Skip to content

 

স্বপ্ন বিষয়ক সুন্নত আদব ও বিধি-নিষেধ সমূহ

স্বপ্ন বিষয়ক সুন্নত আদব ও বিধি-নিষেধ সমূহ

বিষয়: স্বপ্ন বিষয়ক সুন্নত আদব ও বিধি-নিষেধ সমূহ।
হ্যাশট্যাগ: #স্বপ্ন বিষয়ক সুন্নত আদব ও বিধি-নিষেধ সমূহ।

স্বপ্ন বিষয়ক সুন্নত আদব ও বিধি-নিষেধ সমূহঃ

* পছন্দ মত খাব (স্বপ্ন) দেখলে এবং তা বর্ণনা করতে চাইলে মহব্বত রাখে- এমন লোকের নিকট বা কোন আলেমের নিকট বর্ণনা করা সুন্নাত।

* দিনের শুরু ভাগে দুনিয়ার ঝামেলায় মশগুল হওয়ার পূর্বে রাতের স্বপ্ন সম্পর্কে ব্যাখ্যা জেনে নিতে পারলে উত্তম। 

* কোন দুঃস্বপ্ন অর্থাৎ, অপছন্দনীয় বা ভয় ভীতির খাব দেখলে ৫টা আমল করবে, তাহলে কোন ক্ষতি হবে না ইংশাআল্লাহ।

১. স্বপ্ন দেখে চক্ষু খোলার সাথে সাথে তিনবার বাম দিকে থুথু ফেলবে।

২. তিনবার (আউযু বিল্লাহি মিনাশ শায়তানির রজীম ওয়া শাররি হাযিহির রুইয়া) পড়বে। এর অর্থ হলঃ বিতাড়িত শয়তান হতে এবং এই স্বপ্নের অপকারিতা হতে আমি আল্লাহর কাছে পানাহ চাই।

৩. পার্শ্ব পরিবর্তন করে শোবে।

৪. এই স্বপ্নের অপকারিতা থেকে পানাহ চাওয়ার জন্য নিম্নোক্ত দোয়া পড়বে-

اللهم إني أسألك خير هذه الرؤيا وخير ما فيها ، وأعوذبك من شر هذه الرؤيا وشر ما فيها

অর্থঃ হে আল্লাহ, আমি তোমার কাছে এই স্বপ্ন এবং এর অন্তর্নিহিত যা কিছু রয়েছে তার মঙ্গলটা কামনা করি। আর এই স্বপ্ন ও তার মধ্যকার অনিষ্ট থেকে তোমার কাছে পানাহ চাই।

৫. এরূপ দুঃস্বপ্ন কারও নিকট বর্ণনা করবে না।

* কেউ স্বপ্ন বর্ণনা করলে ব্যাখ্যা ভাল মনে হলে তাই বলবে, নতুবা শ্রবণকারী ও ব্যাখ্যাদাতা উভয়েই বলবে। এ অর্থাৎ, ভাল দেখেছেন, ভালই হবে।

সমাপ্ত: স্বপ্ন বিষয়ক সুন্নত আদব ও বিধি-নিষেধ সমূহG
সূত্র: আহকামে যিন্দেগী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright Notice

কপি করা নিষিদ্ধ!