগঠন দিয়ে। একই ভাবে ইউরোপে ৯৯.৬% আক্রমনের পেছনে কোন মুসলিম দলের হাত নেই।

যেমন ২০০৬ সালের ইউরোপের পরিসংখ্যান দেখুন। একটি মাত্র আক্রমণ ইসলাম চরমপন্থীদের দ্বারা আর বাকি ৪৯৭ আক্রমণ বিভিন্ন দলের দ্বারা।

এই পরিসংখ্যানগুলো আমেরিকা এবং ইউরোপের সরকারি পরিসংখ্যান থেকে নেওয়া। বিস্তারিত জানতে আর্টিকেলটি পড়ুন।http://www.loonwatch.com/files/2010/01/terrorism-in-europe/

সুতরাং, যারা বলে মুসলমানরাই খালি টেররিস্ট হয়, তারাই শুধু মারামারি, খুনা খুনি করে, কাশ্মীরের উদাহরণ দেয় – তারা আসলে মিডিয়ার মগজ ধোলাইয়ের শিকার, আর কিছু না। টিভিতে যা দেখেন এবং পত্রিকায় যা পড়েন সেটাই বিশ্বাস না করে যথাযথ সরকারী পরিসংখ্যানগুলো পড়ে দেখুন। যেহেতু ইসলাম প্রচার হলে এবং ইসলামিক আইন ব্যবস্থা আসলে পৃথিবীর বেশিরভাগ ধনী এবং খমতাবান মানুষকে তাদের বিশাল সম্পত্তি, অন্যায় ব্যবসা, মদ, জুয়া, নারী সঙ্গ সবকিছু ছেড়ে দিতে হবে, সেহেতু তারা আপ্রান চেষ্টা করে যাচ্ছে মিডিয়া এবং রাজনৈতিক দলগুলোকে হাত করে রেখে যেভাবে সম্ভব ইসলামের নামে অপপ্রচার করে ইসলামকে ঠেকিয়ে রাখার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright Notice

কপি করা নিষিদ্ধ!