বিষয়: বিতরের নামাজের নিয়ম, বিতরের নামাজের নিয়ত, বিতরের নামাজের দোয়া, দোয়া কুনুত আরবি, বাংলা উচ্চারণ ও অর্থ।
বিতর নামায ওয়াজিব এবং তিন রাকআত।
বিতর নামাযের সময়
ইশার নামাযের পর থেকে সুবহে সাদেক পর্যন্ত বিত্র নামাযের সময়। তবে শেষ রাতে তাহাজ্জুদের পরে পড়া উত্তম। কিন্তু যার শেষ রাতে উঠার অভ্যাস নেই বা উঠতে পারার বিশ্বাস নেই, তার জন্য ইশার পর বিত্র পড়ে নেয়া উচিত। প্রথম রাতে পড়ে নিলে আর শেষ রাতে পড়ার অনুমতি নেই।
⇒ বিতর নামাযে সব রাকআতে সূরা ফাতেহার সাথে সূরা/কিরাত মিলানো ওয়াজিব। যে কোন সূরা/কিরাত মিলানো যায় তবে সূরা আ’লা, কাফেরূন ও ইখলাস দ্বারা পড়া উত্তম। মাঝে মধ্যে ব্যতিক্রমও করবে।
⇒ বিতরে তৃতীয় রাকআতে সূরা মিলানোর পর তাকবীরে তাহরীমার ন্যায় হাত উঠিয়ে আল্লাহু আকবার বলে আবার হাত বেধে দোয়ায়ে কুনূত পড়তে হবে। তারপর রুকু সাজদা ও বৈঠক পূর্বক নামায শেষ করবে। দোয়ায়ে কুনূত পড়া ওয়াজিব।
বিতর নামাজের নিয়ম বা ৩ রাকাত বিতর নামাজ পড়ার নিয়ম
১.প্রথমে অজু করে পবিত্র হয়ে জায়নামাজে দাঁড়িয়ে জায়নামাজের দোয়া পড়বে।
২.মনে মনে বিতর নামাজের নিয়ত করুন।এবং আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমার পরে নারীরা বুকের উপর ও পুরুষেরা নাভীর উপরে হাত বাঁধবে (বাম হাঁতের উপরে ডান হাত)।
৩.সানা পড়বে।
৪.এবার মনে মনে -আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ও বিসমিল্লাহির রাহমানির রাহীম পাঠ করুন।
৫.সূরা ফাতিহা পড়বে এবং তারপরে অন্য একটি সূরা মিলাবে।
৬.ধীর-স্থিরভাবে রুকু ও দুই সিজদা করে উঠে দাঁড়াবে এবং পূর্বের ন্যায় হাত বাঁধবে।
৭.সূরা ফাতিহা পড়বে এবং অন্য কোন সূরা মিলাবে।
৮.পূর্বের ন্যায় রুকু সেজদা করে উঠে না দাঁড়িয়ে সোজা হয়ে বসবে (প্রথম বৈঠক),এবং তাশাহুদ পাঠ করবে।
৯.আল্লাহু-আকবার বলে উঠে দাঁড়িয়ে হাত বাঁধবে এবং সূরা ফাতিহা পাঠ করবে। ফরজ নামাজ না হলে সূরা ফাতিহার পর আরেকটি সূরা মিলাবে।
১০.বিতরের নামাজে তৃতীয় রাকাতে রুকু সেজদার আগে পুনরায় একটি তাকবির দিয়ে হাত বাঁধবে এবং দোয়া কুনুত পাঠ করবে।
১১.সম্পূর্ণভাবে রুকু-সেজদা করবে এবং উঠে না দাঁড়িয়ে বৈঠকে বসবে। বৈঠকে তাশাহুদ,দরুদ ও দোয়া মাসুরা পাঠ করবে। অতঃপর ডানে ও বামে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবে।
দোয়া কুনুত অর্থসহ বাংলা উচ্চারণ
اَللَّهُمَّ اِنَّا نَسْتَعِيْنُكَ وَنَسْتَغْفِرُكَ وَنُؤْمِنُ بِكَ وَنَتَوَكَّلُ عَلَيْكَ وَنُثْنِىْ عَلَيْكَ الْخَيْرَ وَنَشْكُرُكَ وَلاَ نَكْفُرُكَ وَنَخْلَعُ وَنَتْرُكُ مَنْ يَّفْجُرُكَ-اَللَّهُمَّ اِيَّاكَ نَعْبُدُ وَلَكَ نُصَلِّىْ وَنَسْجُدُ وَاِلَيْكَ نَسْعَى وَنَحْفِدُ وَنَرْجُوْ رَحْمَتَكَ وَنَخْشَى عَذَابَكَ اِنَّ عَذَابَكَ بِالْكُفَّارِ مُلْحِقٌ
দোয়া কুনুত উচ্চারণ:
আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, ওয়া নাস্তাগফিরুকা, ওয়া নু’মিনু বিকা, ওয়া নাতাওয়াক্কালু ‘আলাইকা, ওয়া নুছনী ‘আলাইকাল খাইর, ওয়া নাশকুরুকা, ওয়ালা নাকফুরুকা, ওয়া নাখলাউ, ওয়া নাতরুকু মাঁই ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না’বুদু ওয়া লাকানুসল্লী, ওয়া নাসজুদু, ওয়া ইলাইকা নাস’আ, ওয়া নাহফিদু, ওয়া নারজু রাহমাতাকা, ওয়া নাখশা আযাবাকা, ইন্না আযাবাকা বিল কুফ্ফারি মুলহিক্ক।
দোয়া কুনুত অর্থ:
হে আল্লাহ আমরা তোমারই সাহায্য চাই, তোমারই নিকট ক্ষমা চাই, তোমারই প্রতি ঈমান রাখি, তোমারই ওপর ভরসা করি এবং সকল কিছু তোমার দিকে ন্যস্ত করি। আমরা তোমার কৃতজ্ঞ হয়ে চলি অকৃতজ্ঞ হই না, এবং যারা তোমার অবাধ্য হয় তাদের থেকে সম্পর্ক ছিন্ন করে তাদেরকে পরিত্যাগ করি। হে আল্লাহ আমরা তোমারই দাসত্ব করি তোমারই জন্য নামায পড়ি এবং তোমাকেই সিজদাহ করি, আমরা তোমারই দিকে দৌড়াই ও এগিয়ে চলি। আমরা তোমারই রহমত, আশা করি এবং তোমার আযাবকে ভয় করি আর তোমার আযাবতো কাফেরদের জন্যই র্নিধারিত।

⇒ দোয়ায়ে কুনূত মুখস্থ না থাকলে মুখস্থ না হওয়া পর্যন্ত তদস্থলে নিম্নোক্ত দোয়াটি পড়বে। মুখস্থ করার চেষ্টা না করে শুধু সহজ ভেবে এটা পড়তে থাকলে চলবেনা।
ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ۔
⇒ শুধু মাত্র রমযান মাসে বিতরের জামা’আত করা মোস্তাহাব। এই জামা’আতে ইমামের ন্যায় মুক্তাদীও দোয়ায়ে কুনূত পড়বে।
⇒ বিতরের নিয়ত এভাবে করা যায়। সংক্ষিপ্তভাবে, বাংলায়ঃ তিন রাকআত বিতরের নিয়ত করছি।
বিতর নামাজের নিয়ত
বিতর নামাজের নিয়ত আরবি:
نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَا لَى ثَلَثَ رَكْعَتِ صَلَوةِ الْوِتْرِوَاجِبُ اللَّهِ تَعَا لَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ
বিতর নামাজের নিয়ত আরবি উচ্চারণ:
নাওয়াইতুয়ান উসালি্লয়া লিল্লাহি তা’আলা সালাছা রাকায়াতি ছালাতিল বিতরে ওয়াজিবুল্লাহি তা’য়ালা মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা’বাতিশ্ শারীফাতি আল্লাহু আকবার।
বিতর নামাজের নিয়ত বাংলা অর্থ:
আমি কিবলামুখী হয়ে আল্লাহর উদ্দেশ্যে তিন রাকাত বেতের ওয়াজিব নামাজ আদায় করছি।আল্লাহু আকবার।

সমাপ্ত: বিতরের নামাজের নিয়ম, বিতরের নামাজের নিয়ত, বিতরের নামাজের দোয়া, দোয়া কুনুত আরবি, বাংলা উচ্চারণ ও অর্থ।
সূত্র: আহকামে যিন্দেগী।