Skip to content

 

স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত – এটা কি যুক্তিসঙ্গত?

স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত - এটা কি যুক্তিসঙ্গত?

🛑প্রশ্নঃ স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত – এটা কি যুক্তিসঙ্গত?

🔷উত্তরঃ স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। এটা সম্পুর্ণ মিথ্যা কথা। হাদীসের নামে বানোয়াট কথা। এটি হাদিস নয়। উপর্যুক্ত এ শব্দ-বাক্যে কোনো হাদীস পাওয়া যায় না। সুতরাং এটিকে হাদীস হিসেবে বলা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright Notice

কপি করা নিষিদ্ধ!