বিষয়: ছাগলের ভিটামিন বি কমপ্লেক্স (Chagoler Vitamin B Complex)
হ্যাশট্যাগ: #ছাগলের ভিটামিন বি কমপ্লেক্স #Chagoler Vitamin B Complex.
ছাগলের ভিটামিন বি কমপ্লেক্স: প্রচলিত ঔষধসমূহ
ছাগলের ভিটামিন বি কমপ্লেক্স-1
- ঔষধের নাম ও প্যাক: Eskavit B1B2/এসকাভেট বি১বি২ ১০০ ও ৫০০ গ্রাম।
- ঔষধের উপাদান: থায়াভিন, হাইড্রোক্লোরাইড, রাইবোফ্লাভিন
- মাত্রা ও প্রয়োগবিধি: ১ গ্রাম/লিটার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে।
- কোম্পানির নাম: SK+F
ছাগলের ভিটামিন বি কমপ্লেক্স-2
- ঔষধের নাম ও প্যাক: Ribothin WSP/ রিবোথিন ডাব্লিউ এসপি ১০০ গ্রাম ও ১ কেজি।
- ঔষধের উপাদান: থায়াভিন হাইড্রোক্লোরাইড রাইবোফ্লাভিন
- মাত্রা ও প্রয়োগবিধি: ১ গ্রাম/১ লিটার পানিতে ৩-৫ দিন খাওয়াতে হবে।
- কোম্পানির নাম: Opsonin
ছাগলের ভিটামিন বি কমপ্লেক্স-3
- ঔষধের নাম ও প্যাক: BC Mix B+C/বিসি মিক্স বি+সি ১০০, ২৫০ গ্রাম ও ১ কেজি
- ঔষধের উপাদান: ভিটামিন সি যুক্ত বি কমপ্লেক্স।
- মাত্রা ও প্রয়োগবিধি: ১-২ গ্রাম/লিটার পানিতে মিশিয়ে ৩-৫ দিন খাওয়াতে হবে।
- কোম্পানির নাম: Opsonin
ছাগলের ভিটামিন বি কমপ্লেক্স-4
- ঔষধের নাম ও প্যাক: Civit-Vet/সিভিট-ভেট ১০০ গ্রাম
- ঔষধের উপাদান: ভিটমিন সি
- মাত্রা ও প্রয়োগবিধি: ১ গ্রাম ৫-১০ লিটার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে।
- কোম্পানির নাম: Square
ছাগলের ভিটামিন বি কমপ্লেক্স-5
- ঔষধের নাম ও প্যাক: Megavit B+C/ মেগাভিট বি+সি 1 ১০০ গ্রাম
- ঔষধের উপাদান: ভিটামিন বি এবং সি
- মাত্রা ও প্রয়োগবিধি: ১-২ গ্রাম/ লিটার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে।
- কোম্পানির নাম: Novartis
ছাগলের ভিটামিন বি কমপ্লেক্স-6
- ঔষধের নাম ও প্যাক: Rena-B+C Complex/রেনা-বি+সি কমপ্লেক্স ১০০, ৫০০ মি.লি; ১ লিটার।
- ঔষধের উপাদান: থায়ামিন, রাইফ্লোবিন, ফসলেট ও পাইরোডক্সিন।
- মাত্রা ও প্রয়োগবিধি: ১-২ গ্রাম/লিটার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে।
- কোম্পানির নাম: Renata
ছাগলের ভিটামিন বি কমপ্লেক্স-7
- ঔষধের নাম ও প্যাক: Vita-3 WSP/ভিটা-৩ ডব্লিউএসপি।
- ঔষধের উপাদান: থায়ামিন, রাইবোফ্লাভিন, পাইরোডক্সিন।
- মাত্রা ও প্রয়োগবিধি: ১ গ্রাম/লিটার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে।
- কোম্পানির নাম: ACME
ছাগলের ভিটামিন বি কমপ্লেক্স-8
- ঔষধের নাম ও প্যাক: B-Com-Vit Liq./ বি-কম-ভিট লিকুই. ১ লিটার
- ঔষধের উপাদান: ভিটামিন বি কমপ্লেক্স।
- মাত্রা ও প্রয়োগবিধি: ১-২ মি.লি/১ লিটার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে।
- কোম্পানির নাম: Square
ছাগলের ভিটামিন বি কমপ্লেক্স-9
- ঔষধের নাম ও প্যাক: Acivit B1, B2, B6/এসিভিট বি১, বি২, বি৩ ৫০০ গ্রাম ও ১ কেজি
- ঔষধের উপাদান: ভিটামিন বি১, বি২ এবং বি৬
- মাত্রা ও প্রয়োগবিধি: ১ গ্রাম/লিটার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে।
- কোম্পানির নাম: ACI
ছাগলের ভিটামিন বি কমপ্লেক্স-10
- ঔষধের নাম ও প্যাক: Prithi WS Pow/ প্রিথি ডাব্লিউএস পাউ, ১০০ গ্রাম
- ঔষধের উপাদান: ভিটামিন + ডেক্সট্রোজি
- মাত্রা ও প্রয়োগবিধি: ১ গ্রাম/লিটার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে।
- কোম্পানির নাম: Square
ছাগলের ভিটামিন বি কমপ্লেক্স-11
- ঔষধের নাম ও প্যাক: Ultravita B1, B2/ অ্যালট্রাভিটা বি১, বি২ 100g
- ঔষধের উপাদান: থায়াভিন, হাইড্রোক্লোরাইড, রাইবোফ্লাভিন।
- মাত্রা ও প্রয়োগবিধি: ১ গ্রাম/লিটার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে।
- কোম্পানির নাম: Popular
ছাগলের ভিটামিন বি কমপ্লেক্স-12
- ঔষধের নাম ও প্যাক: Vital B+C/ ভাইটাল বি+সি ১০০ মি.লি
- ঔষধের উপাদান: ভিটামিন বি এবং সি
- মাত্রা ও প্রয়োগবিধি: ১ মি.লি/৩ লিটার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে।
- কোম্পানির নাম: Navana
ছাগলের ভিটামিন বি কমপ্লেক্স: খাওয়ানোর নিয়ম
মনে রাখবেন যে কোন ভিটামিন যখন ছাগলকে দেবেন বা কোন গরুকে দেবেন সেটা যেন রাত্রেবেলা দেওয়া হয়। রাতের দিলে খুবই ভাল কাজ করে। ছাগল বা গরুকে যে কোন ভিটামিন প্রয়োগের আগে একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে আর সেটা হচ্ছে যে কোন ভিটামিন প্রয়োগ এর আগে তাকে ডিওয়ার্মিং এবং লিভার টনিক দেওয়া উচিত। এর পরে আপনি উক্ত যে কোন একটি ভিটামিন আপনারা প্রয়োগ করতে পারেন।
সর্ব প্রথমে আমাদেরকে ছাগলকে কৃমির ঔষধ খাওয়াতে হবে। সেটি প্রত্যেক মাসে দুই মাস অন্তর খাওয়াতে হবে। যদি আপনারা সঠিক সময়ে ছাগলের কৃমিনাশক ঔষধ না খাওয়াই তাহলে ছাগলের শরীর ভালো থাকবে না। ছাগলের খাওয়ার রুচি কমে যাবে এবং ছাগল ঘনঘন মল-মুত্র ত্যাগ করবে। এর জন্য সকলকে সঠিক নিয়ম মত কৃমিমুক্ত ঔষধ খাওয়াতে হবে। ছাগলের কৃমির ঔষধ খাওয়ানোর পর ব্যবহার করতে পারবেন যে কোন ধরণের লিভার টনিক। আপনার ছাগলকে যেকোন লিভার টনিক খাওয়াতে পারবেন কোন অসুবিধা নেই।
সব সময় চিকিৎসকের পরামর্শ নিয়ে ঔষধ খাওয়ানো উচিৎ এতে আপনি ভালো ফল পাবেন। এছাড়া কোন সমস্য হলে চিকিৎসকের পরামর্শ নিন।
ছাগলের ভিটামিন বি কমপ্লেক্স: খাওয়ানোর সময়
আপনারা সব সময় ভিটামিন দিতে পারেন এবং যেকোন ট্রিটমেন্ট চলাকালীন ভিটামিন বি কমপ্রেক্স খাওয়াতে পারেন বা ইনজেকশন দিতে পারেন। ছাগলের জ্বর হয়েছে ও ছয় থেকে সাত দিন ছাগলের ট্রিটমেন্ট করতে হবে। এই ছয় থেকে সাত দিনের মধ্যে আপনাদেরকে ট্যাবলেট, পাওডার বা ইঞ্জেকশন এর মাধ্যমে ছাগলকে ভিটামিন বি কমপ্রেক্স দিতে পারেন তাহলে আপনার অন্যান্য ঔষধ ভালো কাজ করবে। ছাগলের ট্রিটমেন্ট করার সময় ছাগলের শরীর দুর্বল হয়ে যায়। ছাগলের শরীর দুর্বল না হয় এর জন্য আগে থেকেই ছাগলকে ভিটামিন বি কমপ্লেক্স দিতে পারেন। ছাগল ছোট হোক বড় হোক বা প্রেগন্যান্ট সবার জন্য আলাদা আলাদা ওষুধ পাওয়া যায়, সেটিই আপনারা ব্যবহার করতে পারেন। ছাগলকে ডিওয়ার্মি করতে হবে। ডিওয়ার্মি না করলে কোন খাবার বা ভিটামিন ঔষধ আপনার ছাগলের সরিল পরিবর্ত করতে পারবেনা। তাই সর্ব প্রথমে আপনার ছাগলকে ডিওয়ার্মি করাতে হবে। তারপর শরীরের কৃমি দূর করতে হবে, তারপরে ভিটামিন, ক্যালসিয়াম, লিভার টনিক দিতে হবে।
শেষকথা:
ছাগলের ফার্ম থেকে ইনকাম পেতে হলে ছাগল পরিচর্যা খুব ভালো করে করতে হবে। সঠিক সময়ে লিভার টনিক, ভিটামিন, ক্যালসিয়াম এবং সঠিক পরিমাণে ছাগলকে খাবার দিতে হবে। তবেই ভালো ইনকাম করা সম্ভব হবে। ছাগল যেন অসুখে না পড়ে সেদিকে লক্ষ রাখতে হবে এবং সবসময় ছাগল সুস্থ রাখার চেষ্টা করতে হবে। এছাড়া কোন সমস্য হলে চিকিৎসকের পরামর্শ নিন।
সমাপ্ত: ছাগলের ভিটামিন বি কমপ্লেক্স (Chagoler Vitamin B Complex)