খামারিয়ান.কম এর প্রতিষ্ঠা হয় মার্চ-২০২১ খ্রিষ্টাব্দে।
খামারিয়ান.কম মানুষের জীবনকে সহজ করার জন্য উপকারী কন্টেন্ট তৈরি/প্রচার করে থাকে। কোন বিষয়ে জ্ঞান প্রদান বা সমস্যা সমাধানে সাহায্য করার জন্য তথ্য, ধারণা ও অভিজ্ঞতা শেয়ার করে থাকে।
খামারিয়ান.কম শিক্ষামূলক উদ্দেশ্যে ব্লগ পোস্ট, ছবি, পিডিএফ, অডিও, ভিডিও ও অন্যান্য ফাইল সংগ্রহ ও সরবরাহ করে। এছাড়াও খামারিয়ান.কম ইন্টারনেট থেকে কন্টেন্ট/রিসোর্স সংগ্রহ করে যা ইতিমধ্যেই সর্বজনীন এবং সবার জন্য উপলব্ধ।
খমারিয়ান.কম ওয়াবসাইটে ৪ টা সেকশন বা বিভাগ রয়েছে। তথা:
- খামারিয়ান ব্লগঃ সকল তথ্যের এক ঠিকানা।
https://khamarian.com/blog/ - খামারিয়ান ক্লাবঃ MCQ ও প্রশ্ন ব্যাংক।
https://khamarian.com/club/ - খামারিয়ান নিউজঃ খবর যা ইতিবাচক।
https://khamarian.com/news/
(সাময়িক বন্ধ, কাজ চলছে) - খামারিয়ান ইংলিশঃ বাংলাদেশী ইংরেজি ব্লগ।
https://khamarian.com/en/
(সাময়িক বন্ধ, কাজ চলছে)
খামারিয়ান.কম বিশ্বাস করে প্রত্যক ব্যাক্তির তার নিজস্ব মত, চিন্তা বা দৃষ্টিভঙ্গি প্রকাশ করার অধিকার রয়েছে।
খামারিয়ান.কম এ আপনিও চাইলেই লেখালেখি করতে পারেন বা যে কোন প্রকার ছবি, ভিডিও, ফাইল ইত্যাদি কন্টেন্টও ইন্টারনেটে পাবলিশ করতে পারেন এখানে: khamarian.com/club/add-post অথবা আপানার লিখা পাঠানে পারেন, বা যে কোন প্রকার ছবি, ভিডিও, ফাইল ইত্যাদি কন্টেন্টও পাঠানে পারেন, খামারিয়ান.কম এর প্রকাশের জন্য [email protected] আমাদের এই ইমেইল ঠিকানাতে।
খামারিয়ান.কম এর ব্লগে বর্তমানে 957 টি পোষ্ট রয়েছে, যাহাতে মোট 751,341 গুলো শব্দ লেখা হয়েছে। এছাড়াও 108 টি কমেন্ট, 17 টি ক্যাটাগরি, টি সাব-ক্যাটাগরি/ট্যাগ এবং 2,639 টি ছবি, পিডিএফ ও অন্যান্য ফাইল বিদ্যমান রয়েছে।
খামারিয়ান.কম তিন ধরণের কন্টেন্ট তৈরি কের থাকে- (১) টেক্সট বেইজড কন্টেন্ট, (২) ইমেজ বেইজড কন্টেন্ট এবং (৩) ভিডিও বেইজড কন্টেন্ট।
আমরা অনেক শ্রম, মেধা ও প্রচুর সময় খরচ করে ‘বিনামূল্যে’ আপনাদের কন্টেন্ট সরবরাহ করি। বিনিময়ে আমরা শুধু চাই কোন পোষ্ট ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে সোস্যাল মিডিয়াতে শেয়ার করবেন।
খামারিয়ান.কম কে স্মরণে রাখবেন। আমরা চাই খামারিয়ানকে ব্লগকে, বাংলাদেশের সবচেয়ে বড় নির্ভযোগ্য তথ্য ভান্ডার হিসেবে তৈরি করতে। আশা করে আপনিও খামারিয়ানের সাথেই থাকবেন।
খামারিয়ানের সাথেই থাকাুন। ধন্যবাদ।

(khamarian.com website logo)

(Khamarian registered tradmark logo)

খামারিয়ান ব্লগ; খামারিয়ান ক্লাব; খামারিয়ান নিউজ; খামারিয়ান ইংলিশ;

(Khamarian.com color codes)

(khamarian.com banner)