Skip to content

 

হাঁচি দেওয়ার সুন্নত, দোয়া ও আদব

হাঁচি দেওয়ার সুন্নত, দোয়া ও আদব

বিষয়: হাঁচি দেওয়ার সুন্নত, দোয়া ও আদব।
হ্যাশট্যাগ: #হাঁচি দেওয়ার সুন্নত, দোয়া ও আদব।

হাঁচি দেওয়ার সুন্নত, দোয়া ও আদব

* হাঁচি আসলে (আলহামদু লিল্লাহ) পড়ে আল্লাহর শোকর আদায় করবে। যার অর্থঃ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য।

* যে উক্ত (আলহামদু লিল্লাহ) পড়া শুনবে তার জন্য (ইয়ারহামুকাল্লাহ) বলে জবাব দেয়া সুন্নাত। যার অর্থঃ আল্লাহ্ তোমাকে রহমত দান করুন। এবং হাঁচি দাতা এর জবাবে বলবেঃ

يهديكم الله ويصلح بالكم –

অর্থঃ আল্লাহ তোমাদেরকে হেদায়েত করেন এবং তোমাদের অবস্থাকে সংশোধন করে দেন।

* যখন শ্রোতা ব্যস্ততার মধ্যে বা কোন লিপ্ততার মধ্যে থাকবে, তখন হাঁচি দাতার জন্য (আলহামদু লিল্লাহ) আস্তে বলা উত্তম, যাতে (ইয়ারহামুকাল্লাহ) বলে জবাব দিতে গিয়ে শ্রোতার ব্যাঘাত না ঘটে।

* হাঁচি দেয়ার সময় আদব হল হাত বা কাপড় দ্বারা মুখ বন্ধ করে রাখবে, যাতে শব্দ কম হয় এবং মুখ ও নাকের ময়লা কারও গায়ে ছুটে গিয়ে না লাগে।

* বার বার হাঁচি দিলে বার বার আলহামদুলিল্লাহ বলার দরকার নেই, বুঝতে হবে যে তার সর্দি হয়েছে বা হবে।

সমাপ্ত: হাঁচি দেওয়ার সুন্নত, দোয়া ও আদব।
সূত্র: আহকামে জিন্দেগী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright Notice

কপি করা নিষিদ্ধ!