🛑প্রশ্ন:-
হাওয়া গন্ধম খাওয়াতে গন্ধম গাছের অভিশাপে তার রজস্রাব ও সন্তান প্রসবের কষ্ট হয়। অন্য প্রাণীরা গন্ধম খায় নাই তাহলে একই কষ্ট তাদের কেন হয়?
আদম যদি গন্ধম না খাইত তাহলে স্বর্গেই থেকে যেত। তাহলে আল্লাহ বেহেস্ত দোজখ কেন সৃষ্টি করেছিলেন? তাহলে আদম কি আল্লহর ইচ্ছাতেই গন্ধম খেয়েছে?
আদমকে সৃষ্টি করার উদ্দেশ্য পৃথিবীতে মানুষের পদচারণা ঘটানো, তাহলে তাকে স্বর্গে রাখল কেন?
🔷উত্তর:-
আল্লাহ মানুষকে কোন না কোনভাবে পৃথিবীতে পাঠাতেন। গন্ধম ছিলো উসিলা।
গন্ধম গাছের অভিশাপে রজস্রাব ও সন্তান প্রসবের কষ্ট হয় এটা বাইবেলের কথা, ইসলাম এমন কথা কখনো বলেনি।
আল্লাহ তাকে মাটি থেকে সৃষ্টি করেন। তারপর তার দেহে প্রাণ সঞ্চার করেন। হাওয়াকে সৃষ্টি করা হয় আদমের পাঁজর থেকে। সৃষ্টির পর তাদের আবাস হয় বেহেশত বা জান্নাতে।