Skip to content

 

Wait...❤😘 Show love? ⬇⬇⬇

২০২৩ সালের রমজানের ক্যালেন্ডার? ২০২৩ সালের প্রথম রোজা কত তারিখ?

২০২৩ সালের রমজানের ক্যালেন্ডার ২০২৩ সালের প্রথম রোজা কত তারিখ download link
Table of contents

২০২৩ সালের প্রথম রোজা কত তারিখ?

রমযান 2023 (বাংলাদেশ) বৃহস্পতিবার, ২৩ মার্চ সন্ধ্যা থেকে (তারিখ পরিবর্তন হতে পারে)।

২০২৩ সালের রমজানের ক্যালেন্ডার?

এই পোষ্টে ২০২৩ সালের রমজানের ক্যালেন্ডার এর ডাউনলোড লিংক দেওয়া আছে। দেখুন নিচে।

২০২৩ সালের রমজানের ক্যালেন্ডার ২০২৩ সালের প্রথম রোজা কত তারিখ

২০২৩ সালের রমজানের ক্যালেন্ডার প্রথম ১০ দিন রমজানের সময় সূচি 2023 (রহমত)

রমজানতারিখদিনসেহরীইফতার
২৩ মার্চবৃহস্পতিবার০৪ঃ৩৯০৬ঃ১৪
২৪ মার্চশুক্রবার০৪ঃ৩৮০৬ঃ১৪
২৫ মার্চশনিবার০৪ঃ৩৭০৬ঃ১৪
২৬ মার্চরবিবার০৪ঃ৩৬০৬ঃ১৫
২৭ মার্চসোমবার০৪ঃ৩৫০৬ঃ১৫
২৮ মার্চমঙ্গলবার০৪ঃ৩৪০৬ঃ১৬
২৯ মার্চবুধবার০৪ঃ৩২০৬ঃ১৬
৩০ মার্চবৃহস্পতিবার০৪ঃ৩১০৬ঃ১৭
৩১ মার্চশুক্রবার০৪ঃ৩০০৬ঃ১৭
১০১ এপ্রিলশনিবার০৪ঃ২৯০৬ঃ১৮

২০২৩ সালের রমজানের ক্যালেন্ডার ২য় দশ দিন রমজানের সময় সূচি 2023 ( মাগফিরাত)

রমজানতারিখদিনসেহরীইফতার
১১২ এপ্রিলরবিবার০৪ঃ২৮০৬ঃ১৮
১২৩ এপ্রিলসোমবার০৪ঃ২৭০৬ঃ১৯
১৩৪ এপ্রিলমঙ্গলবার০৪ঃ২৬০৬ঃ১৯
১৪৫ এপ্রিলবুধবার০৪ঃ২৫০৬ঃ২০
১৫৬ এপ্রিলবৃহস্পতিবার০৪ঃ২৪০৬ঃ২০
১৬৭ এপ্রিলশুক্রবার০৪ঃ২৩০৬ঃ২১
১৭৮ এপ্রিলশনিবার০৪ঃ২২০৬ঃ২১
১৮৯ এপ্রিলরবিবার০৪ঃ২১০৬ঃ২২
১৯১০ এপ্রিলসোমবার০৪ঃ২০০৬ঃ২২
২০১১ এপ্রিলমঙ্গলবার০৪ঃ১৯০৬ঃ২২

২০২৩ সালের রমজানের ক্যালেন্ডার ৩য় দশ দিন রমজানের সময় সূচি 2023 ( নাজাত)

রমজানতারিখদিনসেহরীইফতার
২১১২ এপ্রিলবুধবার০৪ঃ১৮০৬ঃ২৩
২২১৩ এপ্রিলবৃহস্পতিবার০৪ঃ১৬০৬ঃ২৩
২৩১৪ এপ্রিলশুক্রবার০৪ঃ১৫০৬ঃ২৩
২৪১৫ এপ্রিলশনিবার০৪ঃ১৪০৬ঃ২৪
২৫১৬ এপ্রিলরবিবার০৪ঃ১৩০৬ঃ২৪
২৬১৭ এপ্রিলসোমবার০৪ঃ১১০৬ঃ২৪
২৭১৮ এপ্রিলমঙ্গলবার০৪ঃ১১০৬ঃ২৫
২৮১৯ এপ্রিলবুধবার০৪ঃ১০০৬ঃ২৫
২৯২০ এপ্রিলবৃহস্পতিবার০৪ঃ০৯০৬ঃ২৬
৩০২১ এপ্রিলশুক্রবার০৪ঃ০৮০৬ঃ২৬

২০২৩ সালের রমজানের রোজার নিয়ত

উচ্চারণ : নাওয়াইতু আন আছুমা গাদাম মিন শাহরি রমাজানাল মুবারাকি ফারদাল্লাকা, ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আংতাস সামিউল আলিম।

See also  (+ছবি) রমজান মাসের রোজার নিয়ত আরবিতে + বাংলাতে + বাংলা উচ্চারণ

অর্থ : হে আল্লাহ! আমি আগামীকাল তোমার পক্ষ থেকে পবিত্র রমজানের নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ (নিয়ত) করলাম।

রমজানের রোজার নিয়ত ২০২৩ সালের রমজানের ক্যালেন্ডার? ২০২৩ সালের প্রথম রোজা কত তারিখ? ইসলাম রোজা রোজা

২০২৩ সালের রমজানের ইফতারের দোয়া

উচ্চারণ : বিসমিল্লাহি আল্লাহুম্মা লাকা সুমতু, ওয়া আলা রিযক্বিকা আফত্বারতু।

অর্থ : আল্লাহর নামে (শুরু করছি); হে আল্লাহ! আমি তোমারই জন্যে রোজা রেখেছি এবং তোমারই দেওয়া রিজিক দ্বারা ইফতার করছি। (আবু দাউদ, মিশকাত)

রমজানের ইফতারের দোয়া ২০২৩ সালের রমজানের ক্যালেন্ডার? ২০২৩ সালের প্রথম রোজা কত তারিখ? ইসলাম রোজা রোজা

২০২৩ সালের রমজানের লাইলাতুল কদরের দোয়া

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নাকা আফুয়্যুন; তুহিব্বুল আফওয়া; ফাফু আন্নি।

অর্থ : হে আল্লাহ! আপনি ক্ষমাশীল; ক্ষমা করতে ভালোবাসেন; অতএব আমাকে ক্ষমা করে দিন। (মুসনাদে আহমাদ, ইবনে মাজাহ, তিরমিজি, মিশকাত)

লাইলাতুল কদরের দোয়া ২০২৩ সালের রমজানের ক্যালেন্ডার? ২০২৩ সালের প্রথম রোজা কত তারিখ? ইসলাম রোজা রোজা

২০২৩ সালে রোজা কি মাসে

২০২৩ সালে রোজা মার্চ মাসে।

আপনি কি জানেন ২০২৩ সালের প্রথম রোজা কত তারিখে? ২০২৩ সালের প্রথম রোজা কত তারিখে তা অনেকেই এখনো জানেন না। যেহেতু ২০২৩ সাল এসে গিয়েছে তাই আমাদের এখন ই জানতে হবে ২০২৩ সালের প্রথম রোজা কত তারিখে।

চলুন তাহলে দেখে নেই ২০২৩ সালের প্রথম রোজা কত তারিখে। ২০২৩ সালের প্রথম রোজা কত তারিখে ছাড়াও আপনাকে এই আর্টিকেলের মাধ্যমে আরো জানানো হবে ২০২৩ সালে রোজা কত তারিখে, ২০২৩ সালের রমজানের ক্যালেন্ডার, ২০২৩ সালের আরবি ক্যালেন্ডার, ২০২৩ সালে রোজা কি মাসে তা সম্পর্কে। 

২০২৩ সালের প্রথম রোজা কত তারিখে

২০২৩ সালের প্রথম রোজা বৃহস্পতিবার, ২৩ মার্চ সন্ধ্যা থেকে (তারিখ পরিবর্তন হতে পারে)।

পবিত্র রমজান মাস আমাদের মুসলমানদের জীবনে অতি গুরুত্বপূর্ণ একটি সময়। পুরো এক বছরের মধ্যে এই ১ মাস হলো মুসলমানদের এবাদতের মাস। এই এক মাস অন্য সব কাজ কম করে আল্লাহর এবাদতের বান্দারা বেশি মগ্ন থাকেন। আবার এই এক মাস আমাদের দেশের স্কুল কলেজ ও বন্ধ থাকে। ২০২৩ সালে রোজা কি মাসে তা অনেকেই এখন ও খুঁজে পাচ্ছেন না। 

See also  রোজা সম্পর্কে যত প্রশ্ন

এখন আর ঘরে বসে ক্যালেন্ডার খুঁজে খুঁজে বের করতে হয় না যে ২০২৩ সালে রোজা কি মাসে। আপনি গুগলে ২০২৩ সালে রোজা কি মাসে লিখে সার্চ দিলেই এ ব্যাপারে সব তথ্য পেয়ে যাবেন। ২০২৩ সালে রোজা কি মাসে তা এই আর্টিকেলের মাধ্যমেই আপনাকে জানানো হবে। আশাকরি আর্টিকেলটি পড়ে ২০২৩ সালে রোজা কি মাসে তা বুঝতে পারবেন। 

২০২৩ সালের প্রথম রোজা কত তারিখে, ২০২৩ সালে রোজা কত তারিখে, ২০২৩ সালের রমজানের ক্যালেন্ডার, ২০২৩ সালের আরবি ক্যালেন্ডার টি পরবর্তীতে দেখতে পারবেন। ২০২৩ সালে রোজা কি মাসে, ২০২৩ সালের রমজানের ক্যালেন্ডার, ২০২৩ সালের আরবি ক্যালেন্ডার সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন।

ঈদুল ফিতর ২০২৩ সালের রমজানের ক্যালেন্ডার ডাউনলোড

আপনারা অনেকেই জানতে চেয়েছেন ২০২৩ সালের প্রথম রোজা কত তারিখে বা ২০২৩ সালে রোজা কত তারিখে। এখন আমি আপনাদের বলবো ২০২৩ সালের প্রথম রোজা কত তারিখে বা ২০২৩ সালে রোজা কত তারিখে। ২০২৩ সালের প্রথম রোজা কত তারিখে বা ২০২৩ সালে রোজা কত তারিখে তা সম্পর্কে জানতে চাইলে এই ধাপটি মনোযোগ সহকারে পড়ুন।  

চলুন তাহলে দেখে নেই ২০২৩ সালের প্রথম রোজা কত তারিখে বা ২০২৩ সালে রোজা কত তারিখে। ২০২৩ সালের প্রথম রোজা কত তারিখে এবং ২০২৩ সালে রোজা কত তারিখে: 

২০২৩ সালের ক্যালেন্ডার অনুযায়ী ২৩ শে মার্চ পবিত্র রমজান মাস শুরু হবে এবং ২০ এপ্রিল রমজান মাস শেষ হবে। ২০২৩ সালের প্রথম রোজা কত তারিখে বা  ২০২৩ সালে রোজা কত তারিখে এবং ২০২৩ সালে রোজা কি মাসে আশাকরি তা বুঝতে পেরেছেন। ২০২৩ সালে রোজা কত তারিখে ও ২০২৩ সালে রোজা কি মাসে তা না বুঝলে আবার পড়ুন। 

See also  শাবান মাসের রোজা কয়টি? শাবান মাসে ফজিলত ও শাবান মাসের দোয়া

২০২৩ সালে রোজা কত তারিখে এবং ২০২৩ সালে রোজা কি মাসে  ছাড়াও এরপর ২০২৩ সালের রমজানের ক্যালেন্ডার, ২০২৩ সালের আরবি ক্যালেন্ডার দেখাবো। ২০২৩ সালের রমজানের ক্যালেন্ডার, ২০২৩ সালের আরবি ক্যালেন্ডার টি দেখতে আমাদের সাথেই থাকুন।

২০২৩ সালের রমজানের ক্যালেন্ডার  

২০২৩ সালের রমজানের ক্যালেন্ডার টি দেখলে আপনি আরেকটু ভালো করে বুঝতে পারবেন ২০২৩ সালের প্রথম রোজা কত তারিখে তা সম্পর্কে। এজন্য ২০২৩ সালের রমজানের ক্যালেন্ডার দেখা খুব ই জরুরি। চলুন তাহলে ২০২৩ সালের রমজানের ক্যালেন্ডার টি দেখে নেই। ২০২৩ সালের রমজানের ক্যালেন্ডার: 

২০২৩ সালের রমজানের ক্যালেন্ডার টি দেখে আশাকরি আপনি অনেক উপকৃত হয়েছেন। ২০২৩ সালের রমজানের ক্যালেন্ডার ছাড়াও এরপর আরো দেখতে পারবেন ২০২৩ সালের আরবি ক্যালেন্ডার টি।

২০২৩ সালের আরবি ক্যালেন্ডার  

২০২৩ সালের আরবি ক্যালেন্ডার টি অনেকেই দেখতে চেয়েছেন। ২০২৩ সালের আরবি ক্যালেন্ডার দেখলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন ২০২৩ সালে রোজা কত তারিখে। এজন্য এখন আমি ২০২৩ সালের আরবি ক্যালেন্ডার টি দেখাবো। চলুন তাহলে ২০২৩ সালের আরবি ক্যালেন্ডার টি দেখে নেই। ২০২৩ সালের আরবি ক্যালেন্ডার:  

ক্যালেন্ডারটি দেখে আপনি হয়তো বুঝতে পেরেছেন ২০২৩ সালে রোজা কি মাসে।

সমাপ্তঃ ২০২৩ সালের প্রথম রোজা কত তারিখে 

এই ছিল আমাদের আজকের আর্টিকেল। এই আর্টিকেলের মাধ্যমে আপনাকে বলা হয়েছে ২০২৩ সালের প্রথম রোজা কত তারিখে, ২০২৩ সালে রোজা কত তারিখে, ২০২৩ সালের রমজানের ক্যালেন্ডার, ২০২৩ সালের আরবি ক্যালেন্ডার, ২০২৩ সালে রোজা কি মাসে তা সম্পর্কে। 

আশাকরি আর্টিকেলটি পড়ে আপনি অনেক উপকৃত হয়েছেন। এবং বুঝতে পেরেছেন ২০২৩ সালে রোজা কত তারিখে, ২০২৩ সালে রোজা কি মাসে ২০২৩ সালের আরবি ক্যালেন্ডার, ২০২৩ সালের রমজানের ক্যালেন্ডার। এতক্ষণে খামারিয়ান এর সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই কথা হবে পরবর্তী কোন পোষ্টে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright Notice

কপি করা নিষিদ্ধ!