এই পোষ্টটিতে আমারা জানাবো ২০২৩ সালের শবে মেরাজ, শবে বরাত ও শবে কদর কত তারিখে বা কবে হবে, তাই আশাকরি এই গুরুত্বপূর্ণ সংবাদটি সি করবেন না। (চাদ এর উপর নির্ভর করে এক দিন কম বেশি হতে পারে)
শবে মেরাজ ২০২৩ বাংলাদেশ কত তারিখে? ২০২৩ সালের শবে মেরাজ কবে?
১৮ ফেব্রুয়ারী ২০২৩ পবিত্র লাইলাতুল মিরাজ।
ইসলাম ধর্মমতে লাইলাতুল মেরাজ বা মেরাজের রাত হচ্ছে যে রাতে ইসলামের নবি মুহাম্মদ ঐশ্বরিক উপায়ে ঊর্ধ্বাকাশে আরোহণ করেছিলেন এবং স্রষ্টার সাথে সাক্ষাৎ করেছিলেন। অনেক মুসলমান এবাদত-বন্দেগির মধ্য দিয়ে এই রাতটি উদ্যাপন করেন। আবার অনেক মুসলমান এই রাত উদ্যাপন করেন না বরং এই রাত উদ্যাপন করাকে বিদআত বলেন।
শবে বরাত ২০২৩ কবে হবে? ২০২৩ সালের শবে বরাত কবে?
৭ মার্চ পবিত্র লাইলাতুল বরাত।
শবে বরাত বা মধ্য-শা’বান বা লাইলাতুল বরাত হচ্ছে হিজরী শা’বান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী রাতে পালিত মুসলিমদের গুরুত্বপূর্ণ রাত। উপমহাদেশে এই রাতকে শবে বরাত বলা হয়। ইসলামী বিশ্বাস মতে, এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষভাবে ক্ষমা করেন। বিশ্বের বিভিন্ন স্থানের অনেক মুসলমান নফল ইবাদাতের মাধ্যমে শবে বরাত পালন করেন।
শবে ক্বদর ২০২৩ কবে হবে ? ২০২৩ সালের শবে ক্বদর কবে?
১৭ এপ্রিল লাইলাতুল কদর।
শবে কদর বা লাইলাতুল কদর এর অর্থ “অতিশয় সম্মানিত ও মহিমান্বিত রাত” বা “পবিত্র রজনী”। ফার্সি ভাষায় “শাব” ও আরবি ভাষায় “লাইলাতুল” অর্থ হলো রাত্রি বা রজনী, অন্যদিকে ‘কদর’ শব্দের অর্থ সম্মান, মর্যাদা, মহাসম্মান। এ ছাড়া এর অন্য অর্থ হল ভাগ্য, পরিমাণ ও তাকদির নির্ধারণ করা।