
সূচনা:
আমাদের প্রাত্যহিক জীবনে ও ইন্টারনেট এখন ওতপ্রোতভাবে জড়িয়ে। আমরা যারা ফার্মিং এর সাথে সংশ্লিষ্ঠ অনেক সময় এই ফার্মিং সম্পর্কে কিছু বিষয়ে জানার জন্য বা শেখার অন্য ইন্টারনেটে সার্স করলে অনেক সময় আমরা সঠিক বিষয়টি আমরা খুজে পাই না।
কিছু কিছু সময় পেয়ে থাকি অপ্রসংগিক কন্টেন্ট, কিছু কিছু সময় পাই কঠিন ও অনুবাদ নির্ভর কন্টেন্ট, কিছু কিছু আসে মান হীন কন্টন্টেন। বাংলাদেশসহ বিভিন্ন দেশের মিলিয়ে বাংলায় সার্চ করা মানুষের সংখ্যা অনেক বেশি কিন্তু ইন্টারনেটে বাংলার ফার্মির সম্পরর্কে তথ্য তুলতামূলক কম এবং আমরা মান সম্পন্ন লেখার অভাব অনুভব করি।
কাজেই ইন্টারনেটে বাংলা ভাষায় ফার্মিং সম্পর্কিত তথ্য ভান্ডারকে আরও বেশি সমৃদ্ধ করতে। আমাদের বাংলা ভাষাভাষি মানুষদেরই এগিয়ে আসতে হবে।
আমরা চাই বাংলা ভাষাভাষী সকল খামারিদের ও পশু পালন সম্পর্কে আগ্রহি ব্যাক্তিদের একটা কমিউনিটি তৈরি করতে।
তাই আমরা শুরু করেছি khamarian.com (খামারিয়ান) ওয়েবসাইট।
khamarian.com/question কি কি কন্টেন্ট রয়েছে?
176 টি পোষ্ট।
103,055 টি শব্দ।
105 টি কমেন্ট।
3 টি ক্যাটাগরি।
টি ট্যাগ।
980 টি ছবি ও পিডিএফ ফাইল।
khamarian.com/question কি বিষয়ে আলোচনা করা হয়?
- Uncategorized (1)
- গরু ও মহিষ (71)
- ছাগল ও ভেড়া (126)
ছাগলের পিপিআর (1) ছাগলের রোগ (1) ভেড়ার জাত (1)
khamarian.com এর বিভাগসমূহ/সেকশন সমূহ কি কি?
পোষ্ট/আর্টিকেল:
khamarian.com
সংক্ষিপ্ত/এককথায় প্রশ্নত্তোর:
khamarian.com/question
অন্যন্য সেকশন/বিভাগে যেতে:
khamarian.com/sections
শেষকথা:
নিজের নলেজকে সমৃদ্ধ করতে, বাংলাভাষী খামারি সম্প্রদায়কে শক্তিশালী করতে খামারিদের নেটওয়ার্ক মজবুত করতে এবং একে অপরের জ্ঞান ও ভালো মন্দ সকল অভিজ্ঞতাগুলো একে অপরের মাঝে ভাগাভাগি করে নিতে।
khamarian.com নিয়মিত ভিজিট করুন।
khamarian.com ওয়েব সাইটকে কে বেশি বেশি শেয়ার করুন।
ধন্যবাদান্তে,
খামারিয়ান লাইভস্টক ভিলেজ
প্রতিষ্ঠা: সেপ্টেম্বর-২০২১ খ্রিষ্টাব্দ, প্রধান কার্যালয়: বগুড়া-৫৮০০, বাংলাদেশ।