Skip to content

 

Wait...❤😘 Show love? ⬇⬇⬇

হাদিয়া প্রদান করার আদব-নিয়ম ও হাদিয়া গ্রহণ করার নিয়ম-পদ্ধতি

হাদিয়া প্রদান করার আদব-তরীকা ও হাদিয়া গ্রহণ করার নিয়ম-পদ্ধতি

বিষয়: হাদিয়া প্রদান করার আদব-নিয়ম ও হাদিয়া গ্রহণ করার নিয়ম-পদ্ধতি।
হ্যাশট্যাগ: #হাদিয়া প্রদান করার আদব-নিয়ম #হাদিয়া গ্রহণ করার নিয়ম-পদ্ধতি।

হাদিয়া প্রদান করার আদব-নিয়ম

* হাদিয়া শুধু মাত্র কোন মুসলমানের মন জয় করার উদ্দেশ্যে এবং মহব্বত থেকে হতে হবে- অন্য কোন প্রকার দুনিয়াবী বা উখরাবী উদ্দেশ্য থাকবে না।

* হাদিয়া পেশ করার পূর্বে বা পরক্ষণে নিজের কোন মতলবের কথা না বলা আদব, এতে হাদিয়ার উদ্দেশ্য সম্পর্কে সন্দেহ সৃষ্টি হবে।

* হাদিয়া গোপনে প্রদান করা আদব। নগদ অর্থ হাদিয়া দিলে মুসাফাহার সময় দেয়া ঠিক নয়।

* নগদ অর্থ ব্যতীত অন্য কিছু হাদিয়া দিলে এমন বস্তু বা এত পরিমাণ দেয়া ঠিক নয়, যা তার পক্ষে গন্তব্যস্থানে বহন করে নিয়ে যাওয়া কষ্টকর হবে। এরূপ করতে হলে তার গন্তব্য স্থানে সেটা পৌঁছে দিয়ে আসবে।

* নগদ অর্থ ব্যতীত অন্য কোন বস্তু হাদিয়া দিলে যাকে দেয়া হবে তার আগ্রহ কিসের প্রতি তা জেনে সেটা দেয়া উত্তম। মোনাছাবাত ও সুসম্পর্ক সৃষ্টি হওয়ার পর হাদিয়া দিবে, অন্যথায় গ্রহণকারীর পক্ষে সংকোচ শরমের কারণ হতে পারে।

* বুযুর্গদের কাছে যেতে হলে হাদিয়া নিয়েই যেতে হবে- এরূপ বাধ্যবাধকতার পেছনে না পড়া চাই।

হাদিয়া গ্রহণ করার নিয়ম-পদ্ধতি

* হাদিয়া গ্রহণ করা সুন্নাত। এই সুন্নাতের উপর আমল করার নিয়তে হাদিয়া গ্রহণ করবে।

* যার সম্পূর্ণ বা অধিকাংশ উপার্জন হারাম, তার হাদিয়া গ্রহণ করা জায়েয নয়। আর নির্দিষ্ট ভাবে যদি জানা থাকে যে, হারাম মাল থেকেই হাদিয়া দেয়া হচ্ছে তাহলেও গ্রহণ করা জায়েয নয়।

* হাদিয়া গ্রহণ করার সাথে সাথে প্রদানকারীর সামনেই সেটা অন্যকে

প্রদান করবে না। তাহলে হাদিয়া প্রদানকারীর অন্তরে আঘাত লাগবে।

* যে বস্তু হাদিয়া প্রদান করা হল তার মূল্য জিজ্ঞাসা করবে না। এতে বস্তুর মূল্য কম হলে হাদিয়া প্রদানকারী তার হাদিয়াকে তুচ্ছ মনে করা হতে পারে ভেবে সংকোচ বোধ করতে পারেন।

* হাদিয়ার বদলা প্রদান করবে। অন্ততঃ তার জন্য তৎক্ষণাৎ মুখে কিছু দোয়া করে দিবে।

* যার মধ্যে হাদিয়ার বদলা পাওয়ার আগ্রহ আছে বোঝা যায়- এরূপ ব্যক্তির হাদিয়া গ্রহণ করবে না। যেমন প্রচলিত বিবাহ-শাদীতে উপঢৌকনের বেলায় এরূপ বোঝা যায়।

সমাপ্ত: হাদিয়া প্রদান করার আদব-নিয়ম ও হাদিয়া গ্রহণ করার নিয়ম-পদ্ধতি।
সূত্র: আহকামে যিন্দেগী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright Notice

কপি করা নিষিদ্ধ!