বিষয়: হাই উঠলে করণীয়, হাই উঠলে দোয়া, হাই উঠলে কি বলতে হয়?
হ্যাশট্যাগ: #হাই উঠলে করণীয় #হাই উঠলে দোয়া #হাই উঠলে কি বলতে হয়?
হাই উঠলে করণীয়, হাই উঠলে দোয়া, হাই উঠলে কি বলতে হয়?
* হাই আসলে যথাসাধ্য তা ঠেকাতে চেষ্টা করবে। যদি একান্ত না পারা যায় তাহলে মুখ ঢেকে নিবে 1
* হাই আসলে হাত দিয়ে মুখ ঢাকার নিয়ম হল- বাম হাতের পিঠ মুখের সাথে আর পেট অপর দিকে থাকবে। নামাযে এবং নামাযের বাইরে সব স্থানেই একই হুকুম, তবে নামাযে হাত বাঁধা অবস্থায় থাকলে ডান হাতের পিঠ মুখের দিকে আর পেট বাইরের দিকে রেখে মুখ ঢাকবে ৷
* হাই আসলে হা হা করে জোরে শব্দ করবে না।
* হাই আসলে দোয়া পড়বে- “لاحول ولا قوة الا بالله” , যার উচ্চারণ হলো- “লা হাওয়া ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ”।
সমাপ্ত: হাই উঠলে করণীয়, হাই উঠলে দোয়া, হাই উঠলে কি বলতে হয়?
সূত্র: আহকামে যিন্দেগী।